আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি বিষয় ভিত্তিক পোস্ট নিয়ে হাজির হয়েছি।,আশা করি আপনাদের ভালো লাগবে। |

চলুন বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, একটা টিউটোরিয়াল আর এই টিউটোরিয়ালটি হচ্ছে একটি আনার কিভাবে সুন্দর করে কেটে এটি খাওয়ার জন্য খোসা থেকে ছাড়িয়ে নেবেন। সেটার টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে এটি খুব সহজে করা যায়, আর এটি অনেকে অনেক ভাবে কেটে থাকেন, তবে আমি যেভাবে কাটি সেটার একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগল তা অবশ্যই জানাবেন।
আসলে আনার অনেক উপকারী একটি ফল, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, এবং বিশেষ করে এটি রক্তশূন্যতার জন্য বেশি খাওয়া হয়। চলুন টিউটোরিয়াল শুরু করা যাক।
প্রথমত একটি আনার নিবেন, নেওয়ার পরে একটা ছুরি দিয়ে আনারের উপরিভাগের চারদিকে সমান ভাবে ছোট অংশ করে কেটে নিবেন। তারপর এই কাটা চতুর্ভুজ অংশটি উঠিয়ে নিবেন। যেমনটি আমার ফটোতে দেখা যাচ্ছে।


তারপর যেই চার দিক কেটেছেন ওই চারদিকের কর্নার থেকে একটু লম্বা করে কেটে নিবেন ছুরি দিয়ে। যেমনটি আমার ফটোতে দেখা যাচ্ছে।


তারপর সেটাকে হাত দিয়ে চার অংশকে চারদিকে টেনে নিবেন, এবং ওইটা থেকে ধীরে ধীরে সবগুলো আনার নিয়ে নেবেন একটা পাত্রে। যেমনটি আমার ফটোতে দেখা যাচ্ছে।



এরপর আপনি সে নিয়মে এক এক করে সব গুলা কেটে এভাবে আনার পরিবেশন করতে পারবেন।
আর এভাবেই খুব সহজেই আপনি আনার কে সুন্দর ভাবে পরিবেশন করতে পারবেন।



আমার ভাগিনা যখন হাত দিয়ে আনার খাচ্ছিল সেটার ও কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম।আজ এটুকুই ধন্যবাদান্তে আমি নিভলু।


আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

.png)
𝒩ℰ𝒱ℒ𝒰123
.png)
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
.png)
ফোনের বিবরণ
সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
দারুন একটি আইডিয়া শেয়ার করেছেন ভাই। এই ডালিমের বিচি ছাড়ানো আসলে খুবই কষ্টকর। আপনার এই নিয়ম ফলো করে তাহলে কিন্তু খুব সহজেই এটা ছেড়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে এই আইডিয়াটা শেয়ার করার জন্য।
ঠিক ভাই এটি একটি সহজ উপায়
চমৎকার ছিল আপনার লাইফ হ্যাক, অনেকেই এ সম্পর্কে জানেনা, এভাবে কেটে নিলে ডালিম নষ্ট হয় না এবং সহজেই আমরা ডালিম সংগ্রহ করতে পারি।
জি ভাই,, অনেক ধন্যবাদ
দারুন আইডিয়া শেয়ার করেছেন আপনি। আমি এই কাজটি অনেক আগে থেকে করার চেষ্টা করতেছিলাম কিন্তু কখনোই সফল হতে পারেনি। কিন্তু দোকানদাররা এই কাজটি সহজ হবে করে থাকেন। আপনি অনেক সহজ ভাবে ধাপে ধাপে এই কাজটি বুঝিয়েছেন ধন্যবাদ আপনাকে। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এটি আসলে সহজ একটি বিষয়।