বর্ষাকালের মজার ছড়া "বর্ষাকাল" সেলিনা সাথী♥♥
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
বন্ধুরা আজ আমি আমার দেশের বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ বর্ষার পানিতে বন্যা হচ্ছে,, যা দেখে অনেক মর্মাহত হচ্ছি।এই বর্ষাকাল কে ঘিরে আমাদের নানা রকম স্মৃতি জড়িয়ে আছে।সেই শিশুকাল থেকে আজ পর্যন্ত জড়িয়ে আছেন নানা স্মৃতি।এই স্মৃতিগুলোকে স্মৃতিময় করার জন্য আজকে আপনাদের সকলের জন্য একটি খুবই চমৎকার বর্ষাকালের ছড়া নিয়ে এসেছি আমি সেলিনা সাথী।তবে চলুন দেখে আসা যাক বর্ষাকালের মজার ছড়া "বর্ষাকাল"।
নীলফামারী ফর্সা,
ডুবে গেল বাড়িঘর
এই বুঝি বর্ষা??
গরু-মহিষ যাচ্ছে মরে
পানির অতলে,,
প্রিয়জনকে বাঁচাতে কেউ
প্রেমের আঁচলে।
অন্ধকারে ছেয়ে ছেয়ে
সকাল হল রাত,,
জলের স্রোতে বন্যা এসে
করলো কুপোকাত।
জল -খাবার নেইতো কিছু
ভাসিয়ে গেছে সব,,,
একমাত্র ভরসা এখন
শুধুই মোদের রব।
নদ-নদী মিটিয়ে দিল
মহাসাগরের খাজনা,,
তবুও শুনি গুরুম গারুম
আঁতকে ওঠা বাজনা।
বাতাসের ওই কোল ঘেঁষে যে
মেঘ থেকে হয় বৃষ্টি,,
স্বরথলি ফুলো ব্যাঙ
সুর করে তাই সৃষ্টি।
মনটা তবু ব্যকুল হয়
পাকা ফলের গন্ধে,,
চঞ্চলা এই কাব্যিক মন
কবিতার'ই' ছন্দে।
কদম ফুলের মিষ্টি ঘ্রাণ
মনটা যে নেয় কারি,,
ইচ্ছে করে ফুল হাতে যাই
ছুটে প্রিয়ার বাড়ি।
হাসি কান্নায় জর্জরিত
প্রিয় বর্ষাকাল,,
চারিদিকে টইটুম্বুর
নদী নালা খাল।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপু আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার প্রতিটি কবিতা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার কবিতার প্রতিটি লাইন সত্যি অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
প্রিয় আপু মনি আপনি বরাবরই আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে আসছেন। আপনার উৎসাহ আমাকে অনেক বেশি উজ্জীবিত করে। ভালোবাসা অবিরাম।
♥♥
সিলেটবাসীকে নিয়ে আপনি মজার ছড়া লিখেছেন দারুন ছিল। আপনার প্রত্যেকটা ছড়ায় ছড়ায় আপনি সিলেটের প্লাবিত মানুষের করুন চিত্র তুলে ধরেছেন। আমাদের সাথে এত সুন্দর ছড়া গুলো উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম। এবং সেইসাথে জানাই সিলেটবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এবং যত তাড়াতাড়ি আল্লাহতালা মুশকিল হাসান করে দেন।
মহান আল্লাহতালা আমাদের সিলেটবাসী সহ সারা পৃথিবীর সকল বিপথগামী মানুষের সহায় হন এই প্রত্যাশাই করি।♥♥
আপনার মধ্যে কবিতা লেখার সুন্দর একটি প্রতিভা জেগে উঠেছে। আশা করি এই প্রতিভা দীর্ঘদিন আপনার মধ্যে প্রদীপ হয়ে জ্বলে থাকবে। খুবই ভাল লেগেছে আপনার এত সুন্দর কবিতা পড়ে। অবশ্য বর্তমান বর্ষাকাল। আর সিলেটের এই ভয়াবহ ঘটনা গুলো সত্যি বেদনাদায়ক।
এত সুন্দর করে দোয়া এবং শুভকামনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাইয়া। আসলে কবিতা আমি অনেক ছোটবেলা থেকেই লিখি। খুব ভালো লাগে। তবে মাঝখানে অনেকদিন বিরতি ছিল।♥♥
