পৃথিবীটা বড়ই অদ্ভুত

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজকের অনুভূতিগুলি একেবারেই বাস্তবধর্মী তাই সেটা অনেকের কাছে মনঃপুত নাও হতে পারে।তবুও আমি চেষ্টা করছি সেই বাস্তবতাটাকে তুলে ধরার জন্য---

পৃথিবীটা বড়ই অদ্ভুত:


pexels-photo-5834114 (1).jpeg
সোর্স

পৃথিবীটা বড়ই অদ্ভুত।
আর এই অদ্ভুত পৃথিবীতে মানুষগুলি কত রহস্যময় ও বিচিত্র।মাঝে মাঝেই মনে হয় সেটা খুঁজতেই বেরিয়ে পড়ি দুনিয়ার কোণে কোণে।কিন্তু ওই যে কথায় আছে---সুন্দর জিনিস দেখার জন্য দূরে যাওয়ার প্রয়োজন নেই,ঘরের কাছেই খুঁজলে পাওয়া যায়।তেমনি খারাপ মানুষগুলোও দূরে থাকে না, ঘরের কাছেই থাকে।আর মানুষ যে কতটা খারাপ ,এটার প্রকারভেদ কত সেটা জানার বোধহয় শেষ থাকে না।নতুন নতুন জায়গায় নতুন নতুন অভিজ্ঞতা ঘটে।

কিভাবে মানুষ একটি সত্যি কথা নিমিষেই মিথ্যা করে দিতে পারে? আবার কিভাবে দশটি মিথ্যা কথাকে নিমিষেই সত্যি বানানো যায় সেটা হয়তো খারাপ মানুষের পক্ষেই করা সম্ভব।অন্যের গায়ে পড়ে ঝগড়া লাগানো তো পায়ে পাড়া দিয়ে গন্ডগোলের অন্যতম কৌশল মনে হয় এদের কাছ থেকেই শেখা উচিত।কথায় বলে---গাটির খেয়ে অন্যকে নিয়ে বেশি মাথাব্যথা।এই ধরনের মানুষ কতটা ভয়ংকর, কতটা সমাজের জন্য ক্ষতিকর সেটা হয়তো উপলব্ধি করা যায় তখনই যাদের পাশে কম-বেশি এমন ধরনের মানুষ বসবাস করে।

এই কথাটি লেখার পিছনে একটি উদাহরণ দিচ্ছি---কিছুদিন আগে এক দাদার বড় ট্রাক চালাতো।কিন্তু দুর্ভাগ্যজনক এক্সিডেন্ট করে তার দুই পায়ে সমস্যা হয়ে যায়।তখন তার অনেক টাকার প্রয়োজন হয় চিকিৎসা বাবদ।সেই টাকার জোগাড় করতে সে তিন কাঠা জায়গা ছয় লাখ টাকার বিনিময়ে বিক্রি করে।আর জায়গাটি কিনে নেয় তার বাড়ি থেকে কিছুটা দূরের এক মাছ বিক্রেতা দাদা।

তো ওই দাদার বাড়িতে কম জায়গা বলে সে ওই নতুন কেনা বাড়ির ঘরে আলমারী রেখে আসে।যদিও ঘরের অবস্থা তেমন ভালো নয় তবুও সে ওখানে রেখে তালাবদ্ধ করে দিয়ে আসে।কিন্তু কয়েক দিন পর গিয়ে দেখে তার আলমারির শাড়িগুলো রয়েছে কিন্তু গহনা ও কাসার বাসনপত্র উধাও।সেটাই গল্প করে দাদাটি আমাদেরকে বলছিলেন মাছ কেনার সময়।তখন তিনি বলছিলেন যে, বাইরের কেউ চুরি করতে আসিনি।বরং ঘরের কাছের মানুষ-ই চুরি করে।আর যদি সেটা নাও করে তবে ঘরের পাশের মানুষ-ই সন্ধান দেয় অন্য মানুষদের।

তো এটাই হচ্ছে একেবারেই বাস্তবমুখী সত্য।এইসব মানুষ খুবই হিংস্র টাইপের হয়ে থাকে আবার এদের পক্ষেও অনেক মানুষের পাল্লা ভারী থাকে।বর্তমানে ভালো মানুষের সংখ্যা হ্রাস পেয়েছে একেবারেই।


আমার আজকের অনুভূতিগুলি একেবারেই বাস্তবমুখী, তাই তিক্ত মনে হতে পারে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 3 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আসলে লোভ মানুষকে দিয়ে অনেক কিছুই করিয়ে থাকে। যদি বাড়ির লোকে চুরি করে থাকে কিংবা বাইরের লোকের খবর দিয়ে চুরি করিয়ে থাকে তাহলে কিছু বলার নেই জাস্ট। মানুষ আজকাল বড়ই অদ্ভুত। সে ভুলে যায় বাড়ির লোকই তার পরিবার তার আপনজন। স্বার্থপরতার লোভ মানুষকে মানুষের জায়গায় রাখতে পারছে না আজকাল। বড় দুঃখজনক।

 3 days ago 

ঠিক বলেছো দিদি,তবে বাড়ির লোক তো ভয়ানক।কিন্তু আমি পাশের বাড়ির লোকের কথা বলেছি যেগুলো আরো বেশি ভয়ানক,ধন্যবাদ।