ভালো মানুষের মৃত্যু নাই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো মানুষের মৃত্যু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


cot-death-156104_1280.webp



লিংক


অনেকে মনে করে যে এই পৃথিবীতে আমাদের যেহেতু জন্ম আছে তাই একদিন না একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে নিতে হবে। আসলে এই কথাটি একটা সম্পূর্ণ ভুল কথা। মানুষের ঠিক জন্ম হলেও একটা কাজের জন্য কিন্তু ভালো মানুষের কখনো মৃত্যু হয় না। আসলে এই পৃথিবীতে এত মানুষ জন্মগ্রহণ করে এবং এত মানুষ মারা যায় কিন্তু এই এত মানুষদের মধ্যে আমরা হাতেগোনা কয়েকজন মানুষের কথা সারা জীবন মনে করে থাকি। আসলে অবশ্যই এই মানুষগুলো সব সময় ভালো প্রকৃতির হয়ে থাকে। আবার আরো কিছু মানুষের কথা মনে করে থাকি যারা সবসময় বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ড করে বেড়ায়। যদিও তাদেরকে আমরা ঘৃণার চোখে সব সময় দেখে থাকি।


আসলে এই পৃথিবীতে ভালো মানুষের কখনো কোন মৃত্যু নাই। আসলে ভালো মানুষ খুঁজে পাওয়া এই পৃথিবীতে এখন বর্তমান সময়ে অনেক বেশি কঠিন। কেননা মানুষ সবসময় বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। আসলে কাজ না করলে এই পৃথিবীতে বেঁচে থাকা বড় কঠিন। আর একমাত্র কাজের মাধ্যমে এই পৃথিবীতে আমরা পরিচিতি লাভ করতে পারি। আসলে মানুষ যদি ভাল কাজ কর্ম না করে তাহলে সেই মানুষটা কখনো মানুষের মত মানুষ হতে পারে না এবং সারা জীবন তারা বিভিন্ন ধরনের মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকে। এছাড়াও এই মানুষগুলো যখন মারা যায় তখন তাদের মৃত্যুর মধ্য দিয়ে তাদের জীবনের সবকিছু একদম শেষ হয়ে যাবে।


আর যে মানুষগুলো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভালো কাজকর্ম করে এবং মানুষের সাহায্য করার চেষ্টা করে তাদেরকে কিন্তু মানুষ সবসময় মন থেকে ভালোবাসে এবং তাদের জন্য সব সময় মানুষ বিভিন্ন ধরনের কাজ করে। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি যদি কোন ধরনের বিপদে পড়েন তাহলে অন্য কেউ এসে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে। আর আপনি যদি মানুষের ক্ষতি করে বেড়ান তাহলে কখনো মানুষ আপনাকে ভালোবাসবে না এবং আপনার বিপদে সবসময় অন্য মানুষগুলো মুখ ঘুরিয়ে বসে থাকবে। আসলে বাস্তব হলেও সত্য এই যে বর্তমান সময়ে ভালো মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন। কেননা এখন বেশিরভাগ মানুষ বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ডের জড়িত থাকে।


আসলে মানুষ যদি ভালো না হয় তাহলে এই পৃথিবীটা কখনো সুন্দর হতে পারবে না। অর্থাৎ আপনি যদি কোন ভালো মানুষের সঙ্গে মেলামেশা করবেন এবং তাদের কাজকর্ম দেখে আপনিও যদি ভাল কাজকর্ম করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মনের সকল খারাপ জিনিস গুলো আস্তে আস্তে মুছে গিয়ে আপনি একজন ভালো মানুষ হয়ে মানুষের উপকার করতে পারবেন এবং মানুষ আপনাকে সবসময় ভালোবাসবে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ভালো মানুষ এই পৃথিবী থেকে মারা গেলেও তাদের ভালো কাজকর্ম গুলো এই পৃথিবীতে সারা জীবন থেকে যায়। আর এজন্য এই পৃথিবীতে বহু গুণী ব্যক্তি মারা গেলেও তাদের নাম আজও আমরা সব সময় স্মরণ করে থাকি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

You are wrong in what you say because these days the ones who die are the good people. Everyone who does evil does not die because God leaves him until he persists in doing evil and the one who does good dies not because God does not love them, but because God loves that person and does not want him to do evil.