কাছে এসে কেন দূরে চলে গেলে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দূরে চলে যাওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


war-7065079_1280.jpg



লিংক


আসলে যে মানুষগুলো আমাদের কখনো ভালবাসে না তারা কখনো আমাদের আপন হতে পারে না। আর এই মানুষগুলো যখন আমাদের কাছে আসে তখন আপনাদের সবসময় ভাবতে হবে যে এরা আপনার জীবনে কখনো সুখ-শান্তি দিতে আসে না। বরং কি করে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলতে পারে এজন্য তারা চেষ্টা করে। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে মানুষ ভালোবাসার ক্ষেত্রে সব থেকে বেশি দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ যদি মানুষ কোন একজন মানুষকে মন প্রাণ দিয়ে ভালবেসে থাকে তাহলে সেই মানুষটার জন্য তারা যে কোন কিছু করতে রাজি আছে। কিন্তু এই মানুষগুলো যদি খারাপ হয় এবং তাদেরকে একা ফেলে দূরে চলে যায় তখন এই মানুষগুলোর কাছে এই পৃথিবীটা নরক যন্ত্রণার মত মনে হয়।


কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই স্বার্থপর প্রকৃতির মানুষ গুলো কেন আমাদের জীবনে আসে এবং কেন আমাদের জীবন ছেড়ে দূরে চলে যায়। যারা মানুষের মন নিয়ে খেলতে অভ্যস্ত তারা কখনো মানুষকে প্রকৃত ভালবাসতে পারে না। আসলে এই মানুষগুলো এত খারাপ প্রকৃতির হয়ে থাকে যে এদের থেকে সব সময় দূরে থাকা আমাদের প্রয়োজন। আসলে এদের আসল রূপ যদি আমরা একবার চিনতে পারি তাহলে অবশ্যই আমরা এদের থেকে দূরে সরে থাকবো। কেননা এই মানুষগুলো মানুষকে কষ্ট দিতে বিন্দুমাত্র নিজেদের ভিতর অনুশোচনা বোধ হয় না। আসলে কাছে এসে এই মানুষগুলো আপনার কাছ থেকে প্রকৃত ভালোবাসা নিয়ে আপনার সেই ভালোবাসা নিয়ে এরা বিভিন্ন ধরনের নোংরামি করবে।


বর্তমান সময়ে এই ধরনের মানুষের সংখ্যা সব থেকে বেশি থাকে। আসলে মানুষ এতটা নিষ্ঠুর হয়ে গেছে এটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে অন্যান্য মানুষগুলোকে ভালোবেসে তাদের পাশে সারা জীবন থাকতে পারি তাহলে কিন্তু সেই মানুষগুলো আমাদের সর্বপ্রথম মন প্রাণ দিয়ে ভালবাসবে এবং আমাদের প্রতিটা ক্ষেত্রে তারা সবসময় বিশ্বাস করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মানুষ যদি মানুষকে বিশ্বাস করতে না পারে তখন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক কখনো হতে পারে না। আসলে প্রত্যেকটা সম্পর্কের শুরু হয় এই বিশ্বাসের মধ্য দিয়ে। অর্থাৎ যেখানে বিশ্বাস থাকে সেখানে সবসময় ভালোবাসা থাকে।


কিন্তু মানুষকে যারা দুর্বল করে দিয়ে অর্থাৎ যারা মানুষের মন নিয়ে খেলা করে তাকে একা ফেলে দিয়ে দূরে সরে যায় চিরজীবনের জন্য সেই মানুষগুলো কখনো ভালো মানুষ হতে পারে না। আসলে বর্তমান সময়ে দুঃখজনক হলেও সত্য এই যে এই খারাপ মানুষের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আসলে আমরা যদি এই খারাপ মানুষদের থেকে নিজেদেরকে বাঁচাতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারবোনা। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যা কিছুই করি না কেন আমরা কখনো মানুষকে কষ্ট দিয়ে কোন কিছু করার চেষ্টা করব না। আর যারা আমাদের কাছে এসে আমাদেরকে ভালবাসবে তাদেরকে অবশ্যই ভালবাসার চেষ্টা করব এবং তাদের সকল ধরনের আবদার পূরণ করে যাব সারা জীবন।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

@heartwarming, this is a truly insightful post! Your reflections on relationships, trust, and the pain of those who exploit love resonate deeply. I appreciate your thoughtful exploration of why some people are prone to hurting others and the importance of safeguarding ourselves from such negativity. The message of prioritizing genuine connection and reciprocal care is so important in today's world. Your encouragement to cherish those who offer sincere affection and support is a beautiful reminder. Thank you for sharing your wisdom with the "আমার বাংলা ব্লগ" community! What strategies do you find most helpful in identifying and distancing yourself from those who might cause harm? I'm eager to see more of your writing!