গাছ থেকে তেঁতুলের ভিডিও ধারণ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,
IMG_20240210_134144.jpg

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তেঁতুল গাছ থেকে তেতুলের সুন্দর ভিডিও ধারণ নিয়ে। আশা করি এই ভিডিওটা দেখে বেশ ভালো লাগবে আপনাদের।


ফটো ও ভিডিওগ্রাফি:



তেঁতুল ভিটামিন সি সমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ ফল। এই ফলটা মাঘ ফাল্গুন মাসে পাকে। আর গাছ পাকা তেঁতুল খেতে কার না ভালো লাগে। ছেলে-মেয়ে সকল শ্রেণীর মানুষ কিন্তু তেঁতুল খেতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আমাদের বাড়িতে বর্তমান একটি তেঁতুল গাছ রয়েছে। ইতো পূর্বে চারটা তেতুল গাছ ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে,বর্তমানে একটি রয়েছে। তবে একটি গাছের তেঁতুল খাওয়ার লোক হয় না। ভুল করে যদি আমি গাছে উঠি তাহলে পাড়া হয় না হয় হয়ে ওঠেনা। একদিন গাছে উঠেছিলাম তেঁতুল পেকেছে কিনা দেখার জন্য। গাছে উঠে দেখলাম পাশের তাল গাছে অনেক তেঁতুল ইঁদুরে কেটে কেটে নিয়ে গেছে এবং নষ্ট করেছে। তাই গাছ কিছুটা ফাঁকা করলাম এরপর ভিডিও ধারণ করলাম। আমরা জানি তাল গাছে ইঁদুর থাকে, বাসা বাঁধে। আর তালগাছটা তেঁতুল গাছের সাথে হওয়ায় ইঁদুরে খুব বেশি নষ্ট করে। তবে তেঁতুল গাছটাতে অনেক তেঁতুল ধরে প্রতি বছর। সিজন ছাড়া অন্যান্য সময়ে তেঁতুল পাওয়া যায় আমাদের গাছে।


Video device: Huawei P30 Pro-40mp
location



এত পূর্বের কোন পোস্টে আমি আপনাদের বলেছি,আমি গাছে ওঠা আর দৌড়াতে পারদর্শী ছিলাম। তবে সময় সাপেক্ষে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এবং নিজে থেকে পারদর্শিতা হারিয়ে ফেলার পথে। তবে এখনো মাঝেমধ্যে গাছে ওঠা হয়। বিশেষ বিশেষ প্রয়োজনে ঠিক এভাবেই গাছে উঠি। হয়তো আপনারা এটা মনে করতে পারেন আপনাদের ভিডিও দেখানোর জন্য গাছে মোবাইল নিয়ে উঠেছি এখানে আমার একটা এক্সিডেন্ট হতে পারতো। শুধু আজকেই নয় এর আগে অনেকবার গাছে উঠেছি মোবাইল সাথেই থাকে। তাই মনে আসলো ভিডিও ধারণ করে আপনাদের দেখাবো সেই থেকে ভিডিওটা ধারণ করা। গাছের উপর থেকে ভিডিও ধারণ করতে বেশ ভালো লাগছিল। গাছের চারিপাশে শুধু তেতুল আর তেতুল। আর এ মুহূর্তে তেঁতুল গাছের পাতা ঝরার কারণে একটু ফাঁকা লাগছিল বলে ভিডিওটা মোটামুটি হয়েছে। যে সময় সারা গাছের পাতা থাকবে তখন কিন্তু সুন্দর ভাবে তেতুলগুলো দেখা যাবে না।

