খুনসুটি ও ভালোবাসা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ভালোবাসা নিয়ে আমরা কতো কতো কিছু লিখি। কিন্তু যে বিষয়টা কি আমরা একেবারে জন্যই মিস করে যাই। সেটা হলো খুনসুটি। অর্থাৎ ভালবাসার মধ্যে খুনসুটি যদি না থাকে। সেটা যেনো একেবারে হয়ে যায় পানসে কোনো মিষ্টি। কারণ ভালোবাসার সাথে আমি সত্যিই মিষ্টিকেই তুলনা করবো।কারণ এটা আমাদের জীবনে একটা মিষ্টতা ছড়িয়ে দেয়। এটা আমাদের জীবনে একটি ভালো লাগা ছড়িয়ে দেয়। অর্থাৎ ভালোবাসা একটি জীবনের যেনো সব কিছুই,এটা আছে বলেই আনন্দের মনে হয় আমাদের কাছে। এটা আমরা সকলেই স্বীকার করতে বাধ্য।
এখন আসি ভালোবাসা ও খুনসুটির সম্পর্কে মধ্যে। অর্থাৎ আমরা অনেক সময় এমন অনেক সিরিয়াস সম্পর্ক দেখি। যেখানে আসলে খুনসুটি, মজা, আনন্দ বলতে কিছুই থাকে না। অর্থাৎ তারা দুজন দুজনকে ঠিকই ভালোবাসে। কিন্তু তারা এতো বেশি সিরিয়াস তাদের জীবনে যে, মজা আনন্দ খুনসুটি এসব বিষয় তাদের জীবনে নেই বললেই চলে।
কিন্তু আমি মনে করি মানুষের জীবনে খুনসুটি, ভালোলাগা কিংবা আসলে দুষ্টুমি থাকা উচিত। এতে করে ভালোবাসা আরো বেশি গাঢ় হয়। কারণ আমরা যতো বেশি কাছাকাছি আসার চেষ্টা করি। ততোই কিন্তু আমাদের ভালোবাসা বেড়ে যায় তাই কিছুটা সিরিয়াসনেস থেকে বের হয়ে ভালোবাসার সাথে খুনসুটিটাও যুক্ত করা আমাদের উচিত। কারণ একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, যে সম্পর্কগুলোতে কিংবা যে ভালোবাসার সম্পর্ক গুলোতে খুনসুটি রয়েছে। সেই সম্পর্ক গুলো অনেক বেশি প্রাণবন্ত। কারণ তারা সবসময় নিজেদেরকে মাতিয়ে রাখে নিজেদের মধ্যে, নিজেদের বিভিন্ন হাসি, আনন্দে, দুষ্টুমিতে। যেগুলো একটি সম্পর্কতে যেনো লবণের মতোন কাজ করে। অর্থাৎ একটি রান্না যতোই মজা হোক না কেনো। তাতে লবণ না থাকলে যেমন পানসা লাগে। ঠিক একইভাবে খুনসুটি খুব জরুরী।আমি আমার কথাগুলো জানালাম। আমি জানি না আপনাদের সাথে আমার মতামত মিলবে কিনা। কিন্তু আমার এটাই মনে হয়।
জীবনে ভালোবাসা, খুনসুটি আর দুষ্টুমি না থাকলে জীবন সুন্দরভাবে উপভোগ করা যায় না। ভালোবাসার রঙে জীবনকে রাঙিয়ে তোলা উচিত। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।