আমার বাড়ির ছোট্ট সবজি বাগানের ঢেঁড়স ফুলের দৃশ্য
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে একটা ভয়, একট আশংকা এবং আতংক কিন্তু ঠিক হৃদয়ের মাঝে রয়ে গেছে। কারণ প্রকৃতির বৃষ্টিময় এই সময়টায় আমাদের চারপাশে ভয়কে জাগ্রত করে দেয় এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা অসতর্ক এবং অসচেতন। একটু যত্নশীল হলে হয়তো ডেঙ্গু এই সময়টায় প্রতি বছর এভাবে আমাদের আতঙ্কগ্রস্ত করতে পারতো না। সত্যি বলতে আমরা শেষ সময় ছাড়া কখনো নড়ে চরে বসি না বা বসতেও চাই না, এ এক নির্মম বাস্তবতা আমাদের জন্য।
সত্যি বলতে প্রকৃতি কখনো আমাদের বিপক্ষে ছিলো না বরং আমরা প্রকৃতিকে ধীরে ধীরে আমাদের বিপক্ষে নিয়ে গিয়েছি, যার উৎকৃষ্ট প্রমাণ আজকের এই রকম ভয়ানক পরিস্থিতি। সে যাইহোক, আমরা কখনো শুধরাবো না সেটা যেমন বাস্তব ঠিক তেমনি এই রকম পরিবেশে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো না সেটাও প্রায় নিশ্চিত। আমি সুযোগ পেলেই বাড়ির চারপাশটা চেক করার চেষ্টা করি, কোথায় পানি জমে থাকলো কিনা, পরিবেশটা নোংরা হলো কিনা, কারণ এটা আমার দায়িত্ব। সবুজ বাগান যেমন আমাদের প্রয়োজন ঠিক তেমনি সুন্দর পরিবেশ ধরে রাখাও আমাদের প্রয়োজন।
যখনই সুযোগ পাই বাগানের মাঝে চলে যাই, সুন্দর কিছু দৃশ্য দেখার সাথে সাথে ভালো কিছু মুহুর্তও তৈরী করার চেষ্টা করি। অবশ্য ইদাংনি সবজি গাছগুলোর ফুলের প্রতি আকর্ষণটা একটু বেশী তৈরী হয়েছে। যার কারণে মুহুর্তগুলো আরো বেশী সুন্দর হয়ে উঠছে দারুণ অনুভূতির সাথে। আমার বাগানের ঢেঁড়স এর গল্প এর আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর আজকে শেয়ার করবো সেই ঢেঁড়স গাছের কিছু সুন্দর ফুলের দৃশ্য।
সত্যি বলতে এর মাঝে বেশ কয়েক দিন ঢেঁড়স এর ভাজি এবং রান্নাও খেয়েছি। বাগানের সবজির স্বাদ সত্যি অতুলনীয় স্বাদ, যা হয়তো কথায় আপনারা বুঝতে পারবেন না। এখনো অবশ্য কিছু ঢেঁড়স গাছে বসে আছে না থুক্কু বসে না দাঁড়িয়ে আছে হি হি হি, সেগুলোর দৃশ্য না হয় অন্য দিন শেয়ার করবো। আজকে সবুজ প্রকৃতির মাঝে ভেসে থাকা ঢেঁড়স এর হলুদ ফুলগুলোর দৃশ্য উপভোগ করি। আমার কাছে দৃশ্যগুলো সত্যি অসাধারণ কিছু কারণ দৃশ্যগুলো আমার সবজি বাগানের হি হি হি।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ ছবিগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। আসলে ঢেঁড়স খুব একটা বেশি আমি খাই না, আমার তেমন একটা পছন্দ না। তবে আপনি আপনার বাড়িতে লাগিয়েছেন এবং সেটার ফুল ফুটেছে। সেটা আপনি শেয়ার করেছেন দেখতে বেশ ভালই লাগছে।
@hafizullah, what a beautiful and thoughtful post! Your concern about Dengue awareness and responsibility towards the environment really resonated with me. It's so true that we need to be proactive in protecting our surroundings.
And those okra flowers! Absolutely stunning! The bright yellow against the green is a visual treat. I can almost taste the fresh dherosh bhaji you described. Your garden looks like a peaceful haven. Thanks for sharing these lovely glimpses of nature and reminding us to appreciate and care for our environment. Definitely inspiring! Keep up the great work. I am looking forward to seeing the other dherosh photos soon.