
ইমেজ সোর্স
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে লাইফের একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলব। এই বিষয়টা আসলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের চাওয়া-পাওয়া নিয়ে অনেক স্বপ্ন থাকে সে বিষয়ে কিছু কথা বলব আর কি। আমরা মানুষ হিসেবে জন্মেছি ঠিকই কিন্তু মানুষের যে গুণ থাকা কর্তব্য সেগুলো আমাদের মানুষের মাঝে হয়তো নেই । এই জন্যই মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব সে সব ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের চাওয়া পাওয়ার মধ্যেই থেকে যায় এবং এভাবেই আমাদের জীবন কাটিয়ে দি। জীবনে ভালো পরিস্থিতির আসুক অথবা খারাপ আমরা আমাদের চাওয়া পাওয়া থেকে কেমন জানি সরতে পারি না। অন্যের দুঃখের বিনিময় হলেও আমরা আমাদের চাওয়ার প্রতি এতটাই বিভোর থাকি যে অন্যের দুঃখের কথা আমরা ভুলে যাই। যার যত বেশি আছে তার তত বেশি চাই। এসব কিছুর কারণে আমাদের অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাওয়া আর পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আমরা যেহেতু মানুষ অন্যসব প্রাণী থেকে শ্রেষ্ঠ তাই আমাদেরই এই বিষয়ে সচেতন থাকা দরকার। নিজেদের চাওয়া পাওয়ার কারণে অন্যের ক্ষতি হোক, এটা আমাদের কখনোই কাম্য না । আমাদের জীবনে চাওয়া পাওয়া থাকবে কিন্তু সেটা নির্দিষ্ট ।আমাদের যতটুকু প্রয়োজন সেটা না ভেবে লোভের পার্শ্ববর্তী হয়ে অন্যের ক্ষতি করা এবং নিজের চাহিদা পূরণ করা, এটা অনুচিত কাজ। তাই আমাদের চাওয়া পাওয়ার উপরে কন্ট্রোল করতে হবে । যার ফলে একটা ভালো সমাজ আমরা গড়ে তুলতে পারব সবাই মিলে।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যিই দারুণ বলেছেন! আমাদের চাহিদা কখনই শেষ হয় না, কিন্তু এই চাওয়াগুলোই তো আমাদের এগিয়ে নিয়ে যায়। আপনার পোস্ট থেকে অনুপ্রেরণা পেলাম।মানুষের চাওয়ার শেষ নেই, কারণ চাওয়াই তাকে উন্নতির পথে পরিচালিত করে। তবে, যা পাই তা নিয়ে কৃতজ্ঞ থাকাটাও জরুরি। ভালো লিখেছেন! সর্বোপরি ধন্যবাদ আপনাকে