সত্যি বর্তমানে সিলেটের অবস্থা খুবই খারাপ। আপনি কবিতার মাধ্যমে আমাদের দেশের এই বন্যাকবলিত এলাকা গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই বিষয়টি অনেক পজিটিভ। আপনার কবিতার আমি সাধুবাদ জানাই। দোয়া করি সামনে এরকম আরো শেয়ার করবেন।
নিশ্চয়ই ভাইয়া আমি বেঁচে থাকলে এরকম হাজারো কবিতা আপনাদের উপহার দিয়ে যাবো। শুধু আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি বলে।♥♥
সত্যি আপু ছড়াটি অনেক মজার ছিল। প্রত্যেকটা লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি আসলে যে খুব ভালো একজন কবি তার আপনার কবিতা ছড়া গুলো পড়লেই বোঝা যায়। আপনি প্রতিনিয়ত আমাদেরকে খুব সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়ে থাকেন এবং কবিতাগুলো খুব সুন্দর ভাবে আবৃত্তি করেন। আমার কাছে খুবই ভালো লাগে আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কবিতা ছাড়া উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপুমণি খুব ভালো লিখি কিনা জানিনা। লিখতে ভালো লাগে, তাই লিখি। তবে জীবনে লেখার জন্য অনেক সম্মামনা,অ্যাওয়ার্ড পেয়েছি। যা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।♥♥
সিলেটের অবস্থা খুবই খারাপ। যেভাবে পানি বারতেছে দেখে অনেক কষ্ট লাগতেছে সেখানকার মানুষদের জন্য। আপনি চমতকার ছড়া লিখেছেন। ছন্দ গুলো পড়ে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে
আসলে আপনি এরকম পরিস্থিতির শিকার যারা হয়েছেন একমাত্র যন্ত্রণাগুলো তারাই খুব ভালো করে উপলব্ধি করছে। আমরা দূর থেকে আর কতটুকুই বা অনুভব করতে পারি বলুন।♥♥
আপু আপনি খুব সুন্দর করে সিলেট বাসীকে নিয়ে একটি ছড়া লিখেছেন।খুব কষ্ট লাগছে আপু। সিলেটবাসী আসলে খুব কষ্টে আছেন। সিলেট বাসির জন্য দোয়া রইল আল্লাহ ওদেরকে হেফাজত করুক। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ছড়া আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
মন প্রাণ দিয়ে দোয়া করছি আল্লাহ সকল বিপথগামী মানুষ দের তুমি হেফাজত করুন তাদের তুমি সহায় হও আর বন্যার মত এই দুর্যোগ থেকে আমাদের সকলকে তুমি উদ্ধার কর। আমিন।
আমি খুবই চমৎকার ভাবে বর্ষাকাল নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু আপনার কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। আমার মনে হয় আপনি মুখ দিয়ে যেটা বের করেন সেটাই কবিতা হয়ে যায়। শুভকামনা রইল আপনার জন্য।
হা হা হা,,ভাইয়া আপনার মত করে ঠিক এভাবে অনেকেই বলে যে আপু তুমি মুখ দিয়ে যে কথাটাই বল সেটাই আমার কাছে কবিতা মনে হয়। আর কথাটি শুনে আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করে।
♥♥
ছন্দ মিলিয়ে মিলিয়ে খুবই চমৎকার একটি স্বরচিত বর্ষাকালের কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আমি সবসময়ই আপনার লেখা কবিতা পড়ার এবং আপনার কন্ঠে কবিতা শোনার জন্য অপেক্ষায় থাকি। আসলে বর্ষাকাল এবং পাকা ফলের গন্ধ একই সাথে হবার কারণে আমাদের মনটা সব সময় ব্যাকুল হয়ে থাকে।
আমি নিজেকে ধন্য মনে করছি প্রিয় ভাইয়া। কেউ আমার লেখা কবিতা পড়া এবং শোনার জন্য অপেক্ষায় থাকে, সত্যিই এটা অনেক ভালো লাগার একটি বিষয় আমার কাছে ধন্যবাদ আপনাকে। শুভকামনা আপনার জন্য। ভালোবাসা অবিরাম♥♥