মানুষকে অবমূল্যায়ন করবেন না
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অবমূল্যায়ন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আমরা সবাই মিলেমিশে বসবাস করার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষকে অবমূল্যায়ন করেন। অর্থাৎ তারা মানুষকে কখনো মানুষ বলে মনে করে না। তারা মনে করে এইসব মানুষদের সম্মান পাওয়ার কোন অধিকার নেই। আসলে এইসব মানুষেরা তাদের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে তাদেরকে একটু ভালো রাখার জন্য। যদিও তারা এতে করে পারিশ্রমিক নিয়ে থাকে। তার মানে এই নয় যে এইসব মানুষদেরকে আমরা কখনো মানুষ বলে মনে করব না। অর্থাৎ তাদেরকে সব সময় আলাদা করে দেখা হয় সমাজের চোখে। এইসব মানুষদের তখন দুঃখ কষ্টের কোন সীমা থাকে না। অর্থাৎ তাদের দুঃখ এটাই হয় যে কেন তারা এই পৃথিবীতে গরীব হয়ে জন্মগ্রহণ করেছে এবং অন্যান্য লোকের জন্য সারা জীবন পরিশ্রম করতে হচ্ছে।
একটা জিনিস আমরা সব সময় লক্ষ্য করে দেখেছি যে এই পৃথিবীতে যারা শ্রমিক প্রকৃতির লোক তারা তাদের পারিশ্রমিক থেকে সব সময় যেমন বঞ্চিত হয় ঠিক তেমনি তারা মানুষের কাছ থেকে সঠিকভাবে কখনো সম্মানও পায় না। আসলে এই পৃথিবীতে আমার মনে হয় যে গরিব হয়ে জন্মানো একটা পাপ। অর্থাৎ আপনি যদি কোন গরীব পরিবারের জন্মগ্রহণ করেন তাহলে এই সমাজের লোকজন আপনাকে কখনো মান্য করবে না এবং আপনাকে উপেক্ষা করে তারা সব সময় চলার চেষ্টা করবে। আসলে আপনার কাছে যতই বুদ্ধি থাকুক না কেন লোকেরা কিন্তু তাদের নিজেদের বুদ্ধি অনুযায়ী চলাচল করার চেষ্টা করবে এবং বারবার পরাজিত হয়েও তারা কিন্তু আপনার বুদ্ধি কখনো নিতে চাইবে না। আসলে আপনারা এত নিচু জাত এই জন্য আপনাদের কোন বুদ্ধি নেই।
আসলে বুদ্ধি রয়েছে শুধুমাত্র সমাজের সকল ধনী শ্রেণীর লোকেদের। তারা যেসব জিনিস বোঝে তা কিন্তু আপনি কখনো বুঝবেন না। আর তাদের ভুল সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। আর আপনি যদি তাদের সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে তারা আপনার কাছ থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে চাইবে না। কেননা আপনারা তো গরিব এবং আপনাদের কোন বুদ্ধি নেই। এছাড়াও এইসব মানুষেরা এতটা কঠোর পরিশ্রম করে এতে করে তাদের যতই কষ্ট হোক না কেন তারা তাদের কষ্ট কখনো বুঝতে চেষ্টা করে না। আর এজন্য আমরা একটা জিনিস সবসময় খেয়াল করব যাতে করে আমরা যেখানে কখনো কোন সম্মান না পাই সেখানে আমরা বেশিক্ষণ থাকার কখনো চেষ্টা করবো না। কেননা এতে সম্মান বেড়ে যাওয়ার বদলে দিন দিন কমতে থাকবে।
আসলে এইসব ধনী শ্রেণীর লোকেরা যদি শিক্ষিত হয় অর্থাৎ প্রকৃত শিক্ষিত হয় তাহলে কিন্তু তারা গরিব মানুষদের সব সময় সম্মান করে এবং তাদের কখনো অবমূল্যায়ন করেন না। কেননা তারাও জানে যে এই পৃথিবীতে সব মানুষ সমান এবং আমরা কখনো মানুষের পরিস্থিতি নিয়ে হাসার চেষ্টা করব না এবং কে গরিব এবং কে ধনী এইসব বিচার বিবেচনা কখনোই করব না। এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে সবার সমান অধিকার এবং সবাই আমরা এই পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করার চেষ্টা করব। আসলে এইসব মানুষেরা এসব গরিব মানুষদের জন্য তারা সব সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করার চেষ্টা করে এবং সামান্য একটু সুখ দেয়ার জন্য সব সময় তাদের পাশে থেকে তাদের সাহায্য করে। আর এজন্য আমাদের সকল শ্রেণীর লোকেদেরকে মন দিয়ে ভালবাসতে হবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
মানুষকে অবমূল্যায়ন করা মোটেই উচিত নয়। কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সুতরাং গরীব হলেও মানুষকে অবশ্যই মানুষ হিসেবে মূল্যায়ন করা উচিত। কারণ ধনী ব্যক্তিকেও আল্লাহ তায়ালা চাইলে সেকেন্ডের মধ্যে গরীব করে দিতে পারে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।