নিজের ভুল নিজে বুঝতে পারা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজের ভুল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


mistake-876597_1280.jpg



লিংক


মানুষ এমন একটা প্রাণী যে প্রাণী কিন্তু অন্যান্য প্রাণী থেকে সব থেকে বেশি বুদ্ধিমান। অর্থাৎ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এই পৃথিবীতে খ্যাত। আসলে আমরা যদি জীবনে অলসের মতো সময়ে কাটাই তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অর্থাৎ আমরা যতটা সময় কাটাই না কেন আমাদের সব সময় কঠোর পরিশ্রম করতে হবে এবং এই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসলে এই পৃথিবীতে কেউ এসে তোমাকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। কেননা সবাই সবার নিজের জীবনে ব্যস্ত থাকে এবং কাউকে সাহায্য করার মত সময় তাদের হাতে আর নেই। আর এই কাজ করতে গেলে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভুল ত্রুটি সবসময় হয়ে থাকে।


কেননা এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যারা জীবনে একবার না একবার কোনো ভুল করেনি। অর্থাৎ এই পৃথিবীতে যারা নিজের ভুল নিজে বুঝতে পারে তারা কিন্তু জীবনে অবশ্যই সফলতা অর্জন করতে পারে। আবার এই পৃথিবীতে আমরা কিছু কিছু লোক দেখতে পাই যারা কখনো নিজের ভুলকে দেখতে পায় না বরং সবসময় অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকে। এইসব মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। কেননা কোন কাজে যদি ভুল হয় এবং সেই কাজটা যদি আমরা পুনরায় ঠিকঠাকভাবে করার চেষ্টা না করি তাহলে সেই কাজটা একদম ভুল ভুলই রয়ে যাবে। কখনো সেই কাজটা আর কেউ এসে আমাদের জীবনে ঠিক করে দেবে না। তাইতো সব সময় উচিত নিজের ভুল বুঝতে পেরে সেই ভুলকে সমাধান করার জন্য সব সময় চেষ্টা করা।


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা নিজের ভুল বুঝতে পেরে সেই ভুলটি কোথায় হয়েছে সেটি ধরতে পারে তারাই কিন্তু সব থেকে বেশি কাজের ক্ষেত্রে এগিয়ে থাকে। অর্থাৎ আপনি একটা কাজ করতে গেলেন এবং আপনার কাজের কোন জায়গায় ভুল হয়েছে সেই জিনিসটা যখন খুঁজে না পাবেন তখন কিন্তু আপনি সেই কাজটি পুনরায় সঠিক করতে পারবেন না। অর্থাৎ আপনাকে সব সময় চেষ্টা করতে হবে যে আপনার ভুল কোথায় ছিল সেই ভুলটি ঠিক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।আর আমরা যদি মনে করি যে জীবনে কয়েকটি ভুল যদি আমরা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সেই ডিসিশনটা সবসময় ভুল হবে। কেননা এই ভুলগুলো আস্তে আস্তে জমতে জমতে পাহাড় সমান হয়ে দাঁড়াবে।


আরেকটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অলস লোক তাদের কিন্তু কখনো কোন কাজে ভুল হয় না। একমাত্র পরিশ্রমই লোক যারা সবসময় কাজের ভিতরে থাকে তাদেরই কাজে ভুল হতে পারে। অর্থাৎ ভুল ত্রুটি নিয়ে যারা জীবনে সামনের দিকে এগিয়ে চলতে পারে এবং জীবনের সকল ক্ষেত্রে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারে তারাই কিন্তু জীবনে উন্নতি সর্ব শিখরে পৌঁছে যেতে পারে। এজন্য সব সময় আমাদের উচিত যে আমরা যদি কোন ভুল করি তাহলে নিজেদের ভুলকে নিজেদের খুঁজে বের করতে হবে এবং সেই ভুলটি সমাধান করার চেষ্টা করতে হবে। এছাড়াও যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে এইসব শিক্ষা প্রদান করতে হবে যাতে করে তারা জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 5 days ago 

পৃথিবীতে মানুষ সব থেকে বুদ্ধিমান কিন্তু সেই মানুষ সব থেকে বেশি ভুল করে থাকে। তবে ভুল করে যদি সেই ভুল বুঝতে পারা যায় তাহলে ভালো। যারা কাজ করে তাদেরই ভুল হয় কিন্তু যারা ঘরে বসে থাকে তাদের কোন ভুল হয় না। তাই বেশি বেশি ভুল করতে হবে আর বেশি বেশি শিক্ষাগ্রহণ করতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।