একা চলতে ভয় পেয়োনা, অনেক সময় ছায়াও সঙ্গী হয়।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
একা চলতে ভয় পেয়োনা, অনেক সময় ছায়াও সঙ্গী হয়। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আসলে একা চলতে ভয় পেয়োনা, ছায়া হলেও আমাদের সাথি আছে।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
দৈনন্দিন জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় আমরা একা হয়ে যাই। চারপাশে কেউ থাকেনা, কাঁধে হাত রাখে না কেউ। নিজের মনের কথা বলার মতো কাউকে খুঁজে পাই না।আর তখনই মনে প্রশ্ন জাগে একা চলা কি খুব কঠিন?আসলে তখন আমরা নিজের মনে মনে ভয় অনুভব করি,ভাবি আর কেউ নেই পাশে কিভাবে চলব সামনে?
আসলে একা চলা মানেই দুর্বল হওয়া নয়। বরং একা চলার মানে হলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা,যেটা হয়তো একা না হলে আপনি বুঝতে পারবেন না।প্রতিটা মানুষকেই জীবনে একা একা চলতে হয় কোনো না কোনো সময়।আর প্রতিটা মানুষের জীবনের মোড় একেক সময় একেক রূপ ধারণ করে । হয়তো পরিবার পাশে নেই বা বন্ধু-বান্ধবরা ব্যস্ত,আরো অনেক রকমের ঘটনা।তবে জীবন তো আর থেমে থাকে না।
মূলত একা চলতে পারাটা অনেক ভালো একটি বিষয়।আগের মত কেউ পাশে থেকে আপনার ক্ষতি করার কোন উপায় থাকবেনা। আপনার মত আপনি চলবেন তবে এটা সত্য যে একা চলতে গেলে প্রথমেই দরকার নিজের প্রতি বিশ্বাস। নিজেকে বুঝতে হবে বা আমি পারবো।নিজের প্রতি বিশ্বাস স্থাপন করলে আপনি দেখতে পাবেন যে কেউ না কেউ আপনাকে অটোমেটিক নিজ থেকে এসেই সহযোগিতা করছে। আর হয়তো এটি আপনি আগে কাউকে নিঃস্বার্থে সহযোগিতা করেছেন সেটা তারই ফসল।
আর মনে করি এই একা চলার সময়টাতেই মানুষ সবচেয়ে বেশি শিখে। নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সময়কে বুঝতে শেখে, আর বুঝে যায় কারা সত্যিকারের আপন কারা পর। কারণ সবাই তো জীবনের রঙিন সময়ে পাশে থাকে, কিন্তু কঠিন সময়ে যারা ছায়ার মতো পাশে দাঁড়ায়,তারাই সত্যিকারের সঙ্গী সত্যিকারের বন্ধুবান্ধব,সত্যিকারের প্রতিবেশী,যেটা আমি মনে করি।তবে সবার ক্ষেত্রে একই রকম চিন্তা ভাবনা থাকবে এটাও ঠিক নয়, আমি আমার চিন্তা ভাবনা থেকেই বলছি।
আবার আমরা অনেক সময় ভাবি একা চললে তো হেরে যাব।কিন্তু সেটা আমরা ভুল ভাবি। প্রকৃত বিজয়ী তারাই, যারা একা থেকেও লড়ে যায়, নিজের ছায়াকেও বন্ধু বানিয়ে নেয়।কিছু কিছু সময় কোন সঙ্গীর চাইতে ছায়াও অনেক বিশ্বস্ত বন্ধুর মত হয়ে থাকে।তাই আমি মনে করি ভয় পাওয়ার কিছু নেই । সামনে শত রকম বাধা, জঞ্জাড়, পাহাড় থাকলেও সামনের দিকে এগিয়ে যাওয়া থামানো উচিত না। ছায়া যেমন সব সময় সাথে থাকে,কখনো দেখা যায় কখনো দেখা যায় না,তবে নিজের অস্তিত্বে এই বসবাস করে। ঠিক তেমনি আমরা যদি মন থেকে চাই, সাহসও আমাদের পাশে থাকবে।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি। যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
নিজের পথে নিজেকে হাঁটতে হবে।কে আসলো কে ছেড়ে গেলো এইগুলোও ভাবার সময় নাই।ভুল হবেই সেই ভুল থেকে শুরু করতে হবে।
ঠিক বলেছেন একা চলাটা হচ্ছে ভালো একটা বিষয়। তবে আমরা অনেকে মনে করি একা চললে নিজেকে দুর্বল মনে করি। আর একা চললে পিছন থেকে বা আশপাশ থেকে কেউ ক্ষতি করতে পারবে না। আর বর্তমান সময় একা চলতে পারলে কোথাও টক খাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
https://x.com/Nevlu123/status/1911846014027194477