জ্ঞানের সুষ্ঠু প্রয়োগ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জ্ঞানের সুষ্ঠু প্রয়োগ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


book-3531412_1280.jpg



লিংক


পৃথিবীতে সবাই বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে তাদের নিজেদের জীবনকালে। অর্থাৎ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন এই পৃথিবী সম্পর্কে আস্তে আস্তে সে যখন বুঝতে শুরু করে তখন থেকে সে জ্ঞান আরোহন করতে থাকে। আর এই জ্ঞান আরোহন শেষ হয় তার মৃত্যুর মধ্য দিয়ে। আসলে জ্ঞানী মানুষ কি এই পৃথিবীর সবাই অনেক বেশি ভালোবাসে এবং তাদের পথে চলার চেষ্টা করে সবাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সব সময় জ্ঞানের অপব্যবহার করে। আসলে আমরা সেসব মানুষদের কাছ থেকে এই ধরনের আচরণ মোটেও লক্ষ্য করতে পারি না। আসলে জ্ঞানী মানুষ যদি কোন ধরনের অপরাধ করে তাহলে সেই অপরাধটা মোটেও ক্ষমার যোগ্য হয় না। অর্থাৎ তারা সব সময় জেনে শুনে বিভিন্ন ধরনের ভুল করে।


একটা মানুষ যদি মূর্খ হয় এবং সে যদি সমাজে কোন অপরাধ করে তখন আপনি নিজেকে বুঝ দিতে পারবেন যে লোকটি তো কিছুই বোঝেনা তাই সে না বুঝে এই অপরাধটি করেছে। কিন্তু আপনি জ্ঞানী লোকেদের কি বলবেন সেটি আপনি কখনো বুঝে উঠতে পারবেন না। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে যারা সবসময় বিভিন্ন ধরনের ক্ষতি করতে চেষ্টা করে তাদের মধ্যে জ্ঞানী লোকেদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আসলে একটা মূর্খ মানুষ তেমন একটা বেশি বড় ধরনের খারাপ কাজ কখনোই করতে পারেনা। অর্থাৎ তাদের খারাপ কাজ করার মতো চিন্তা ভাবনা এতটা গভীরে কখনোই যেতে পারে না। আসলে যারা জ্ঞানের সুষ্ঠু প্রয়োগ করতে পারেনা তারা কখনো নিজেদেরকে প্রকৃত জ্ঞানী মনে করলেও সমাজের অন্যান্য লোকেরা তাদেরকে কখনো প্রকৃত জ্ঞানী মনে করবে না।


আর এজন্য আমাদের সব সময় জীবনে যা কিছুই করি না কেন আমাদের জ্ঞানের সুষ্ঠু প্রয়োগ সব জায়গায় সঠিকভাবে করা উচিত। আর আমরা যদি আমাদের এই জ্ঞানের সুষ্ঠু প্রয়োগ সব জায়গাতে করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটা সবসময় সামনের দিকে এগিয়ে যাবে এবং সমাজের মানুষগুলো সুখে শান্তিতে সবসময় বসবাস করতে পারবে। কেননা একজন জ্ঞানী লোক শুধুমাত্র নিজের উন্নতির জন্য কাজ করে না বরং সে দেশ ও দশের লোকের জন্য সব সময় কাজ করে। আসলে জ্ঞানী মানুষদের দেখে আমরা সবসময় শিক্ষা নেব এবং তাদের চলার পথে এগিয়ে চলার আমরা সবসময় চেষ্টা করব। আর এভাবে যদি আমরা সবাই মিলে একসাথে জ্ঞানী হয়ে জ্ঞানের সুষ্ঠু প্রয়োগ সব জায়গায় করতে পারি তাহলে আমাদের দেশটা একটা সুন্দর দেশে পরিণত হবে।


তাইতো আমরা ছোটবেলা থেকে যে জ্ঞানগুলো গ্রহণ করব সেই জ্ঞানগুলো কিন্তু অবশ্যই আমাদের জীবনে বিভিন্ন কাজে প্রয়োগ করার চেষ্টা করব। কেউ যদি আমাদের খারাপ কোন বিষয়ে জ্ঞান দিতে আসে তাহলে আমরা তাদের সেই জ্ঞানকে প্রত্যাহার করে আমরা সব সময় সঠিক জ্ঞান আরোহন করার চেষ্টা করব। আসলে একজন মানুষ এই পৃথিবীতে তার ভালো কাজ কর্মের জন্য সবসময় বেঁচে থাকতে পারে। কিন্তু সে যদি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খারাপ কাজকর্ম করে এবং বিভিন্ন মানুষের ক্ষতি করে তাহলে কিন্তু মানুষ তার জ্ঞানকে কখনোই বড় করে দেখবে না। অর্থাৎ মানুষের কাছ থেকে সে কখনো ভালবাসা পেতে পারবে না। আর এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে জ্ঞানের সুষ্ঠু প্রয়োগ করা অবশ্যই আমাদের দরকার।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।