দুই দিনের দুনিয়ায় কত যে ছলনা।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
দুই দিনের দুনিয়ায় কত যে ছলনা। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আসলে দুই দিনের দুনিয়ায় কত যে ছলনা সেটা আমরা উপলব্ধি করতে পারি ।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
আসলে আমি মনে করি দুনিয়াটা দুই দিনের আর এটি খুব অল্প সময়ের জীবন। কিন্তু এই অল্প সময়ের মধ্যেও মানুষ কত রকম ছলনা করে যেটা বলে শেষ করা যাবেনা। এই জগতে কেউ ভালো হয়ে থাকলেও,অনেকে তাকে ঠকাতে চায়।আবার অন্যদিকে কেউ আপন হয়েও মনে কষ্ট দেয়।আসলে জীবনটা খুব ছোট, তাই এসব ছলনা বা ঠকবাজি দেখে মন খারাপ হয়।শুধু আমার নয় সবারই হওয়ার কথা।
আবার অনেকে মুখে মিষ্টি কথা বলে, কিন্তু মনে থাকে ভিন্ন কথা।আবার দেখা যায় নিজের কাজের সময় কাউকেই পাশে পাইনা।কিন্তু স্বার্থের সময় ঠিকই পাশে দেখা যায় বা আগেও স্বার্থের সময় ঠিকই পাশে ছিলো।আসলে যখন কষ্টে থাকি তখন কিছু কিছু মানুষের আসল চেহারা দেখা যায়। তখন বুঝি আসলে কে আপন,আর কে পর। আর কে শুধু ছলনা করে ভালো সাজে।
এই দুনিয়ায় সুখ, টাকা,পয়সা,আরাম-আয়েশ সবই সাময়িক। আজ আছে তো কাল নেই।নিঃশ্বাস বন্ধ হলেই পরকাল, তাই স্বার্থপরতা ও ছলনা করে কারো উপকার হয় না। বরং ভালোবাসা, সততা ও মানবতা দিয়ে পাশে থাকা এগুলোই জীবনকে সুন্দর করে তোলে।আর এটা মনে রাখতে হবে যে এই পৃথিবীটা খুব অল্প সময়ের জন্য, উপরে যেমন বললাম অনেকটা দুই দিনের দুনিয়া।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা দেখতে অনেক মনে হলেও, সত্যি বলতে গেলে এই জীবনটা খুবই ছোট। কিন্তু এই অল্প সময়ের জীবনে মানুষ কত রকম ছলনা করে,আর সেটা ভাবলে অবাক হই অনেক।কারো কারো মুখে হাসি কিন্তু মনে অনেক হিংসা।কেউ পাশে থাকাবে বলে কিন্তু বিপদে এলে তার আর দেখা পাইনা।এই রকম ছলনায় ভরা জীবনে আমরা সবাই কমবেশি প্রতারিত হয়েছি।
আসলে দুই দিনের এই দুনিয়ায় অনেকেই চায় শুধু নিজের স্বার্থ বা নিজের ভালো।অন্যের কথা ভাবার সময় নেই তাদের।অনেকে টাকা, নাম বা অবস্থান পেতে যা ইচ্ছা তা করে। যদি কাউকে ঠাকাতে হয় তাও করবে,যদি কারো হক নষ্ট করতে হয় নিজের স্বার্থের জন্য সে তাও করবে। তারা ভাবে, এসব করে লাভবান হবে। কিন্তু আসলে এইসব স্বার্থপরতা বা ছলনার ফল খুব সাময়িক। কিছু সময় পরেই আসল রূপ সবার সামনে ধরা পড়ে যায়।
আমরা যদি নিজের দিকে একটু তাকাই, তাহলে দেখবো আমরাও কখনো না কখনো ছলনা করেছি, মিথ্যা বলেছি, কারো বিশ্বাস ভেঙেছি। কিন্তু এটা বুঝতে হবে যে জীবনের শেষ পর্যায়ে এসব আমাদের মনেই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই ভালো হওয়ার চেষ্টা করাই উচিত।দুই দিনের এই দুনিয়ায় সবার উচিত একে অপরকে সম্মান করা, সহযোগিতা করা এবং কোনো প্রকার ছলনা না করা।
কারণ দিনশেষে আমরা সবাই একদিন চলে যাবো, কিন্তু আমাদের ব্যবহার, ভালোবাসা আর আচরণটাই থেকে যাবে মানুষের মনে। তাই আমি মনে করি আমরা নিজেদের ঠিক করা উচিৎ।আর নিজে ভালো থাকি এবং অন্যকেও ভালো রাখি। ছলনা নয়, বরং ভালোবাসা দিয়েই এই পৃথিবীটাকে সুন্দর করে তুলি।তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি।
যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
https://x.com/Nevlu123/status/1908706592734011607
আমরা এই দুনিয়াতে দুই দিনের মেহমান। কিন্তু এই ছোট্ট জীবনে মানুষ অনেক ছলনা করে মানুষের সাথে। মানুষ সব সময় উৎপেতে থাকে কিভাবে অন্যজনকে ঠকানো যায় অন্যজনের সাথে ছলনা করা যায়। এই ধরনের টপিকস গুলো পড়লে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/Nevlu123/status/1908781803974123563
https://x.com/Nevlu123/status/1908782399086882926
https://x.com/Nevlu123/status/1908922909084860883
https://x.com/Nevlu123/status/1908923493674340473
https://x.com/Nevlu123/status/1908924065307607525
https://x.com/Nevlu123/status/1908924593500459433
https://x.com/Nevlu123/status/1908928656849719647
https://x.com/Nevlu123/status/1908929110786646031
https://x.com/Nevlu123/status/1908930374597570972
https://x.com/Nevlu123/status/1908930707390595268
https://x.com/Nevlu123/status/1908932658584748079
বর্তমান যুগে ভালো মানুষ খুঁজে পাওয়াটা মুশকিল। কারণ বেশিরভাগ মানুষ মুখোশ পড়ে থাকে এবং মানুষের সাথে প্রতারণা করে। কিন্তু তারা এটা বুঝতে চায় না, কাউকে ঠকিয়ে কেউ কখনো জিততে পারে না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।