||অন্যরকম এক অভিজ্ঞতা-by @raihanul2512|| [10% @shy-fox and 5% abb-school]

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

৪ঠা আষাঢ়,১৪২৯

18 June,2022


ফল উৎসব-২০২২

আমি মো: রায়হানুল ইসলাম @raihanul2512।আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সাথে অন্য রকম এক অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG-20220617-WA0019.jpg

আমি পড়াশোনা করি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এটি ময়মনসিংহে অবস্থিত। আমাদের বিশ্ববিদ্যালয়ে "হাসিমুখ" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। আমি সেই স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সদস্য। আশা করি সবাই জানি যে স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ আসলে কি। মূলত বিনা অর্থে নিজের ইচ্ছায় মানুষের সেবা করাই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ।
আমরা প্রায়ই প্রোগ্রাম আয়োজন করে থাকি, যা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তারই ধারাবাহিকতায় এবার আমরা একটি প্রোগ্রাম করি যার নাম "ফল উৎসব- ২০২২"। এই অনুষ্ঠানটি কেন করা হয় এবং কি উদ্দেশ্যে করা হয় সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব।

IMG-20220617-WA0018.jpg
স্টলে আমি..

প্রথমেই বলে নেই যে, আমাদের সকল সদস্য এবং উপদেষ্টাদের মাসিক চাঁদার মাধ্যমেই সংগঠনটি পরিচালিত হয়। ঠিক একইভাবে ফল উৎসব অনুষ্ঠানটিরও আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে আমরা বিভিন্ন ধরনের মৌসুমী ফল নিয়ে তা শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বিক্রি করে অর্জিত লভ্যাংশ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য ব্যয় করবো। এরই ধারাবাহিকতায় আমরা অনুষ্ঠানের প্রায় সাত দিন আগে থেকেই সব কিছু শুরু করে দেই। বিভিন্ন স্থান থেকে বিখ্যাত সব ফল সংগ্রহ শুরু করি। রাজশাহী হতে আম, দিনাজপুর হতে লিচু সংগ্রহ করি। এভাবে প্রায় ২০ ধরনের ফল সংগ্রহ করি।

20220616_164827.jpg

তারপর আমরা সবাইকে সাথে নিয়ে এক ছুটির দিনে অনুষ্ঠানটির দিন ধার্য করি। সেই অনুযায়ী গতকাল শুক্রবার আমরা "ফল উৎসব-২০২২" অনুষ্ঠানটির আয়োজন করি।

GridArt_20220618_185714815.jpg
মেনুকার্ড..

আমাদের এই অনুষ্ঠানে মোট দুইটি ফলের দোকান ছিল। যেখানে একটিতে বিভিন্ন ফলের জুস এবং ফলের ভর্তা ছিল যা আমরা সদস্যরা নিজেরাই তৈরি করি। সেখানে ছিল আম, আনারস, লেবু ইত্যাদি ফলের জুস। সেই সাথে কাঁচা আম, জাম, ডেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের ফলের ভর্তাও ছিল। অন্য একটি দোকানে আমরা বিভিন্ন ফল কেটে একত্রে কম্বো প্যাক এ বিক্রি করি। এগুলো ছিল অন্যরকম এক অভিজ্ঞতা।

GridArt_20220618_185827258.jpg

অনুষ্ঠানের দিন বৃষ্টি হলেও ক্রেতার অনেক ভিড় ছিল। কারণ, সবাই জানতো যে এখানে অর্জিত লভ্যাংশ সুবিধাবঞ্চিত, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ব্যয় করা হবে। সেইসাথে প্রতিটি ফলই ছিল অত্যন্ত সুস্বাদু। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ সেখানে এসেছিলেন এবং প্রশংসা করেছেন।
আমরা বিকাল ৩:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত এই অনুষ্ঠান পরিচালনা করি। আমরা আমাদের আশানুরূপ লভ্যাংশ অর্জন করি। সে অর্থ আমরা সুবিধাবঞ্চিত, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ব্যয় করবো। আমার কাছে অন্যরকম এক অভিজ্ঞতার নাম ছিল এই "ফল উৎসব-২০২২"।

20220617_172537.jpg

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এভাবে সবসময় মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া উচিত। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন এভাবেই মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য কাজ করতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি।

💚ধন্যবাদ সবাইকে💚

Sort:  
 3 years ago 

সত্যি আজ অন্যরকম একটি অভিজ্ঞতা ধারণ করলাম ভাইয়া। ফলের উৎসবের এত সুন্দর মুহূর্ত দেখতে পেরে অনেক ভালো লাগলো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ফল সংগ্রহ করেছেন প্রতিটি ফল অনেক লোভনীয় লাগছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার এই এত সুন্দর অন্যরকম অভিজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে। আপনি আপনার এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের মাঝে ইনজয় মুহূর্তটা তুলে ধরেছেন। সব মিলিয়ে বলবো দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।

 3 years ago 

ভাই প্রথমে বলবো আপনি খুবই ভাগ্যবান একজন লোক এই কারণেই যে আপনি সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য খুবই চমৎকার একটি কাজ করছেন। আসলে এরকম সুযোগ সবাই পায় না। চমৎকারভাবে ফল উৎসবের আয়োজন এর মাধ্যমে সুবিধাবঞ্চিত এর জন্য যেই সুযোগ-সুবিধা তৈরি করলেন আসলে খুবই গর্বের বিষয়। আপনাকে নিয়ে আমরা গর্বিত। আশা করছি এভাবে সারা জীবন সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে থেকে তাদেরকে নিয়ে এগিয়ে যাবেন।

 3 years ago 

মানবকল্যাণে কিছু করতে পারলে আসলে ভালই লাগে। আপনার এই সংগঠনটি নামটিও আমার কাছে খুব ভালো লেগেছে হাসিমুখ। আর আপনারা মানুষের হাসি ফোটানোর জন্য কাজ করে থাকেন অনেক ভালো লাগলো আপনার এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এসব সংগঠনের কাজ আমার ভীষণ ভালো লাগে। কারণ নিজের স্বার্থ না বুঝে তারা অন্যের স্বার্থ বোঝে। খুব সুন্দর একটি সংগঠনে কাজ করেন আপনি। জেনে অনেক ভালো লাগলো। এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকেন। এগিয়ে যান ভাই সামনের দিকে দোয়া রইল আপনার জন্য।