বন্ধুরা,আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। গ্রীষ্মকালের কথা বলতে গেলে, যে স্বাদটার কথা সবার আগে মনে পড়ে যায় সেটা হলো কাঁচা আম মাখা। কিছুদিন আগে আমি গ্রামে আমার এক দাদুর বাড়িতে ঘুরতে গেছিলাম। যেহেতু আমের সিজন চলছে তাই গাছে অনেক আম ধরে ছিল। আর সেই দাদুর বাড়িতে ঘুরতে যাওয়ায় আমরা অনেক ভাই-বোনেরা একত্রিত হয়েছিলাম। তাই গাছের আম গুলো দেখে আমরা সবাই মিলে আম মাখা করে খাব সেই পরিকল্পনা করলাম। তারপরে আমরা গাছ থেকে আম পেড়ে এমন লোভনীয় কাঁচা আমের মাখা তৈরি করলাম। আর এই আম মাখার সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় আমের মৌসুমে কাঁচা আম নিয়ে উঠোনে সবাই মিলে বসে আম মাখা খাওয়ার সেই অদ্ভুত আনন্দ। ছোটবেলায় সে দিনগুলোতে একসাথে বসে আড্ডা দেওয়া বিভিন্ন গল্প করতে করতে আম মাখা খেতে অনেক ভালো লাগতো। গ্রামের সেই গ্রীষ্মকালের এসব বিভিন্ন মুহূর্তগুলো আজও মনে পড়ে। ছোটবেলায় স্কুলে থাকতে স্কুলের আশেপাশে বিভিন্ন গাছ থেকে আম লুকিয়ে পেরে নিয়ে এসে বন্ধুদের সাথে মিলে একসাথে আম মাখা খাওয়ার সেই মুহূর্তগুলো। তারপরে বাড়িতে মায়ের হাতে তৈরি আম মাখা, মায়ের হাতে তৈরি সেই মাখা সেটা শুধু খাওয়া ছিল না, ভালোবাসার একটা অঙ্গভঙ্গি ভিতরে স্পর্শ করতো। ছোটবেলায় সেই সবাই একসাথে বসে আম মাখা খাওয়া শুধু খাওয়া ছিল না একপ্রকার মিলনের প্রতীক ছিল। কিন্তু আজকের এই আধুনিক যুগের ব্যস্ততায় সবাই মিলে একসাথে বসে খাওয়া খুব কমই হয়ে থাকে। তখন এই ছোটবেলায় একসাথে বসে খাবার যে আনন্দটা সেটা বেশি করে মনে পড়ে যায়। ছোটবেলার এসব বিভিন্ন ছোট ছোট স্মৃতিগুলো আমাদের শৈশবের সেই সুন্দর ও সোনালী দিনগুলোকে মনে করিয়ে দেয়। ঠিক সেই সময়ের দিনগুলোতে আমাদের জীবন খুব সরল সুন্দর ছিল। যাইহোক, আজকে হঠাৎ গ্যালারি ঘাটতে গিয়ে সেদিনের করা এই ফটোগ্রাফি গুলো আমার সামনে পড়লো। তাই তোমাদের সাথে শেয়ার করা এবং এই ফটো দেখে ছোটবেলার বিভিন্ন স্মৃতিও মনে পড়ে গেল তাই ছোটখাটো বিভিন্ন স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম।




🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Congratulations @ronggin, your post was upvoted by @supportive.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আম মাখার সাথে আপনার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে জেনে ভালো লাগলো। তবে আমার তেমন কোন শৈশবের স্মৃতি নেই আম মাখা করে খাওয়ার সাথে। তবে আপনার এই আম মাখা দেখে ভীষণ লোভ হচ্ছে। আম মাখা দেখলেই যেন টকে মুখে জল চলে আসে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ।
আম মাখার স্মৃতি শেয়ার করেছেন। সত্যি আম মাখা খাওয়ার মধ্যে দিয়ে এক প্রকার মিলন হয়ে যায়। মায়ের হাতের আম মাখা খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ সুন্দর আম মাখা নিয়ে সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ছোটবেলার ব্যাপার টাই আলাদা। একটা সময় প্রতিদিন দুপুরে আম মেখে খেতাম। সেই সময় সেই অনূভুতি এখন নেই বললেই চলে। বেশ সুন্দর লিখেছেন ভাই। চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।