অহংকারে পতন নিশ্চিত

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অহংকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


megalomania-3049551_1280.jpg



লিংক


সহজ সরল প্রকৃতির মানুষকে সবাই খুব ভালোবাসে। কিছু কিছু মানুষের মধ্যে আমরা সব সময় দেখতে পারি যে তারা যতই উঁচুতে যাক না কেন তারা সবসময় অন্য মানুষকে ভালবাসতে পছন্দ করে এবং তাদের কাছে তারা কখনো তাদের অহংকার প্রকাশ করে না। অর্থাৎ তারা যতই ধন সম্পত্তির মালিক হোক না কেন তারা সব সময় মানুষের সঙ্গে সহজ সরলভাবে মেলামেশা করার চেষ্টা করে। সেসব মানুষদেরকে অন্যান্য মানুষের অনেক বেশি পছন্দ করে এবং ভালোবাসে। এই পৃথিবীতে যারা যত বেশি অহংকার করবে তাদের পতন অবশ্যই নিশ্চিত। কেননা মানুষ হিসেবে আমরা যদি একজন মানুষকে ভালো না বাসতে পারি এবং সব মানুষের সাথে অহংকার করেন না মেলামেশা করি তাহলে আমরা জীবনে কখনো সুখী হতে পারব না।


একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে তারা তাদের অহংকারের জন্য একদম ধনী হতে গরিবে পরিণত হয়েছে। আসলে এই পৃথিবীতে যারা অহংকার করে এবং অহংকার নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে তারা সব সময় জীবনে দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে। এছাড়াও অহংকারী লোকদেরকে কেউ কখনো পছন্দ করেনা এবং তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করে না। আসলে আপনার কাছে যতই ধনসম্পত্তি থাকুক না কেন তারা কিন্তু উপরের দিক থেকে আপনাকে সম্মান করলেও ভেতরের দিক থেকে আপনাকে কখনো সম্মান করবে না এবং আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে। অনেক মানুষ আছে যারা কিনা খুব নিচু পর্যায়ে থেকে উচু পর্যায়ে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে তারা তাদের অহংকারকে বাড়িয়ে তুলেছে।


আসলে এইসব লোকেরা সেই উচু পর্যায়ে বেশি দিন টিকে থাকতে পারে না। কেননা যে মানুষ উঁচু পর্যায়ে গিয়ে তারা তাদের শিকড়কে ভুলে যায় তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। একজন প্রকৃত মানুষ হওয়ার প্রধান লক্ষণ হল মানুষকে ভালোবাসা এবং সরল মন মানসিকতা নিয়ে চলাফেরা করার জন্য। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সেই সব মানুষেরা সব সময় অন্যান্য মানুষের সঙ্গে এমন ভাবে কথা বলবে যে তারাও একই শ্রেণীর লোক। এছাড়াও এইসব মানুষরা সব সময় অন্য মানুষকে কিভাবে সাহায্য করবে এবং তাদের দুঃখ কষ্টে কিভাবে এগিয়ে আসবে সেজন্য তারা চিন্তা ভাবনা করে। তারা উঁচু পর্যায়ে গিয়ে সব সময় চেষ্টা করে যে নিচু পর্যায়ের লোক গুলোকে তাদের দুর্দিন থেকে বের করে নিয়ে এসে সুখের মুখ দেখানো।


আর এজন্য এসব মানুষদেরকে সবাই মন থেকে অনেক ভালবাসি এবং তাদের জন্য সবাই আশীর্বাদ করে। তাইতো আমরা জীবনে যতই পড়াশুনা এবং জ্ঞান অর্জন করে বড় হওয়ার চেষ্টা করি না কেন আমরা কখনো আমাদের মনের ভিতর অহংকার জাগ্রত করবো না। এভাবে যদি আমরা সবাই মিলে সুস্থ শিক্ষা অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমরা সবসময় দেশ ও দশের জন্য চেষ্টা করব। এভাবে যদি আমরা চেষ্টা করে দেশের সকল গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারি তাহলে আমাদের দেশের সবাই অনেক বেশি সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। এজন্য আমাদেরকে সব সময় অহংকার থেকে দূরে থাকতে হবে এবং নিজেদেরকে একজন সাধারণ মানুষ হিসেবে সবার সামনে পরিচিত করে তুলতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।