মনের গ্লানি মুছে ফেলতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের গ্লানি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে সবার মনে বিভিন্ন ধরনের কষ্ট জমে থাকে। আসলে মনের গ্লানি নিয়ে যারা সামনের দিকে এগিয়ে যেতে চায় তাদের সামনের দিকে এগিয়ে চলার পথটা অনেক বেশি কঠিন হয়। আসলে আমাদের কারো প্রতি কোন ধরনের যদি কোন রাগ বা অহংকার থাকে তাহলে কিন্তু সেগুলো আমাদের জীবনটাকে নষ্ট করে দিতে পারে। কেননা মনের গ্লানি নিয়ে আমরা কখনো কারো সাথে ভালোভাবে মেলামেশা করতে পারবো না এবং যেখানেই মেলামেশা করতে যাব সেখানেই কিন্তু আমরা আমাদের মনের দিক থেকে সবসময় পিছিয়ে থাকবো। আসলে মানুষ একটা পরিষ্কার মন নিয়ে যখন অন্য মানুষের সঙ্গে কথা বলবে তখন তার সঙ্গে বিভিন্ন ধরনের ভালোবাসায় তারা জড়িয়ে পড়বে।
কিন্তু বর্তমানে আমরা এর উল্টোটা সবসময় দেখতে পাই। কেননা মনের গ্লানি নিয়ে এখন সবাই বেঁচে থাকতে চায়। আসলে কেউ কারো কোন সাহায্য এগিয়ে আসে না এবং কেউ যদি কোন ধরনের খারাপ কাজ করে তাহলে তার কোন অনুশোচনা হয় না। কেননা মানুষ এখন বড়ই স্বার্থপর হয়ে গেছে। আসলে কিছু কিছু ক্ষেত্রে মানুষকে অবশ্যই স্বার্থপর হতে হয়েছে। অনেকেই রয়েছে যারা সারা জীবন মানুষের উপকার করেছে কিন্তু তারা সেই মানুষগুলোর কাছ থেকে সারা জীবন বিভিন্ন ধরনের আঘাত পেয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মানুষগুলো আঘাত পেতে পেতে নিজেকে পরিবর্তন করে ফেলে তখন কিন্তু সে সে আগের মত আর কখনো হতে পারে না এবং মানুষের সাথে আর মন দিয়ে কখনো কথা বলতে পারে না।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষ এখন অনেক বদলে যাওয়ার পেছনে কিন্তু বিভিন্ন ধরনের লোভ লালসা রয়েছে। আসলে মনের গ্লানি একটা মানুষকে নিজের কাছে সবসময় ছোট করে দেয়। কেননা সে মানুষগুলো যেহেতু নিজের মনের গ্লানি মুছে ফেলতে পারে না তাই তারা কখনো নিজেকে অন্যের সামনে ভালোভাবে তুলে ধরতে পারেনা। আর আমরা যদি অন্যের কাছে নিজেকে ভালোভাবে তুলে ধরতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের মনের গ্লানি দূর করতে হবে। আসলে আমরা যদি মনের গ্লানি দূর করতে পারি তাহলে কিন্তু আমরা সেই মানুষগুলোর কাছে একটু ভালোভাবে থাকতে পারবো এবং তাদের সাথে মন খুলে কথা বলতে পারব। যারা মন খুলে কথা বলতে পারেনা তারা কখনো সুখী হতে পারে না।
এজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যেখানেই যা কিছু করি না কেন সব সময় পরিষ্কার মন নিয়ে তাদের সাথে মেলামেশা করা উচিত। আসলে যারা মনের দিক থেকে খারাপ থাকে তারা কখনো অন্যের সাথে মন খুলে কথা বলতে পারে না। এজন্য আমাদের সব সময় মানুষকে ভালবাসতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। আসলে আমরা যদি মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে পারি এবং নিজেদের মনের গ্লানি মুছে ফেলে দিয়ে অন্যের সাথে ভালো আচরণ করতে পারি তাহলে সেই মানুষগুলো আমাদেরকে সারা জীবন মনে রাখবে এবং তারা কখনো আমাদের সাথে কোনরূপ খারাপ ব্যবহার করবে না। কেননা এই জীবনে আমাদের কিন্তু সবাইকে অবশ্যই প্রয়োজন।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
@darklights, this is a wonderfully insightful post about the burdens we carry in our hearts. Your reflections on how negativity and resentment can cloud our interactions and hold us back are so true! I appreciate how you've highlighted the importance of a clear and open heart for genuine connection. It's a powerful message, especially in today's world. The image you've chosen perfectly complements your words. Thank you for sharing your thoughts with the "আমার বাংলা ব্লগ" community. I'm sure many will find your words resonate deeply. Keep writing and inspiring! What are some practical steps, in your opinion, one can take to actively release these "মনের গ্লানি" (burdens of the heart)? I'd love to hear your thoughts!