সিলিন্ডার চুলা কিনার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ5 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

২০ ই অগ্রহায়ন ১৪৩১

--------

৫ ই ডিসেম্বর ২০২৪


প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে কিছু কেনাকাটা করার কথা শেয়ার করবো।কেনাকাটা বলতে সিলিন্ডার চুলা আরকি।আসলে বেশ বিপদে পরেই কেনা আরকি।আমাদের বাসায় লাইনের গ্যাস আগে তেমন সমস্যা হতো না,আগে বিভিন্ন মানুষের কাছে শুনতাম লাইনের গ্যাস সমস্যা করে গ্যাস আসে না, এমন কিন্তু আমরা বলতাম আমাদের এমন কোন সমস্যা হয় না।

462579558_1964622074058946_6091106854004839333_n.jpg

কিন্তু গত কয়েকবছর যাবত বেশ ভালোই সমস্যা হচ্ছে। তবে সময়ে সময়ে কমে যেত তবে থাকতো তারপর গত বছরের আগের বছর তো আমরা রোজার সময় ঠিক মত ইফতার বানাতে পারিনি, কারন আসরের আযানের পর আর গ্যাস থাকতো না পরে আমি একটা ইলেক্ট্রিক চুলা কিনি।


462584129_506526909075182_7504403407027574334_n.jpg

কোন রকম চলে কিন্তু আমাদের বাসায় তো মানুষ বেশি তাই একটা ইলেকট্রনিক চুলা দিয়ে হচ্ছিলো না,কারন আমাদের অনেক ইফতার তৈরি করা লাগে আবার অনেকের বাসায় পাঠানো লাগে।তবে চুলা ভালোই সব পাতিলা ব্যবহার করা যায় আবার কারেন্ট বিল ও খুব বেশি আসে না, কিন্তু সমস্যা মাঝখানে তো অনেক কারেন্ট ঝামেলা করছে।


যাই হোক তারপর আমরা আবার গ্যাসের চুলাতে একটি কারেন্ট মেশিন বসাই,এটা বেশ ভালো কিন্তু এটা আমরা অন করলে ভাড়াটিয়া রা গ্যাস পায় না যার জন্য বেশ মুশকিল কারন তারা গ্যাস না পেলে রান্না করবে কেমনে আর খাবে কি।আবার এটাই বিল একটু বেশিই আসে,আসলে পাইপের যতটুকু গ্যাস সব টেনে নিয়ে আসে তো তাই আর কি এমন হয়।


যাই হোক পরে মাকে বললাম যেন একটি সিলিন্ডার আনে আর একটা চুলা।আসলে আমাদের ঘরে বাচ্চা আছে,তাই সিলিন্ডার চুলা ভয় পায় কারন ঘরের মধ্যেই রাখতে হবে তাই আরকি অনেক চিন্তা ভাবনা,তাছাড়া রান্না ঘরে সব বক্স সিস্টেম যার জন্য রাখার জায়গা নেই, পরে সিদ্ধান্ত নিলো বারান্দায় রাখবে সেখানে যেয়ে না হয় রান্না করে আসবে যেই ভাবা সেই কাজ।আমরা গেলাম কোকারিজের দোকানে একটা চুলা গ্লাসের নিবে মা।


462564883_495552233540823_7325784475536905484_n.jpg

সেখানে যেয়ে আর,এফ এল চুলা খুঁজছিলাম, পেলাম কিন্তু সেটার কালার এবং চুলার বাটিটা নড়তেছিলো তাই আর নেওয়া হয়নি,পরে আবার আরেকটি দোকানে গেলাম সেখানে এই চুলাটা বেশ ভালো লাগলো,দাম চাইলো দুই হাজার পাঁচশত টাকা,আমরা দামাদামি করে তেইশ টাকায় নিতে পারলাম।আমার কাছে কালারটা বেশ ভালো লেগেছে। আমার বাবুকে রেখে গিয়েছিলাম সেকি কান্না। কারো কাছ থাকতে চাচ্ছিলো না এসে দেখি ওকে নিয়ে বাহিরে দাড়িয়ে আছে।পরে আর কি ওকে নিয়ে বাসায় আসলাম।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP
<p

Sort:  
 5 months ago 

আপনি দারুন স্পষ্ট করে এবং বিশদে নতুন ওভেন কেনার ঘটনাটি পোস্টের মাধ্যমে শেয়ার করলেন। গ্যাসের এই ওভেনটি কার্যকরী হবে বলেই আশা করি। আর সেক্ষেত্রে আপনার সমস্যাগুলোও খুব তাড়াতাড়ি মিটে যাবে। আপনি এই ওভেনটি ব্যবহার করে তার অভিজ্ঞতাও পরে আমাদের সঙ্গে শেয়ার করবেন।

 5 months ago 

হুম গ্যাসের সমস্যা যদি কিছু টা অন্তত একটু কমে।ধন্যবাদ

 5 months ago 

আপু ভালো করেছেন সিলিন্ডার চুলা কিনে। তবে আপু শুনেছি অনেক জায়গাতে লাইনের গ্যাস সমস্যা দেখা দেয়। সঠিক সময়ে রান্নাও করতে পারে না। আপনি দেখতেছি যাচাই বাছাই করে সিলিন্ডার চুলা কিনেছেন। আপনি দেখতেছি ২৩০০ টাকা দিয়ে সিলিন্ডার চুলা কিনেছেন। এবং সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 months ago 

হুম ভাই য়া লাইনের গ্যাসের বেশ সমস্যা হচ্ছে। ধন্যবাদ