জেনারেল রাইটিং।। মেশিনের সাহায্যে গম কাটা দেখার কিছু মুহূর্ত।।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ২০/০৩/২০২৪) রোজ: বুধবার
💞 রামাদান মোবারক 🌸
আজ বিজ্ঞান এতটাই এগিয়ে যে মানুষের দ্বারা কোন কাজে আর করতে হচ্ছে না। এইতো কিছুদিন আগে দেখছিলাম যে কৃষকরা হে গম কেটে বাড়িতে নিয়ে আসতো। এরপরে মেশিনের সাহায্যে সে গম মড়াই ঝাড়াই করতো। কিন্তু এখন দেখি বিজ্ঞানে প্রযুক্তি এতটাই বিস্তৃতি লাভ করেছে যে আজ সে কাজ মানুষের করতে হচ্ছে না। এখন দেশ এতটাই উন্নতি হয়ে গিয়েছে যে যেখানে অনেক শ্রমিকদের কাজ করা হতো সেখানে মিনিটের মধ্যেই যন্ত্র দিয়ে কাজ সফলভাবে করা হচ্ছে। এইতো কালকেই একটু মাঠের দিকে গিয়েছিলাম গিয়ে দেখতে পেলাম গম কাটা মেশিন এসেছে। এ গম কাটা মেশিন যখন প্রথম আমাদের এইদিকে এসেছিল তখন অনেক মানুষ এটা দেখতে আসতো কিন্তু এখন সবাই জানে যে মেশিন দিয়ে গম কাটে। গিয়ে দেখতে পেলাম মেশিন দিয়ে গম কাটা হচ্ছে এমন সময় আমি উপরের এই দুটি ফটোগ্রাফি আমার ফোনে ধারণ করি। আমার এই পোস্টের মাধ্যমে আপনারা যারা এই মেশিন দেখেননি তারা দেখতে পেয়ে আশা করি ভালো লাগবে তাদের। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন খুব সুন্দর করে গম কাটছে এবং এক পাশ দিয়ে গমের নাড়া বের হচ্ছে। আরে মেশিনের মধ্যে একটি বড় ট্যাংক রয়েছে যেখানে গম গুলো সংরক্ষিত থাকছে পরবর্তীতে একটি জমি নির্ধারিতভাবে গম কাটা শেষ হলে সে গম আবার নির্দিষ্ট স্থানে এসে বের করে দিচ্ছে।
এই যে আপনার উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন পুরাটা জমির গম কাটা শেষ করে একটি নির্দিষ্ট স্থানে এসে যে মেশিনের একটি বড় পাইপ রয়েছে সে পাইপ দিয়ে গম বের হচ্ছে। আসলে আজ মানুষের যেন কোন চিন্তাই করতে হচ্ছে না যে কিভাবে ফসলগুলো বাড়িতে নিয়ে যাব। মিনিটের মধ্যেই চোখের পলকেই গম কাটা শেষ করে সে গম নির্দিষ্ট স্থানে ঢেলে দিচ্ছে সত্যি দেখতে বেশ ভালো লেগেছিল। এখন শুধু গুম বাড়িতে নিয়ে এসে রোদে দিয়ে পিষাই করে রুটি খাওয়ার অপেক্ষায়।
একদম আরো কাছে গিয়ে দেখতে পেলাম গমে বেশ ফলন হয়েছে উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন ওই জমির পরিপূর্ণ গম। এই গমগুলোর দানা খুবই ভালো সেটা আমি নিজে হাতে নিয়ে দেখতে পেলাম।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
আসলেই বিজ্ঞান এখন মানুষের পরিশ্রম কমিয়ে দিয়েছে,সেই সাথে জীবন কে করেছে সহজ। তবে আবার ভেবে দেখুন কত গুলো লোক কর্মহারা হলো এই বিজ্ঞানের জন্য।ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
তবে কি আর করার সব কিছুই পরিস্থিতির শিকার।
আমিও আগের বছর এভাবে মেশিন দিয়ে গম কাটা দেখেছিলাম। দেখতে কিন্তু দারুন লাগে। আপনি যদি ফটোগ্রাফি সাথে সাথে এর একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আরও বেশি মজা হতো দেখে। তারপরে ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালোই লাগছে। কেননা এ বছর আর এভাবে গম কাটা দেখা হয়নি। সবথেকে বেশি ভালো লাগে যখন গম গুলো সম্পূর্ণ কাটা হয়ে যায় এবং এক জায়গায় গম গুলো ফেলে। সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ আসলে বর্তমান প্রযুক্তি অনেক উন্নত। সত্যি আগে মানুষ কতটা কষ্ট করত কিন্তু এখন নিমিষেই সব পেয়ে যায়। যাইহোক মেশিন দিয়ে গম কাটা হয় জানতাম কিন্তু আগে কখনো মেশিন দেখিনি। আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পারলাম। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
আমাদের এখানে তেমন একটা গম চাষ করা হয় না৷ তাই এরকম মুহূর্তগুলো দেখাও হয় না৷ আমাদের এখানে শুধুমাত্র ধান চাষ করা হয় এবং ধান কাটার এরকম মুহুর্ত দেখা হয়েছে৷ তবে কখনো গম কাটার মুহূর্ত দেখা হয়নি৷ আজকে যেভাবে আপনি মেশিনের সাহায্যে গম কাটা দেখার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করছেন তা দেখে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে আপনি সবকিছু আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷
পোস্টটি আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।