গ্রামের শীতের সকাল।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গ্রামের শীতের সকাল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


town-7590138_1280.webp



লিংক


শীতকাল মানে কিন্তু সেই গ্রামের মনোরম দৃশ্য দেখার সময়। আসলে আমার কাছে মনে হয় যে আমরা যে ছয়টি ঋতু উপভোগ করে থাকি শহর অঞ্চলে বসে সেখানে কিন্তু প্রকৃত প্রত্যেকটা ঋতু উপভোগ করতে পারিনা। অর্থাৎ গ্রামের শীতের সকালে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস উপভোগ করে থাকে। তাইতো আপনাকে যদি শীতের সকালটা অনুভব করতে হয় তাহলে কিন্তু আপনাকে সেই গ্রামবাংলায় চলে যেতে হবে। আসলে আমার কাছে গ্রাম বাংলার প্রতিটা ঋতুর সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি শহরের অঞ্চলে যে শীত কাটান সেই শীত কিন্তু আপনি কখনো গ্রাম অঞ্চলে পাবেন না। অর্থাৎ শহর অঞ্চল অপেক্ষা গ্রাম অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি।


এই তীব্র শীতে গ্রামাঞ্চলে গেলে আমরা দেখতে পাবো যে ভোরে বাংলার কৃষকেরা উঠে একটা জামা এবং একটা ধুতি পড়ে সকালবেলায় কাজ করতে বের হয়ে যায়। আসলে যে সকালে আপনারা বিভিন্ন চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেন সেখানে কিন্তু গ্রাম বাংলার মানুষের একটা সাদাসিদে পোশাক পড়ে বিভিন্ন ধরনের কাজের ছুটি বেড়ায়। আর তাদের দেখলে আপনাদের শরীর থেকে শীত চলে যাবে। কেননা এই প্রচন্ড শীতে তাদের যতই কষ্ট হোক না কেন তারা কিন্তু ফসল ফলানোর জন্য মাঠে চলে যায়। এছাড়াও মাঠের ঘাসের উপর এই শিশির জন্য মুক্তোর মত চকচক করে। আপনি যত ভোরে উঠবেন ততই দেখতে পাবেন গ্রাম বাংলার আসল সৌন্দর্য। অর্থাৎ পুরো সকালটা যেন কুয়াশার চাদরে মুড়ে থাকে।


আপনি সকালবেলা কোন কিছুই দেখতে পাবেন না এই কুয়াশার জন্য। আসলে সেই অনুভূতিটা একটা আলাদা ধরনের অনুভূতি। আপনি যখন বের হবেন তখন দেখতে পাবেন যে আপনার গায়ে হালকা করে শিশিরের ফোঁটা পড়ছে। আরেকটা জিনিস আপনি অনুভব করবেন যে কোথা থেকে হাওয়া এসে আপনাকে সামান্য কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। আর এই অনুভূতিগুলো একমাত্র আপনি গ্রাম বাংলাতেই পেয়ে যাবেন। তাইতো আমার মনে হয় যেন আমি বারবার এই গ্রাম বাংলায় জন্মগ্রহণ করতে পারি। আসলে গ্রাম বাংলায় এই শীতের সকালের দেখবেন যে কিছু কিছু মানুষ গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জ্বাল দিচ্ছে। অর্থাৎ খিচুড়ি মিঠা তৈরির জন্য বাড়ির গিন্নিরা বড় তাওয়ায় আগুন ধরিয়ে বসে আছে।


আসলে এই জিনিসগুলো যখন আমরা উপভোগ করতে পারি তখন কিন্তু আমাদের আনন্দের সীমা থাকে না। তাইতো আমরা এই গ্রাম বাংলার পুরো শীত যদি উপভোগ করতে পারি তাহলে আমাদের মন প্রাণ ভরে যাবে। কিন্তু কিছু কিছু মানুষদের কষ্ট দেখলে আমাদের সত্যিই খুব খারাপ লাগে। কেননা এই মানুষেরা শীতের সময় পর্যাপ্ত পরিমাণ পোশাক না থাকার জন্য তারা শীতে খুব কষ্ট পায়। এছাড়াও তাদের আরেকটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে তাদের যতই কষ্ট হোক না কেন তারা কিন্তু অন্যের কাছে কখনো সাহায্য চায় না। বরং তারা সবসময় চেষ্টা করেন কি করে নিজেদের এই কষ্ট দূর করা যায় এবং এজন্য তারা অতিরিক্ত পরিশ্রম করে। আর এই জিনিসগুলো দেখলে সত্যিই আমাদের খুব ভালো লাগে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।