আমরা সবাই জানি ভারত আমাদের প্রতিবেশী বন্ধু দেশ। আমাদের যখন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন একমাত্র ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং আমাদের লাখ লাখ শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতিটা মোটেও কাম্য নয়। একটি দেশের পতাকা সেই দেশের গর্ব, অহংকার।একটি পতাকায় সেই দেশের সব কিছু বলে দেয়। সেই পতাকাকে অসম্মান করা মানে সেই দেশ কেউ অসম্মান করা। তাই আমাদের সবার উচিত নিজেদের দেশকে যেমন ভালোবাসা তেমনি অন্য দেশকেও ভালোবাসা, অন্য দেশের পতাকা কেউ সম্মান করা ।আজকে আমি ভারত-বাংলাদেশ ভাতৃত্ব স্বরূপ এমন একটা চিত্রাঙ্কন করব।আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি চিত্রাংকনটি সম্পন্ন করেছি।

১. এ ফোর সাইজের কাগজ ।
২. পেন্সিল।
৩. তুলি ।
৪. জলরং ।

প্রথমে কাগজের মধ্যে পেন্সিল দিয়ে আমি যে চিত্রটি আঁকবো সেটা আঁকলাম।

এখন বাংলাদেশের পতাকাটা রং করে নিলাম লাল, সবুজ দিয়ে। পিছনে যে বিল্ডিং গুলো আছে সেগুলো কালো দিয়ে বর্ডার দিয়ে নিলাম।

এখন বিল্ডিং এবং আকাশটা রং করে নিব।

এবার ভারতের পতাকা এবং সামনে পিছনে সব মানুষগুলো রং করে নিব। মানুষগুলো যে ব্যানার নিয়ে হাঁটছে সেটা রং করে নিব।পায়ের নিচের মাটি রঙ করে নিব।

এখন সবকিছু বর্ডার দিয়ে নেব কালো রং দিয়ে। মানুষগুলোর চুল রং করে দিব।

এখন প্রতিটা মানুষের চোখ, মুখ এঁকে নিব এবং সবকিছু ভালোভাবে বর্ডার দিয়ে নিব কালো রং দিয়ে। এভাবে আমি আমার চিত্রটি সম্পন্ন করলাম। পরিশেষে একটা কথাই বলতে চাই আমরা সবাই এক দেশ অন্য দেশের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখবো এতেই আমাদের মঙ্গল। পতাকা নিয়ে যারা অবমাননা করেছে সত্যি এটা খুবই নিন্দনীয়।পতাকা একটি দেশের সম্মান বয়ে আনে। তাই আমরা প্রতিটা দেশের পতাকাকে সম্মান করবো। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, তাদের সাথে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
বাহ আপু আপনি আজকে আমাদের চমৎকার একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। যেহেতু বাংলাদেশ ভারত পাশাপাশি দুই দেশ তাই আমিও মনে করি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই সব থেকে বেশি ভালো। আমিও আশা করি বাংলাদেশ ভারতের মধ্যে সব সময় বন্ধুত্বপূর্ণ ভাবমূর্তি বজায় থাকবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জি আমাদের সবার উচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা দুই দেশের সাথে। গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
https://x.com/JannatulF57996/status/1864004554821623939?t=5GcrZB4vv0iJTdIr_yj5qw&s=19
পতাকা একটি দেশের গৌরব এবং সম্মান। তাই কখনো পতাকার অবমাননা করা উচিত নয়।
আপনি চমৎকার লিখনীর সাথে সাথে দূর্দান্ত অংকন উপহার দিয়েছেন। এগিয়ে যান দোয়া রইল।
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।
আমাদের দুই দেশের জনগণের উচিত পারস্পরিক সম্পর্ক সুন্দর রাখা। আজকে আপনি আর্ট করেছেন দেখতে চমৎকার লাগছে। আমি চাই বাংলাদেশ ভারত বন্ধুত্ব আজীবন অটুট থাকুক। প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু।আমাদের সবার উচিত সম্প্রতি বজার রাখা।
ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে থাকুক যুগ যুগ ধরে এই দোয়া করি। আপনি খুবই সুন্দর একটি পোস্ট করেছেন। বিশেষ করে দুই দেশের ভালোবাসার বন্ধন নিয়ে এই চিত্রটি দেখতে পেয়ে ভালো লাগলো।
আপনার ভালো লাগায় আমার সার্থকতা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পতাকা শুধু কাপড়ের টুকরো নয় এটা প্রতিটা দেশের জন্য জাতীয় প্রতীক। আমাদের উচিত একে সম্মান করা। এভাবে অবমাননা করা নয়। যারা এই কাজগুলো করেছেন তাদের ধিক্কার জানাই। আপনি দু'দেশের বন্ধুত্বের মধ্যে যে দৃঢ় সংকল্প রয়েছে তা খুব সুন্দর ভাবে আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।
আপনি সব সময় খুব সুন্দর আর্ট করেন। আপনার আজকের এই আর্ট টাও খুব সুন্দর হয়েছে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুব চমৎকার একটা ড্রইং করেছেন আপনি। ভিন্ন ধরনের এই আর্ট টা দেখে ভালো লাগলো। কালার কম্বিনেশনটাও ভালো লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
পোস্টের টাইটেলে বানান ভুল আছে ঠিক করে নিবেন। আপনার আর্ট করা চিত্রটি অসাধারণ হয়েছে। আপনি চমৎকার একটি আর্ট করেছেন। বাংলাদেশের সাথে ভারতের ভাতৃত্বমূলক সম্পর্ক যেন অটুট থাকে আমরা সবাই সেটাই চাই।
ঠিক আছে আপু ধন্যবাদ।