বান্ধবীর বিয়ের খুশির খবর পেলাম
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে একটি খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব। আসলে আজ রাতে আমি আমার এক বান্ধবীর বিয়ের সুখবর পেলাম তাই ভাবলাম বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। কলেজ জীবনে অনেক বন্ধু বান্ধবী হয়েছে। সবার সাথে কন্টাক্ট না থাকলেও কিছু বন্ধুবান্ধব থেকেই গেছে। তাদের ইম্পর্টেন্ট আমার জীবনে রয়েছে ।আমাদের সাতজনের একটা গ্রুপ রয়েছে। সবাই কলেজ লাইফের বন্ধু এবং কলেজ লাইফ শেষ করার এত বছর পরও তারা সাথে রয়েছে। আমাদের গ্রুপে আমাদের এক বান্ধবীর নাম দিপু। আসলে সে পড়াশোনায় খুব ভাল। এতদিন সে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ভাবে কাটিয়েছিল। যদিও তার বিয়ের কথা অনেকদিন আগেই শোনা যাচ্ছিল কিন্তু পড়াশোনার চাপে বিয়ে করতে পারছিল না। অবশেষে সে বিয়ে করার জন্য রাজি হয়েছে তার পরিবারের কথায়।
এই বছরের শেষের দিকে বিয়ে করবে, সেরকম একটি খবর ফাইনাল ভাবে পাওয়া গেল। এটি শুনে তো আমরা বন্ধুরা সবাই অনেক খুশি হয়েছি কারণ সে পড়াশোনায় এতটাই সিরিয়াস সে বিয়ে করার পক্ষে ছিল না । তার একটাই কথা ছিল এত পড়াশোনা যখন করেছি, "একটা চাকরি হবে তারপরে বিয়ের পিঁড়িতে বসব" । তবে চাকরির বাজার তো এখন সেই ভাবে ভালো না তাই অনেক কষ্টের পরও চাকরি ব্যাপারটা ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি। কিন্তু তাই বলে তো বাড়ি বসে থাকলে চলবে না। যেহেতু বয়স হয়েছে তাই বিয়ে করার একটু চাপ থাকে বাড়ির পক্ষ থেকে । এইজন্য অবশেষে যখন বিয়ের জন্য সে রাজি হয়েছে তখন সবাই খুশি হয়েছি। মন থেকে তার জন্য আমরা সবাই আশীর্বাদ করি। তার বিবাহিত জীবন সুখের হোক এই প্রত্যাশাই করি। এতটুকুই আজ তোমাদের সাথে শেয়ার করা ছিল।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা অনেকটা শর্ট পোষ্ট হয়ে গেলো :(
বিয়ের পুরো বিস্তারিত এখনো পায়নি দাদা। তাহলে আরো বড় করে লেখা যেত। যাই হোক, পরবর্তীতে বিয়ের আপডেট আসলে আরো বড় করে লিখতে পারব।