প্রত্যেক মানুষ সম্মান পাওয়ার যোগ্য।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সম্মান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে। আসলে কেউ উঁচু শ্রেণীতে বসবাস করে আবার কেউ নিচু শ্রেণিতে বসবাস করে। আসলে মানুষ যে শ্রেণীতেই বসবাস করুক না কেন প্রত্যেক মানুষের কিন্তু সম্মান পাওয়ার অধিকার রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনি অনেক উচু পর্যায়ে রয়েছেন এবং আপনি কখনো নিচু পর্যায়ের মানুষদের সম্মান করবেন না তাহলে এটি কিন্তু আপনার একটা ভুল ধারণা। অর্থাৎ এখানে কিন্তু আপনার শিক্ষার সঠিক পরিচয় সবাই জানতে পারে। আসলে একটা জিনিস আমরা সব সময় জানি যে শিক্ষা একজন মানুষকে নম্র এবং ভদ্র করতে শেখায়। আসলে শিক্ষিত মানুষ জীবনে সব সময় প্রত্যেকটা মানুষকে সম্মান করতে জানে এবং প্রত্যেকটা মানুষের কদর করে।
আবার কিছু কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে আমরা এর উল্টোটা দেখতে পাই। অর্থাৎ এই শিক্ষিত ব্যক্তি গুলো একটা ভালো জায়গায় পৌঁছানোর পর তারা নিচু শ্রেণীর মানুষদেরকে আর কখনো সম্মান করে না এবং বিভিন্নভাবে তাদেরকে অবহেলা করতে থাকে। কিন্তু একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যেমন কোন মানুষের টাকার খান না ঠিক তেমনি আপনার টাকায় কিন্তু কোন গরিব মানুষ কখনো খায় না। যদিও তারা আপনার কাছ থেকে টাকা উপার্জন করার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করে। অর্থাৎ কঠোর পরিশ্রমের বিনিময়ে তারা যে অর্থ উপার্জন করে তাই দিয়ে কিন্তু তাদের সংসারটাকে কোনভাবে কষ্ট চালাতে থাকে। তাই বলে আপনি প্রতিনিয়ত তাদের অপমান করবেন এমনটি কিন্তু কখনোই নয়।
আসলে যে মানুষগুলো নিচের শ্রেণীর মানুষদেরকে সম্মান করতে জানেন তারাই কিন্তু প্রকৃত জ্ঞানী মানুষ। সমাজে বিভিন্ন ধরনের বয়স্ক শ্রেণীর মানুষ রয়েছে তারা আমাদের চারিপাশে বসবাস করে। আসলে এই বয়স্ক শ্রেণীর মানুষদের প্রতি আমরা সম্মান করতে পারি তাহলে কিন্তু তারা আমাদেরকে ভালবাসবে এবং আমাদের ভালো চাইবেন সব সময়। আসলে একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এই সমাজে যদি আমরা কাউকে সম্মান দিয়ে থাকি তাহলে আমরা সেসব মানুষের কাছ থেকে সম্মান পেতে পারবো। সম্মান এমন একটা জিনিস যেটি আপনি মানুষকে দেবেন ঠিক সেই মানুষটি আপনাকে অবশ্যই সম্মান দেবে। কিন্তু আপনি কাউকে সম্মান না দিয়ে সম্মান পাওয়ার আশা কখনোই করবেন না।
আর এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কখনো অহংকার বোধ জাগ্রত না করে মানুষকে সম্মান করা অবশ্যই উচিত। আরে এভাবে যদি আমরা মানুষকে সম্মান করতে পারি তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা ধরনের একটা ভালোবাসার সৃষ্টি হবে। আসলে মানুষের অভিশাপ নিয়ে জীবনে কেউ কখনো বড় হতে পারে না। অর্থাৎ আপনি যদি কাউকে ছোট করে মনে করেন যে আপনি অনেক বেশি মহৎ কাজ করেছেন তাহলে সেটি আপনার ভুল ধারণা। তাইতো জীবনে আপনি যত উঁচু পর্যায়ে যান না কেন আপনি কিন্তু নিচের শ্রেণীর লোকেদের সম্মান অবশ্যই করবেন। কেননা এই পৃথিবীতে সম্মান পাওয়ার যোগ্য সব মানুষের মধ্যে রয়েছে। তাইতো আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো এবং তাদের যথেষ্ট সম্মান করব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
@darklights, this is a powerful and universally relevant message! I appreciate how you've articulated the importance of respect for all, regardless of social class. It's a vital reminder that true education cultivates humility and kindness. Your emphasis on the reciprocal nature of respect – "you give respect, you get respect" – is a simple but profound truth. The inclusion of the handshake image and the meme adds a nice touch to your post. Thank you for sharing this thought-provoking piece with the "আমার বাংলা ব্লগ" community. Keep inspiring us with your insightful perspectives! I encourage everyone to read this post and share their thoughts on the importance of respect in our society. What does respect mean to you? Let's discuss!