ঈদ উপলক্ষ্যে মেগা রিড্ল : Treasure Hunt - 100K $PUSS ($1360 USDT)

in আমার বাংলা ব্লগ11 days ago (edited)

raw.png


ক্রিপ্টোগ্রাফির চর্চা যাঁরা করে থাকেন তাঁদের জন্য ঈদ উপলক্ষে একটা মেগা পাজল দেওয়া হলো । সাঙ্কেতিকময় এই লেখাটির মধ্যে একটা tron address এর প্রাইভেট কী লুকিয়ে রাখা হয়েছে । এই riddle টি যে সমাধান করতে পারবে সে আসলেই দারুন প্রতিভাময় হিসেবে বিবেচিত হবে । এবং পাজলটি সমাধান করতে পারলেই সেই অনন্য প্রতিভাবান ব্যক্তিটি পেয়ে যাবে ১ লক্ষ $PUSS ।

Tron Address : TUgiabgWsM6UiV9D5v6c11HrnVtjnsLfAx

Balance : 100K $PUSS


So, নিজেকে একজন ক্রিপ্টো ট্রেজার হান্টার হিসেবে প্রস্তুত করুন আর নিম্নের সূত্রটি হতে গুপ্তধন খুঁজে বের করে নিন ।

অপ্রচলিত সাধুভাষায় রচিত নিচের অনতিপ্রশস্ত স্মৃতিচারণের মধ্যে প্রাইভেট কী লুকিয়ে রাখা হয়েছে সঙ্কেত হিসেবে ----


বহুকাল পূর্বের কথা আজ হঠাৎ স্মৃতির মানসপটে উদিত হইলো । বাল্যকালে আমি যে শহরে বড় হইয়াছি সেই শহরে আমাদের এক প্রতিবেশী ছিলেন । তাঁহার নাম ছিল ধর্মদাস । তাঁহার সহিত বালক বয়সে আমি বিস্তর চতুরঙ্গ খেলিয়া প্রভূত আমোদ উপভোগ করিতাম । কিন্তু , তাহাকে কখনো হারাইতে পারিতাম না । এমতবস্থায় একদিন আমি নিজ পল্লী হইতে বেড়াইয়া আসিয়া ধর্মদাসকে বলিলাম যে আমি পল্লীতে নিজ বাটী হইতে খেলার এক কূট কৌশল করায়ত্ত করিয়া আসিয়াছি । এখন খুব সহজেই আমি আপনাকে হারাইয়া দিবো । খেলার আগে এই কথা শ্রবণ করিয়া ধর্মদাস বেশ মুষড়াইয়া পড়িলো । বুঝিলাম আমার অভূতপূর্ব আত্মবিশ্বাস তাঁহাকে বেশ ঘাবড়াইয়া দিয়াছে । খেলা আরম্ভ হইলো এবং ধর্মদাস পরাজয় লাভ করিল । ফলশ্রুতিতে সে আরো বেশি ঘাবড়াইয়া গেলো এবং উপর্যুপরি আরো তিন-চারিবার হারিয়া গেলো । সেইদিন হইতে আমি বুঝিতে পারিলাম যে আত্মবিশ্বাস মানুষকে অসাধ্য সাধন করাইতে পারে । বস্তুতঃ আমি পল্লী থেকে কোনো রকম কূট কৌশল করায়ত্ত করিতে পারি নাই । সেইদিন আত্মবিশ্বাসের সহিত ওই কথা বানাইয়া বলিয়া ধর্মদাসের আত্মবিশ্বাসে মারাত্মক রকমের ফাটল ধরাইতে সক্ষম হইয়াছিলাম ।

আত্মবিশ্বাসই সকল সফলতার স্তম্ভ ।


সময়সীমা : ৭ দিন (০৭ এপ্রিল পর্যন্ত )

Sort:  
 6 days ago 

দারুন আয়োজন হয়েছে দাদা। এ ব্যাপারে আমার জ্ঞান শুন্য।তবে বিজয়ীকে দেখার অপেক্ষায় রইলাম।

 11 days ago 

ঈদ মোবারক দাদা। আপনাকে ও অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।এই বিষয়টি ভীষন ভালো লেগেছে আমার।তবে এটা খুব কঠিন আমার জন্য।আমার এতো বুদ্ধি নেই। বিষয়টি খুবই ইন্টারেস্টিং। জানি না কেউ পারবে কি না।দেখা যাক কি হয়।

জানিনা সৌভাগ্যবান বিজয়ী কে হবেন। তবে দাদার নিত্য নতুন বিষয় গুলো অসাধারণ। জ্ঞান চর্চায় ভূমিকা রাখে। ধন্যবাদ দাদা

 11 days ago 

দারুণ একটা আয়োজন ঈদ উপলক্ষ্যে মেগা রিড্ল, যদিও আমার এই বিষয়ে অভিজ্ঞতা জিরো, তবুও অপেক্ষায় রইলাম বিজয়ীকে দেখার। দেখা যাক শেষ পর্যন্ত কার আত্মবিশ্বাস বিজয় ছিনিয়ে আনে। ঈদ মোবারক

 11 days ago 

আজকে অনেকক্ষণ ট্রাই করলাম। দেখি কালকে আবার ট্রাই করবা নি। গেমটা বুঝতেই গেলো আজকে।

ঈদ উপলক্ষে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে পাজেল সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।

 11 days ago 

ঈদ উপলক্ষে মেগা পাজলটি দারুণ একটি বিষয়।যেখানে লুকানো শব্দ জড়ো করলে প্রাইভেট কী তৈরি হয়ে যাবে।এটি যেমন একটি মজার প্রতিযোগিতা ,তেমনি এক ধরনের খেলা আবার খুবই বুদ্ধি ও প্রতিভা বিকাশ করার অন্যতম সুযোগ।অসাধারণ আপনার দেওয়া পাজলটি,ধন্যবাদ দাদা।

নিজের মেধাকে কাজে লাগানোর এক অসাধারণ সুযোগ। দাদার ব্যতিক্রম ধর্মী বিষয়ের আয়োজন গুলো অসাধারণ লাগে। দেখাযাক কে হয় এই সৌভাগ্যবান বিজয়ী!!!

 10 days ago 

ঈদ উপলক্ষ্যে দারুন একটি উদ্যোগ নিয়েছেন দাদা। ভাগ্যবান কে হবে জানিনা। তবে যে বিজয়ী হবে সে সত্যিই অনেক ভাগ্যবান হবে।

 11 days ago 

দদা পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে মেগা রিডল পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। এ ধরনের মহৎ উদ্যোগগুলো ক্রিপ্টোগ্রাফির চর্চা যাঁরা করে থাকেন তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। তাছাড়া পুরস্কারের এমাউন্ট অনেক বড়। বুদ্ধি ও বিকাশের জন্য এই ধরনের পাজল কার্যকরী ভূমিকা পালন করবে। চেষ্টা করবো সঠিক উত্তর খুঁজে বের করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা চমৎকার পোস্ট উপহার দেওয়ার জন্য।