IMG_20240210_135008.jpg

IMG_20240210_134956.jpg
Photography device: Huawei P30 Pro-40mp
location



তেতুল গাছটা অনেক বড় ও উঁচা। এজন্য পাড়ার ছেলেরা উঠতে চায় না গাছে। তাই বিশেষ প্রয়োজনে নিজেকেই উঠতে হয়। বাড়িতে আব্বা আম্মা উভয়ে প্রেসারে রোগী। আর ডাক্তারের সবসময় বলে থাকে প্রেসারের রোগীরা মাঝেমধ্যে তেঁতুল খাবেন। এজন্যই নিজে বেশি গুরুত্ব করে তেঁতুল পারতে হয় রেখে দেওয়ার জন্য। এর আগে তেঁতুল কেনার মানুষ আসত, এখন আর তেমন আসে না। যার জন্য তেঁতুলগুলো নষ্ট হয় বেশি। তবে যাই হোক সবার জন্য আমার পক্ষ থেকে একটি পরামর্শ থাকবে আপনারা এই ফলটা মাঝেমধ্যে খাওয়ার চেষ্টা করবেন এটা শরীরের খুব উপকারে আসে বিশেষ করে গরমের দিন শরবত বানিয়ে খেলে শরীর ভালো থাকে। আর এখন তো রোজার সময়, এই মুহূর্তে ইফতারিতে তেতুলের শরবত খেলে বেশি ভালো হয়। আর আমি মনে করি বছরের যে কোন ফল কিছুটা হলে খাওয়া উচিত।

IMG_20240210_134202.jpg
Photography device: Huawei P30 Pro-40mp
location


গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appinshot & picsart
YouTube channelসোর্স
বিষয়তেতুলের ভিডিও


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনাদের বাড়িতে তেতুল গাছ আছে জেনে সত্যি অনেক ভালো লাগলো। আসলে তেতুল আমাদের সবারই ঘরে থাকা উচিত। প্রেসারের জন্য তেতুল অনেক উপকারী। আপনাদের ওদিকে তেতুল কেনার লোক নেই তাহলে আমাদের জন্য পাঠিয়ে দিন।আপনার ভিডিওগ্রাফি সত্যি অনেক ভালো লেগেছে।

 last year 

আপনি এসব কিছু পেড়ে দিয়ে যান আর কিছু নিয়ে যান আপু

 last year 

গাছে তো অনেক বেশী তেঁতুল ধরেছে। তেঁতুল দেখলে জিভে এমনিতেই জল এসে জমা হয়। শীতকালের জন্য গাছের পাতা ঝরে গিয়েছে, আর তেঁতুলের সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। আপনার সাহসের প্রশংসা করতে হয় ভাইয়া, তেঁতুল গাছে উঠে আপনি এত সুন্দর একটি ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন জন্য।

 last year 

সাহসের তেমন কিছু নয় আপু, গাছে ওঠার অভ্যাস ছোটবেলা থেকে। এখন দিন দিন অভ্যাস হারিয়ে যাচ্ছে।

 last year 

রমজান মাসে আপনি এ কেমন ভিডিও শেয়ার করলেন ভাই। আপনার ভিডিও বেশি ক্ষন দেখতে পারি নাই ভাই। কারন তেতুলের ভিডিও দেখা জিভে পানি চলে আসলো।🤤 তেতুলের ভিডিও দেখা বেশ ভালো লাগলো ভাই। অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।

Posted using SteemPro Mobile

 last year 

তেতুল নামটা মনে আসলে জীবিত জল চলে আসে

 last year 

জি ভাই।

 last year 

ছোট সময় গাছে উঠে অনেক তেঁতুল খেয়েছি। কিন্তু এখন বড় হওয়ার কারণে গাছে উঠতে অনেক সমস্যা হয়ে থাকে। এই সময়ে কাছে কাছে তেতুল পেকে থাকে যা দেখতে অনেক সুন্দর লাগে। আপনি খুবই সুন্দর করে পাকা তেঁতুলের ফটোগ্রাফি করেছেন। ভিডিওটি অসম্ভব সুন্দর ছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ছোটবেলায় তো ভাই আমরা ঠিক এভাবেই গাছে ঝুলাছুলি করতাম।

 last year 

এরকম তেতুল গাছ সামনাসামনি কখনো দেখা হয়নি আমার। খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনি গাছে উঠে ভিডিওগ্রাফিটি করেছেন জেনে ভালো লাগলো। তেতুল গুলো বেশ লোভনীয় লাগছে দেখতে। ভালোই তেঁতুল ধরেছে আপনার গাছগুলোতে।

 last year 

হ্যাঁ আপু আমাদের গাছে অনেক ধরে

 last year 

ওমাগো!! এতগুলো তেতুল। গাছ ভরা তেঁতুল দেখে লোভ সামলানো দায়-?
তেঁতুল গাছের ভিডিও আর ছবিগুলো দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। জিভে জল চলে এসেছে।

 last year 

হ্যাঁ আপু, আমাদের এই গাছটাই বেশ অনেক ধরে। কিন্তু বেশিরভাগ নষ্ট হয়, পাড়ার মত লোক নেই বলে