জেনারেল রাইটিং। । গাড়ি সার্ভিসিং শেষে দুলাভাইয়ের অফিসে যাওয়ার অনুভূতি।।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ০৯/০৪/২০২৪) রোজ: মঙ্গলবার
💞 রামাদান মোবারক 🌸
গতকালকে সকালে দেখছি, দুলাভাই ফোন দিয়েছে। ফোন দিয়ে আমাকে বললো যে আজকে নাকি দুলাভাইয়ের অফিসে আমাকে যেতে হবে। ঈদের এ আগের এই শেষ অফিস তাই একটু আমাকে যেতে বলেছিল। দুলাভাই মার্চ মাসের ২৪ তারিখে ইয়ামা শোরুম থেকে মেহেরপুর থেকে ইয়ামা ভার্সন টু গাড়ি কিনেছে। নতুন গাড়ি কেনার সুবিধা হচ্ছে এরা পাঁচ বার ফ্রী সার্ভিস দিয়ে থাকে। তাই কালকে দুলাভাইয়ের অফিস ছিল মুজিবনগর তাই আমাকে নিয়ে গেল। তাই অফিসে যাওয়ার আগেই হাতে সময় ছিল তাই গাড়িটি ইয়ামার শোরুম থেকে সার্ভিসিং করা হলো। গাড়ি নিয়ে গিয়ে আমার শোরুমের মধ্যে তুলে দিলাম। এরপরে সেখানকার কর্মচারীরা গাড়ির সার্ভিসিং এর কাজে এমন সময় আমি উপরে রে ফটোগ্রাফিটি আমার ফোনে ধারণ করে যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন।
হে আমার শোরুমে গিয়েই প্রথমে আমার চোখ জুড়িয়ে নিল উপরের এই গাড়িটি। এই গাড়িটির মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এখন এতে আরো ছাড় রয়েছে। গাড়িটি বিষয় তাদের কাছ থেকে জানতে পারলাম পেরে খুবই ভালো লাগলো। যদিও গাড়ি কেনা হয়ে গেছে তারপরেও যেহেতু শোরুমে গিয়েছে তাই গাড়িটা প্রথম দেখে আমার নজরে আসলো। গাড়িটি কালার খুবই সুন্দর।
দুলাভাই আমার আগে থেকে বলেছিল গাড়ি কেনার দিন তোমাকেও যেতে হবে। আমিও খুশি ছিলাম কিন্তু হঠাৎ করে আমার কাজ বেজে গেল ঐদিন আমি ক্লিনিকে ছিলাম। কারণ ঐদিন আমার আপুর বেবি হয়েছিল। যে কারণে দুলাভাইয়ের সাথে আমি ঐদিন গাড়ি কিনতে যেতে পারিনি। তবে কালকে যখন গেলাম এ আমার শোরুমে তাই ভাবলাম একটু শোরুম টা ঘুরে আসি। শোরুমে গিয়ে দেখতে পেলাম বিভিন্ন গাড়ি অর্থাৎ নতুন কোয়ালিটির গাড়ি এসেছে। হে আমার শোরুমের গিয়ে দেখতে পেলাম আসলেই ওইখানকার গাড়িগুলো সত্যিই এক একটা দেখতে অসাধারণ। আই হাত গুটিয়ে বসে না থেকে পকেট থেকে ফোনটা বের করে একটা সেলফি ছবি নিলাম যেটা আপনার উপরে দেখতে পাচ্ছেন।
ইয়ামা ভার্সন টু। উপরে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আর দুলাভাইয়ের গাড়িটা একই কিন্তু এটার একটু মডেল ভিন্ন করে স্টিকার লাগিয়েছে এবং কালার চেঞ্জ করেছি এটা হচ্ছে ইয়ামা ভার্সন ট্যুর আরেকটি নতুন কালার যেটা সবে মাত্র বের হয়েছে এর প্রাইজ মূল্য আর ব্ল্যাক কালার অর্থাৎ আগের মডেল এর মধ্যে চার হাজার টাকা ডিফারেন্স। এই গাড়িটি দেখেই খুব পছন্দ হয়ে গেল কিন্তু এই গাড়িটি শুধু একটাই অর্ডারে এসেছে এবং সেটা বিক্রি হয়ে গেছে। যদি আগেই গাড়িতে আসতো তাহলে হয়তো এই গাড়িটি দুলাভাই নিত কারণ দুলাভাই খুব ভালো লেগেছে গাড়িটা। কিন্তু কিচ্ছু করার নেই দুলাভাইয়ের তো গাড়ি নেয়া হয়ে গেছে আর এই গাড়িটা মাত্র কয়েকদিন হল বাজারে এসেছে একজন একটু হালকা নিউ মডেল করেছে।
