বাচ্চাদেরকে নিয়ে ফান ফেয়ার এ কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_7396.jpeg

আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন এখন ইংল্যান্ডে স্কুল হলিডে চলছে। প্রায় দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ রয়েছে। এক সপ্তাহ চলে গিয়েছে, হাতে রয়েছে আরেকটি সপ্তাহ। একটু ব্যস্ত থাকার কারণে আপাতত কোথাও যাওয়া হয়নি, শুধু শপিংয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে।বাচ্চারা বেশ কয়েকদিন ধরে বায়না ধরেছে কোথাও যাওয়ার জন্য।গতকাল হাজব্যান্ড বলল ফানফেয়ার হচ্ছে আমাদের লোকাল এরিয়াতে।বাসা থেকে প্রায় ১ মাইলের মত হবে।প্রতিবছরই এখানে ফান ফেয়ারের আয়োজন করা হয়, ঠিক যখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে।প্রায় এক সপ্তাহের মতো এই আয়োজনটি থাকে।বিশাল এলাকা নিয়ে এই ফেয়ারের আয়োজন করা হয়। যেহেতু আজকে ফ্রি ছিলাম তাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম সেখানে।পরিবারের সকলের সাথে ঘুরতে বেশ ভালই লাগে। এছাড়া সাথে ছিল আমার ছোট মেয়ের বান্ধবী, সেও খুব ইনজয় করেছে তাদের সাথে।যাইহোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চারটার দিকে আমরা বের হই ফানফেয়ার এর উদ্দেশ্যে।সেখানে দুই ঘন্টা সময় কাটিয়ে বাসায় ফিরি। তাহলে চলুন আজকে উপভোগ করা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা যাক।

IMG_7406.jpeg

IMG_7390.jpeg

IMG_7384.jpeg

IMG_7381.jpeg

বেশ কিছু রাইড ছিল সেখানে।বাচ্চারা একটি একটি করে কয়েকটি রাইডে উঠে বেশ ইনজয় করল।প্রতিটি রাইডের জন্য অবশ্যই পে করতে হবে।এক একটি রাইডে উঠলেই জন প্রতি ৪ পাউন্ড (বাংলাদেশী টাকার প্রাইজ ৬৪০ টাকা) করে দিতে হয়েছে।আগে ছিল মাত্র ২ পাউন্ড করে কিন্ত এখন হয়েছে ডাবল।আজকের ওয়েদার তেমন বেশি ভালো ছিল না, মেঘলা ছিল।মোটামুটি বেশ ভালোই ঠান্ডা ছিল এ কারণে মানুষের সমাগমও খুব কম ছিল।ছোট বড় সকলের জন্য হিসাব করেই এই ফানের আয়োজন খরা হয়।ছোটদের জন ছোট ছোট রাইড, আর বড়দের জন্য থাকে একটু বড় আয়োজন।

IMG_7389.jpeg

এটি বড়দের জন্য।এই রাইডটি দেখলে আমারই ভয় লাগে।অনেক উপরে আর নিচে উঠানামা করে এই রাউডটি।

IMG_7392.jpeg

IMG_7395.jpeg

পানি সহ এই রাইডটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।দারুন উপভোগ করেছিল বাচ্চারা।

IMG_7379.jpeg

IMG_7405.jpeg

খেলনার শপ ও ছিল সেখানে।

IMG_7413.jpeg

IMG_7410.jpeg

অবশেষে ইনজয় করার পর যার যার পছন্দের মত আইসক্রিম কিনে অবশেষে বাসায় ফিরি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

বাচ্চাদের হলি ডে হলে ঘুরাঘুরি করতে চায়। আর তাই সবাই মিলে আপনারা ফান ফেয়ারে গেলেন। সাথে ছোট মেয়ের ফ্রেন্ড গিয়েও বেশ এনজয় করেছে জেনে ভালো লাগলো।ফান ফেয়ারে ছোটদের জন্য আর বড়দের জন্য রাইড ভিন্ন। সবাই মিলে সুন্দর সময় কাটিয়েছেন। বাসায় ফেরার সময় যার যার পছন্দ মতো আইসক্রিম নিয়েছেন। সুন্দর মূহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।