গরিব মানুষের শীতকাল

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-1550501_1280.jpg



লিংক

এই পৃথিবীতে বিভিন্ন ঋতুর পরিবর্তন হয়। আসলে এই ঋতুর পরিবর্তনকে কেন্দ্র করে আমাদের পৃথিবীর এই সৌন্দর্যকে আমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারি। অর্থাৎ এক এক ঋতুতে প্রকৃতি এক এক রূপ ধারণ করে। এই রূপ দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়ে যাই। কিন্তু একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যতই এই ঋতু পরিবর্তনের রূপ উপলব্ধি করি না কেন এক অন্য দিক থেকে কিন্তু গরিব শ্রেণীর লোকেরা ঋতুর এই পরিবর্তনকে কখনো উপলব্ধি করতে পারে না। অর্থাৎ তাদের বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের কষ্টে দিন কাটাতে হয়। কেননা আমাদের মত তাদের তেমন বসবাসের ঘরবাড়ি নেই অথবা ভালো ভাবে চলার মত কোন অর্থ নেই। তেমনি অন্যান্য কাল অপেক্ষা শীতকালটা গরিব মানুষদের সবথেকে বেশি খারাপ যায়।


শীতের প্রচন্ড ঠান্ডায় সব থেকে বেশি গরিব মানুষেরা কষ্ট পায়। অর্থাৎ এই গরিব মানুষের একদিক থেকে যেমন ঘরবাড়ি তৈরি করার মত বেশি অর্থ থাকে না এবং তারা কিন্তু ভাঙ্গা ঘরবাড়িতে বসবাস করে। আর এভাবে ভাঙা বাড়িতে বসবাস করার ফলে তারা কিন্তু শীতের প্রকট ঠান্ডা থেকে রক্ষা পায় না। আরেকটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এইসব ঠান্ডার সময় যেসব পোষাকের প্রয়োজন হয় সেসব পোশাক কিন্তু এই গরীব মানুষেরা বেশি টাকা দিয়ে ক্রয় করতে পারে না। এছাড়াও একটা জিনিস আপনারা সব সময় খেয়াল করে দেখেছেন যে আমাদের শহর অঞ্চলের রাস্তার দু'পাশের বিভিন্ন গরিব মানুষ বসবাস করে। আর তাদের বাড়িগুলো আপনারা সব সময় লক্ষ্য করে দেখেছেন যে ভাঙ্গা টিনের চাল দিয়ে তারা কিভাবে বসবাস করছে।


আসলে এই ঠান্ডার সময় অনেক গরিব মানুষের ঘরের সামনে আমরা একটা জিনিস দেখতে পায় সেটি হল আগুন জ্বালানোর জায়গা। অর্থাৎ গরিব মানুষেরা এই ঠান্ডার থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির সামনে কাঠ যোগাড় করে সেখানে আগুন জ্বালিয়ে সবাই একটু গরম অনুভব করতে পারে। আসলে তাদের পরনে যে পোশাক থাকে সেই পোশাক দিয়ে তারা এই শীতের প্রভাব থেকে রক্ষা পায় না। কিন্তু আমরা একটা জিনিস আমাদের সমাজের বিভিন্ন লোকের মুখে শুনে থাকি যে শীতকাল অনেক মানুষের প্রিয় কাল। অর্থাৎ এই সময় তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করে এবং এই আবহাওয়াকে তারা অনেক বেশি উপলব্ধি করে। তারা কখনো এসব গরীব লোকেদের কথা একবার চিন্তা ভাবনা করতে পারে না।


তাইতো আমাদের সবার উচিত এই গরিব মানুষদেরকে শীতের সময় সামান্য একটু সাহায্য করে তাদের একটু ভালোভাবে রাখার জন্য। অর্থাৎ অনেক মানুষকে দেখেছি যে যারা কিনা শীতের সময় শীতবস্ত্র এইসব গরিব মানুষের মধ্যে বিতরণ করে। আসলে একজন মানুষের পক্ষে এই পৃথিবীর সকল গরিব লোকের সাহায্য করা সম্ভব মোটেও নয়। তাইতো আমরা যদি সবাই মিলে একসাথে এগিয়ে এসে শীতের সময় এসব গরিব মানুষ দের পাশে দাঁড়াতে পারি তাহলে আস্তে আস্তে করে কিন্তু এই গরিব মানুষদের কষ্টগুলো দূর হতে শুরু করবে। অর্থাৎ তাদের শীতের সময় তারা এতটা বেশি কষ্ট পাবেনা। এছাড়াও সবাই যদি সামান্য একটু সাহায্য করে এসব গরিব মানুষদের ঘর ঠিক করে দেয়া যায় তাহলে তাদের দিনটা আরো অনেক বেশি ভালো যাবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 17 days ago 

আমরা যখন ঋতু পরিবর্তনের সুন্দর রূপ দেখি, তখন গরিব মানুষদের কষ্টটা হয়তো আমরা ভুলে যাই। শীতকাল অনেকের কাছে প্রিয় সময় হলেও, গরিবদের জন্য এটা খুব কষ্টকর। তাদের কাছে ভালবাসার ঘর, উষ্ণ কাপড় বা পর্যাপ্ত খাবার নেই। তারা ভাঙ্গা ঘরে বাস করে এবং শীতের ঠান্ডা থেকে বাঁচতে কাঠের আগুন জ্বালায়। তাদের জন্য শীত শুধু কষ্টের সময়, আর আমরা যারা ভালো আছি, তাদের উচিত তাদের পাশে দাঁড়িয়ে সহানুভূতি দেখানো। যদি আমরা সবাই একটু সহানুভূতি এবং সাহায্য জানাই, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতে পারে।