জীবনে সৎ থাকা জরুরী
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং আমি শেয়ার করব । আসলে আমাদের জীবন রিলেটেড একটি টপিক নিয়ে লিখব আজকের ব্লগে। আজকের টপিক জীবনে সৎ থাকার প্রয়োজনীয়তা। আসলে আমাদের সমাজে সব ধরনের মানুষ বসবাস করে। তাদের মধ্যে সৎ অসৎ উভয় দেখা যায়। সৎ থাকার গুণটা কিন্তু খুব জরুরী একটা বিষয় । সমাজে সৎ লোকের সংখ্যা কিন্তু বর্তমানে খুবই কম । অন্য দিকে অসৎ মানুষের রাজত্ব হয়ে পড়েছে এই পৃথিবী। তারপরও এই অসৎ এর রাজ্যে কিছু কিছু সৎ এবং ভালো মানুষ এখনো দেখা যায় । যাদের কারণে সমাজটা অনেক সুন্দর থাকে। মানুষের ভেতরে সৎ গুনটা না থাকলে সমাজে বিশৃঙ্খলা, দুর্নীতি সব চলতেই থাকে। মানুষের ভেতর সৎ গুন থাকলে সমাজ ও মানুষ উভয়ের উপকার হয়। আমাদের সমাজে উন্নতির জন্য সৎ মানুষ থাকা খুব জরুরী। আসলে অন্য কাউকে সৎ থাকার উপদেশ না দিয়ে যদি আমরা প্রত্যেকেই নিজেদের ভিতরে সৎ গুণ তৈরি করি তাহলে তা আমাদের জন্য যেমন ভালো হবে তেমন সমাজের জন্য কল্যাণকর হবে।
সৎ হলে সমাজে অনেক অবহেলিত হতে হয়। অসৎ মানুষেরা আসলে সৎ মানুষদের সেভাবে সহ্য করতে পারে না কারণ অসৎ মানুষেরা দুর্নীতি করে আর সৎ মানুষেরা তার প্রতিরোধ করে । সেই কারণে অসৎ লোকেরা সবসময় পথের কাটা মনে করে সৎ লোকদের। তাই বলে অসৎ হলে চলবে না আমাদের। পারিবারিক শিক্ষার ভিতরও এই ব্যাপারটা নিয়ে আসতে হবে। যেখানে আমরা সবাই সৎ থাকতে পারবো, সেই ব্যাপারটা সবার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সততাই উৎকৃষ্ট পন্থা, এই বিষয়টা আমাদের ভেতর থেকে গ্রহণ করতে হবে।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
সৎ মানুষকে সব সময় ভালো রাখে
আসলে পৃথিবীতে সৎ থাকলেও অনেককে তাকে সৎ থাকতে দেয় না। আপনি সততা নিয়ে অনেক সুন্দর লিখেছেন।ধন্যবাদ আপনাকে।
আমি কিছুটা বিষয় সবসময় বলে থাকি সেটা হচ্ছে সৎ হতে পয়সা লাগে না ভালো ব্যবহার শিখতেও পয়সা লাগে না। তাই আমাদের এই ছোট্ট জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে আমাদের সৎ থাকা প্রয়োজন। যত বেশি নিজেকে ভালোভাবে তৈরি করা যাবে তত সুন্দর পরিবেশ নিজেদের মধ্যে এসে ধরা দিবে। তাই আমাদের পরিবেশটাকে ভালো রাখতে সততার কোন বিকল্প নেই।
এটা সত্যি বলেছেন দাদা সৎ হলে আসলে সমাজে অনেক অবহেলিত হতে হয়। আর অসৎ মানুষেরা কখনো সৎ মানুষদেরকে সহ্য করতে পারে না। তবে প্রত্যেকটা মানুষের উচিত সৎ পথে থাকা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।
Honesty is the best policy এটা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু অধিকাংশ সময় দেখেছি যারা সৎ তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হেয় হয়েছে হেরে গিয়েছে। কিন্তু কোথাও যেন তারা হেরে গিয়েও জিতে গিয়েছে। সততা মনুষ্যত্ব এগুলোর ব্যাপারই আলাদা। দারুণ লিখেছেন ভাই। বেশ ভালো লাগল পড়ে।
আসলেই ভাই জীবনে সৎ থাকাটা খুবই জরুরী। তবে বর্তমান যুগে সৎ মানুষের বড়ই অভাব। এককথায় বলতে গেলে,চারিদিকে অসৎ মানুষের ছড়াছড়ি। কারণ চাইলেও এখন অনেকে সৎ থাকতে পারে না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।