মন না থাকলে মানুষ হওয়া যায় না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


person-5582976_1280.jpg



লিংক


যে মানুষের মন ভালো তাকে সবাই যেমন ভালোবাসে ঠিক তেমনি সেই মানুষগুলোর সঙ্গে সবাই মেলামেশা করার চেষ্টা করে। এই পৃথিবীতে টাকা থাকলে শুধুমাত্র ভালো মানুষ হওয়া যায় না। অর্থাৎ একজন ভালো মনের মানুষ হতে গেলে আপনাকে সর্বপ্রথম কিছু গুণ থাকতে হবে। আসলে এখন বর্তমান সময়ে এই ভালো মনের মানুষ পাওয়া বড় কঠিন। আপনি যে মানুষগুলোকে আপনার আশে পাশে দেখতে পাবেন তারা সব সময় স্বার্থ নিয়ে আপনার আশেপাশে ঘোরাফেরা করে। আর স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন তারা সব সময় আপনার থেকে দূরে থাকার চেষ্টা করে। এইসব মানুষের মনে কখনো একটু মায়া হয় না। আসলে মন না থাকলে কখনো একজন মানুষের মত মানুষ হওয়া যায় না এবং সেই মানুষকে কেউ পছন্দ করেনা।


মানুষের মন বোঝা বড়ই কঠিন। কেননা আপনি একজন মানুষের সাথে প্রথম দেখাতে তার মন কি চায় সেটি কখনো বুঝে উঠতে পারবেন না। আবার কিছু কিছু মানুষ রয়েছে যারা মনের দিক থেকে একরকম এবং উপরের দিক থেকে আরেক রকম হয়। অর্থাৎ এই মানুষগুলো কখনো ভালো হতে পারে না এবং তারা সবসময় চেষ্টা করে কি করে অন্য মানুষের ক্ষতি করা যায় এবং অন্য মানুষের মনে আঘাত করা যায়। যারা মানুষের মনে আঘাত করে বেড়ায় তারা কখনো অন্য মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারেনা। আপনি যদি মনে করেন যে আপনার কাছে প্রচুর অর্থ আছে এবং আপনি অর্থ দিয়ে সবকিছু ক্রয় করতে পারবেন তাহলে সেগুলো কিন্তু সঠিক। কিন্তু আপনি কখনো মানুষের মন টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না।


এই পৃথিবীতে যেসব মানুষদেরকে আমরা দেখতে পাই তার মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু খারাপ মনের অধিকারী। আর আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে এই খারাপ মনের মানুষগুলো আমাদের কাছে না আসে। কেননা আমাদের জীবনে যদি একবার খারাপ মানুষের প্রবেশ ঘটে তাহলে আমাদের জীবনটা সেখান থেকে ধ্বংস হওয়া শুরু করে। আসলে এভাবে যদি খারাপ মানুষগুলোর সংখ্যা বাড়তে থাকে এবং ভালো মানুষগুলোর সংখ্যা কমতে থাকে তাহলে একটা সময় মানুষের মানুষকে কখনো মন দিয়ে ভালবাসবে না এবং তাদেরকে কখনো বিশ্বাস করবে না। কেননা একটা মানুষকে মানুষ তখনই বিশ্বাস করবে যখন দেখতে পারবে যে তার মনটা অনেক বেশি সহজ-সরল এবং সে কখনো কারো কোনো ক্ষতি করে না।


তাইতো ভালো মনের অধিকারী হতে হলে সর্বপ্রথম আমাদেরকে পরোপকার করার মতো মন মানসিকতা দরকার। একদম পরোপকারী মানুষের মন সবসময় ভালো হয় এবং তাদের মন অন্য মানুষের দুঃখ কষ্টে কেঁদে ওঠে। তাইতো আমরা সব সময় আমাদের সমাজে বসবাস করি ভাল মন মানসিকতার মানুষদেরকে সম্মান করবো এবং তাদের চলার পথে চলার চেষ্টা করব। যদিও এই সমাজে বিভিন্ন ধরনের খারাপ ব্যক্তিদের চাপে সহজে ভালো থাকা কখনোই যায় না। তাইতো সবসময় নিজেকে অনেকটা বেশি কন্ট্রোল করে সময়ের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করব এবং নিজেদের মন কখনো খারাপ দিকে এগিয়ে যাতে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। কেননা লোভ কিন্তু মানুষের মন মানসিকতাকে অনেক বেশি নিচু করে দেয়।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।