আমার বাড়ির ছোট্ট সবজি বাগানের নতুন শিম চারার দৃশ্য

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। মেঘ-বৃষ্টি-রোদ মিশ্র প্রকৃতির সাথে হৃদয়ের সংযোগ ধরে রাখার চেষ্টা করছি। সত্যি বলতে প্রকৃতি যেমনই থাকুক না কেন, জীবনের গতিশীলতা কিংবা হৃদয়ের চঞ্চলতা উভয়ই ধরে রাখার চেষ্টা করতে হয় আমাদের। কারণ অনুকূল প্রকৃতি সব সময় থাকবে এমনটা চিন্তা করা বোকামী, বরং প্রতিকূল প্রকৃতিতেও আমাদের অবস্থান ধরে রাখতে হবে। যদি সেটা করতে না পারি তাহলে হয়তো আমাদের কাংখিত অবস্থান হতে সরে আসতে হবে।

garden (10).jpg

মিশ্র প্রকৃতির মাঝেই আমি বাড়ির বাগানে সময় দেয়ার চেষ্টা করছি। অবশ্য বৃষ্টি একদিকে যেমন ভালো ঠিক তেমিন অন্যদিকে আবার সেটা বাগানের জন্য ক্ষতিকর। কাংখিত পরিমানে বৃষ্টিপাত হলে সেটা যেমন সবুজ প্রকৃতির সতেজতা বাড়িতে দেয় ঠিক তেমনি বাগানের অবস্থান সুসংহত করে। আমি কিন্তু এর মাঝেই বাগানের কাজগুলো করে যাচ্ছি। বেশ কিছু দিন বলেছিলাম যে আমার শাশুড়ি বৃষ্টিপাত শুরু হওয়ার আগেই শিম বীজ বুনার কথা বলেছিলো। যদিও একটু দেরী হয়েছে আমার কিন্তু তবুও শিমের বীজতলা তৈরী করেছি এবং তাতে বীজও রোপন করা হয়েছে।

garden (8).jpg

garden (4).jpg

আজকের লেখার সাথে আমার শিম বাগানের প্রাথমিক কিছু দৃশ্য শেয়ার করবো। এটা একটা ধৈর্যের কাজ, বাগান করাটা কিন্তু মুখের কথা না। প্রাথমিক কাজগুলোতে একটু বেশী যত্নশীল হতে হয়। শুরুতেই জায়গাটা একটু উচু করে নিতে হয় মাটির দ্বারা। তারপর সেটাকে ভালোভাবে খনন করে মাটিগুলোকে আলগা করে নিতে হয়। এরপর বীজগুলো বপন করার পর, নিয়মিত পানির সেচ দিতে হয়। বীজ হতে অঙ্কুরোদগম না হওয়া পর্যন্ত সচেতন থাকতে হয়।

garden (3).jpg

garden (5).jpg

garden (6).jpg

এখানে আমি যেমন সময় চেয়ার চেষ্টা করি, ঠিক তেমনি আমার গিন্নি এবং শ্বাশুড়ি উভয়ই যথেষ্ট সময় ব্যয় করেন। মানে হলো সবাই মিলে যত্নের কোন কমতি রাখি না। বীজগুলো হতে সুন্দরভাবে অঙ্কুরোদগম ঘটে, তারপর শুরু হয় সেগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা। পাখি বা মুরগি যেন সেদিকে কুদৃষ্টি দিতে না পারে কিংবা সন্ত্রাসী কায়দায় সেগুলোর ক্ষতি করতে না পারে, এই জন্য পুরো দিন চোখ-কান খোলা রাখতে হয় হি হি হি।

garden (2).jpg

garden (7).jpg

এবার বৃষ্টিপাত নিয়মিত হওয়ার কারনে বীজগুলো হতে বেশ দ্রুততার সাথে অঙ্কুরোদগম হয়। তারপর আস্তে আস্তে সেগুলো বেড়ে উঠে। যদিও এখন পর্যন্ত কাংখিত মানের হয় নাই। কিন্তু তবুও দৃশ্যগুলো বেশ সুন্দর ও সবুজ হয়ে উঠেছে। ভালো লাগার একটা অনুভূতি এখন হতেই কাজ করতে শুরু করেছে। আশা করছি খুব দ্রুত গাছগুলো মাচায় উঠে যাবে, তারপর দ্রুততার সাথে সবুজের সতেজতায় বাগান ভরে যাবে।

garden (9).jpg

garden (1).jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png