উঠে দাঁড়ানোর ক্ষমতা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে উঠে দাঁড়ানোর ক্ষমতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকে। আসলে এই পৃথিবীতে আপনি এমন একটা মানুষকে দেখাতে পারবেন না যে যার জীবনে কোন সমস্যা মোটেও ছিল না এবং বর্তমানে সমস্যা নেই। আসলে ধ্বনি থেকে শুরু করে গরিব শ্রেণীর লোক সকলের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকে। আর আমরা মনে করি যে এই পৃথিবীতে ধনী লোকেদের কোন সমস্যা নেই শুধুমাত্র সমস্যা হলো মধ্যবিত্ত এবং গরিব লোকেদের। আসলে এই ধরনের সম্পূর্ণ একটি ভুল ধারণা। কেননা যারা তাদের নিজেদের সমস্যায় মন-মানসিকতা দুর্বল না করে উঠে দাঁড়ানোর মত ক্ষমতা রাখে তারাই কিন্তু জীবনে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং সকল ক্ষেত্রে জয়ী হতে পারে।
একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে যদি উঠে দাঁড়ানোর মত ক্ষমতা নিজেদের ভিতরে না রাখি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে বড় হতে পারব না এবং মানুষের মত মানুষ হতে পারব না। আসলে এই জিনিসগুলো যখন আমরা দেখতে পাই এবং অন্যান্য মানুষদের থেকে বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে নিজেদের জীবনে সেই ধরনের শিক্ষাকে প্রতিফলিত করতে পারি তাহলেই কিন্তু আমরা অবশ্যই উঠে দাঁড়ানোর মত ক্ষমতা রাখতে পারব। আসলে যারা পরিশ্রমী লোক তাদের জীবনকে যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু তাদের দেখে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করতে পারব।অর্থাৎ কি করে বিভিন্ন ধরনের সমস্যায় উঠে দাঁড়ানো যায় সেই ধরনের ক্ষমতা আমরা শিখতে পারবো।
আর যারা দুর্বল প্রকৃতির লোক এবং অলস প্রকৃতির লোক তারা কখনো জীবনে কোন সমস্যায় কখনো উঠে দাঁড়াতে পারে না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই জীবনটা কিন্তু খুব একটা বেশি সহজ মোটেও নয়। আর এই জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব এবং সেই সমস্যাগুলো সমাধান করার মত মনোবল যদি আমাদের নিজেদের ভিতরে তৈরি করতে পারি এবং উঠে দাঁড়ানোর ক্ষমতা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাব। আর অলস প্রকৃতির লোক গুলো সব সময় দুর্বল হয়ে যায় এবং কোন কাজে যদি বাঁধার সৃষ্টি হয় তাহলে তারা কিন্তু আর কখনো সামনের দিকে এগিয়ে যাওয়ার মত ক্ষমতা মোটেও রাখতে পারে না।
আসলে আমার মনে হয় যে এই পৃথিবীতে সবাইকেই এই ধরনের উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখতে হবে। কেননা আমরা যদি সবাই মিলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থমকে যায় তাহলে কিন্তু আমাদের দেশটা অন্যান্য দেশ অপেক্ষা সব সময় পিছিয়ে থাকবে। আর একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পৃথিবীতে আপনি যদি উন্নতি লাভ করতে পারেন তাহলে সবাই আপনাকে ভালোবাসবে এবং আপনি যদি সব ক্ষেত্রে পরাজিত হন তাহলে কেউ কিন্তু আপনার পাশে থাকবে না এবং আপনাকে কখনো ভালবাসবে না। এজন্য নিজেকে স্বাবলম্বী করে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার মত মন মানসিকতা তৈরি করতে হবে আমাদের সকলের। আর এভাবে আমরা একদিন অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।