ভুলে যাওয়া

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

forget-me-not-6200096_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে ভুলে যাওয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সময়ের সাথে সাথে আমাদের জীবনে অনেক কিছুই বদলে যায়। ভুলে যাওয়ার সাথে দূরত্ব জিনিসটা অনেক গভীরভাবে জড়িয়ে রয়েছে। আমাদের জীবনে অতীতের অনেক প্রিয় মানুষ ও প্রিয় বন্ধু থাকে। আর অতীতের এই প্রিয় মানুষ ও প্রিয় বন্ধুগুলোর সাথে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণেই প্রিয় মানুষ ও বন্ধুদের ভালো স্মৃতি ও বিশেষ দিনগুলো ভুলে যাওয়া শুরু হয়। একটা সম্পর্ক হোক সেটা প্রিয় মানুষের সাথে বা বন্ধুত্বের অতীতের সেটা যতই গভীর সম্পর্ক হোক না কেন কিন্তু বর্তমানে যদি সেই সম্পর্কের মধ্যে দূরত্ব অবহেলার সৃষ্টি হয়। তখন সেই সম্পর্ক গুলোর কিছু বিশেষ মুহূর্ত ও বিশেষ দিনগুলোর স্মৃতি হারিয়ে যায় বা মানুষ ভুলে যায়।

ভুলে যাওয়া একথাটি হয়তো খুব ছোট একটি কথা বা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু একজন প্রিয় মানুষের বা প্রিয় বন্ধুর সাথে কাটানো বিশেষ দিন বিশেষ মুহূর্ত, একসাথে হাসি ঠাট্টা করা ও ছোটখাটো কোন বিশেষ দিন উদযাপন যদি খুব সহজেই ভুলে যায় এর থেকে কষ্টের ও যন্ত্রণার হয়তো অপর মানুষটির জন্য কিছু হতে পারে না। অতীতে যে প্রিয় বন্ধু প্রিয় মানুষগুলো থাকে তাদের সাথে শুরুর দিনের সম্পর্কগুলো অনেক সুন্দর ও আন্তরিক থাকে। কিন্তু আস্তে আস্তে যখন সম্পর্ক গুলোর বয়স বাড়ে তার সাথে সাথে যেই প্রিয় মানুষগুলো সবার আগে বিশেষ দিনগুলো বিশেষ মুহূর্তগুলো মনে রেখে উদযাপন করতো। কিন্তু বর্তমান সময়ে এসে তা যখন আর আগের দিনগুলোর মত থাকে না অপন মানুষটির জন্য সেটি সত্যিই অনেক বেদনাদায়ক‌।

যাইহোক, সবশেষে এটুকুই বলার যে আমাদের জীবনের প্রিয় মানুষগুলোর বিশেষ দিন ও বিশেষ মুহূর্তগুলো মনে রেখে তাদের ভালোবাসা ও সম্মান জানিয়ে আমাদের সম্পর্কগুলো ধরে রাখতে হবে। আমাদের উচিত বিশেষ দিনগুলো বিশেষ মুহূর্তগুলো ভুলে না গিয়ে মনে রাখা এবং অতীতের মতো বর্তমানেও সেই মুহূর্তগুলোকে মর্যাদা দেওয়া। আর যা আমাদের সম্পর্কগুলোকে আরও সুন্দর ও শক্তিশালী করে তুলবে। এতোটুকু ছিল আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করার।


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীজেনারেল রাইটিং
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png