প্রতিটি হার মানেই শিক্ষা, প্রতিটি কষ্ট মানেই শক্তি।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
প্রতিটি হার মানেই শিক্ষা, প্রতিটি কষ্ট মানেই শক্তি। |
---|
বন্ধুরা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। সত্যি বলতে প্রতিটি হার মানেই শিক্ষা, প্রতিটি কষ্ট মানেই শক্তি।হঠাৎ এই বিষয় মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ।আসলে ভালোলাগার সব বিষয়বস্তু আমার বাংলা ব্লগে শেয়ার করি, তাই ভাবলাম এ বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করি।
জীবন মানেই হার জিত,কারণ কখনো আমরা জিতি, আবার কখনো হেরে যাই। কিন্তু সেই হার মানেই কি আমরা ব্যর্থ,না একদম না। বরং প্রতিটি হারের ভেতরেই লুকিয়ে থাকে বড় একটি শিক্ষা,আবার প্রতিটি কষ্ট আমাদের করে তোলে আরও বেশি শক্তিশালী যেটা আমি মনে করি।
জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলো আমাদের খুব কষ্ট দেয়। আমরা ভেঙে পড়ি, মনে হয় সব শেষ। কিন্তু একটু ভালো করে ভাবলে দেখা যাবে, সেই কষ্টের মধ্যেই ছিল একটা শিক্ষা। হয়তো সেটা ছিল ধৈর্য ধরার শিক্ষা, হয়তো নিজের ভুল থেকে শেখার শিক্ষা, কিংবা কারো চরিত্র বোঝার শিক্ষা।
আমরা যদি প্রতিটি কষ্টকে শত্রু না ভেবে, একেকটি শিক্ষা মনে করি, তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। কারণ কষ্টই আমাদের শেখায় কে আসল বন্ধু, কে ছলনাকারী। কষ্টই আমাদের শেখায় কখন চুপ থাকতে হয়, কখন সাহস করে দাঁড়াতে হয়।কষ্টই আমাদের শেখায় সবাইকে আপন ভাবতে নেই সবাইকে সব বলতে নেই।
অনেক সময় দেখা যায়, কেউ জীবনে বড় কিছু করতে গিয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু সেই ব্যর্থতা যদি সে ভালোভাবে বিশ্লেষণ করে, তাহলে সে বুঝতে পারবে কোথায় ভুল ছিল। আর পরবর্তীবার সেই ভুল না করেই সে সফল হতে পারবে। ঠিক এভাবেই হার থেকে শিক্ষা নিয়ে জন্ম নেয় আশা ভরশা ও নতুন দিগন্ত।
আর সবচেয়ে বড় কথা হলো, কষ্ট আমাদের ভেতরে এমন এক শক্তি জাগায়, যেটা হয়তো আমরা নিজেরাও আগে জানতাম না চিনতাম না। কষ্টের পরেই মানুষ তার শক্তির পরিচয় পায়। যারা জীবনে বেশি কষ্ট পেয়েছে, তারাই হয় সবচেয়ে সংবেদনশীল, সহানুভূতিশীল ও বাস্তবতার মুখোমুখি হবার সাহস রাখে আর এটা আমি বাস্তব প্রমান।
তাই আমি বলবো জীবনে যদি কখনো হেরে যাও, কষ্ট পাও, তবে ভেঙে পড়ো না। মনে রেখো,এই হারই তোমাকে শেখাবে কীভাবে জিততে হয়, এই কষ্টই তোমার ভিতরে তৈরি করবে এক শক্তি।জীবন সব সময় সুখের ও মসৃণ হবে না, কিন্তু প্রতিটি ঝড়ই আরও দৃঢ় করে গড়ে তুলবে। তাই হাসিমুখে শেখা, ধৈর্য ধরা, এবং বিশ্বাস রাখা উচিৎ বলে আমি মনে করি।কারণ একদিন এই কষ্টই শস্তির কারণ হবে।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু,যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
অসাধারণ একটি প্রেরণাদায়ক পোস্ট, @nevlu123! আপনার আজকের লেখার বিষয়বস্তু "প্রতিটি হার মানেই শিক্ষা, প্রতিটি কষ্ট মানেই শক্তি" অত্যন্ত সময়োপযোগী। জীবন চলার পথে আমরা প্রায়ই হতাশ হয়ে যাই, কিন্তু আপনার এই লেখাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কষ্টের পেছনেই একটি শিক্ষা লুকিয়ে থাকে।
আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি আপনার সহজ ভাষায় গভীর উপলব্ধি প্রকাশ করার দক্ষতায়। জীবনের কঠিন মুহূর্তগুলোতে কিভাবে ইতিবাচক থাকতে হয়, তা আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উপলব্ধির সংমিশ্রণ এই পোস্টটিকে আরও বেশি হৃদয়গ্রাহী করেছে।
যারা জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য এই লেখাটি একটি আলোর দিশা। আপনার এই মূল্যবান চিন্তাগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস, আপনার এই পোস্টটি অনেক পাঠককে অনুপ্রাণিত করবে। চালিয়ে যান, আপনার লেখনীর মাধ্যমে আরও নতুন দিগন্ত উন্মোচিত হোক!