এদিকে আমি ঘোরাঘুরি করছি কিন্তু ওদিকে আমাদের গাড়ির সার্ভিসিং কাজ চলছে। পরে গাড়ি সার্ভিসিং করা হয়ে গেলে গাড়িটি ওয়াশ করে দিল তারা দেখতে পাচ্ছেন গাড়ি ওয়াশ করা হচ্ছে। আমি একটা বিষয় দেখতে পেলাম বাইরে থেকে আমার আর যেভাবে গাড়ি ওয়াশ করি আর শোরুম থেকে যেভাবে ওয়াশ করি তার মধ্যে অনেক ডিফারেন্স কারণ শো-রুম থেকে যারা ওয়াশ করে থাকেন এরা খুবই যত্ন সহকারে ওয়াশ করে এবং খুব সুন্দর সার্ভিসিং দিয়ে থাকে। তবে একটা বিষয় বিষয় হচ্ছে সিঁড়ি আর টাকা দিয়ে নেওয়া জিনিস দুটা কিন্তু খুবই আলাদা। কারণ সিড়ির মাল খুব একটা বেশি ভালো হয় না তাই দেখতে পেলাম তারা যতগুলো সার্ভিসিং উপরের একটি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই সার্ভিসিং গুলো ১৫ মিনিটে কিভাবে হল এটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল।
আপনার উপরের ছবিটা কি দেখতে পাচ্ছেন একটি খাতায় উপরে লেখা আছে প্রথম সার্ভিসিং শিডিউল ওয়েল । কালকে প্রথমেই প্রথম সার্ভিস ফেরিতে এই সার্ভিসটি দেওয়া হয়েছে আর এটা সম্পূর্ণ দেয়া হয়েছে বিধায় সেখানে সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন। এরপরে শোরুম থেকে গাড়ি বের করে। দুলাভাইয়ের অফিসে গেলাম। দুলাভাইয়ের অফিস হচ্ছে মুজিবনগর একদম উপজেলা গেটের অপজিটিভে। দুলাভাইয়ের ওইখানে অফিসের পাশাপাশি একটা রেস্ট নেওয়ার জায়গা ছিল আমি যেহেতু রোজায় ছিলাম আর অনেকটা পথ জার্নি করেছি খুব ক্লান্ত লাগছিল তাই দুলাভাই অফিসের কাজ সামলানো আর আমি বিছানায় গিয়ে একটা ঘুম দিলাম। এভাবে দুলাভাইয়ের অফিসের কাজ শেষ হতে প্রায় সাড়ে তিনটা বেজে গেল এবং আমরা আসরের আগ মুহূর্তে বাসায় এসে পৌছালাম।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
অনেকে ব্যস্ততার মাঝেও আপনি আমাদের মাঝে পোস্ট করতেছেন এবং দুলাভাইয়ের অফিসে যাওয়ার অনুভূতি সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রথমে অভিনন্দন জানাই আপনার দুলাভাই ইয়ামাহা শোরুম থেকে ভার্সন টু গাড়ি কিনেছে। এই শো রুমে আমি গিয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে। গাড়িটি বেশ চমৎকার লাগতেছে। দাম বেশ ভালোই। আপনি জন্য খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারেন। গাড়িটা যেন কিনতে পারেন দোয়া করি।। অনেক ভালো লাগলো আপনাদের মুহুর্তটি পড়ে।
আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম নতুন গাড়ি কেনার সুবিধা হলো পাঁচ বার ফ্রী সার্ভিস দিয়ে থাকে। গাড়ির সার্ভিস করতে গিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর গাড়ির ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন ।গাড়ি সার্ভিসিং শেষে দুলাভাইয়ের অফিসে যাওয়ার অনুভূতি আপনি আমাদের মাঝে শেয়ার করছেন ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গাড়ি কেনার পরে সার্ভিসিং করা যায় এটি আমার জানা ছিল৷ তবে ৫ বার সার্ভিসিং পাওয়া যায় তা জানা ছিল না৷ আজকে আপনি সেরকম একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন এবং গাড়ি সার্ভিসিং করার পরে আপনার দুলাভাইয়ের সাথে দেখা করতে গিয়েছেন শুনে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷
হ্যাঁ ভাইয়া গাড়িটি মাত্র প্রথম ফ্রি সার্ভিস হলো এখনো চার চার বার ফ্রী সার্ভিস পাবো। ধন্যবাদ।