ফ্রেন্ডদের সাথে কফিশপে একদিন

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

৮ই সেপ্টেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



373469789_835959601250697_3083867761425484872_n.jpg

কাল রাতে পোস্ট করতে লিখবো আর শরীরটা বেশ খারাপ লাগছিলো, আমি বসে থাকতে পারছিলাম না ল্যাপটপের সামনে তাই আর লিখাটা কন্টিনিউ করতে পারি নি তাই প্রতিদিনের মত রাতে পোস্ট করতে পারিনি।আবার আজ ছুটির দিন ছিলো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে হালকা পাতলা কাজ করে এখন লিখতে বসে গিয়েছি।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমি আপনাদের সাথে ফ্রেন্ডের সাথে কফি খাওয়ার মুহূর্ত শেয়ার করবো।আমাদের স্কুল ফ্রেন্ডের একটা গ্রুপ আছে যেখানে আমরা সবাই যোগাযোগ করি।আমরা প্রায় সময় বেশ কয়েকজন মিলে দেখা করার চেষ্টা করি।বেশ কিছুদিন ধরে আমরা ঠিক করছিলাম আমরা সবাই দেখা করবো আর কফি খাব।আমি অসুস্থ থাকার কারনে রাজি হচ্ছিলাম না কিন্তু তারা আমাকে ছাড়া যাবে না, প্রয়োজন হলে বাসার কাছে দেখা করবো আমি দূরে কোথাও যেতে পারবো না বিদায়। কি আর করার করার তাদেরকে অনেকদিন ঘুরিয়ে রাজি হলাম দেখা করার জন্য।আসলে আমরা সেই কেজি স্কুল থেকে ফ্রেন্ড।মোটামুটি সবাই কাছাকাছি থাকি বিদায় তাদের সাথে মাঝে মধ্যে দেখা করতে পারি।

373462010_262092946744625_405156071244944400_n.jpg

তারপর আমরা বসেছিলাম ছোটখাট একটা কফিশপে।বেশ সুন্দর ডেকোরেশন। নতুন হয়েছে। ওরা সবাই ছবি তুলাতে ব্যস্ত। আমি তেমন একটা ছবি তুলিনি।আমরা বেশ কয়েকটা কোল্ড কফি অর্ডার করলাম।আমরা গল্প করতে করতে কফি চলে আসলো।আসলে একে তো অনেক দিন পর দেখা তার উপর ছোটবেলার ফ্রেন্ড মনে হচ্ছিলো সময় বেশ তাড়াতাড়ি চলে যাচ্ছে।তার উপর কিছু ফ্রেন্ড আছে ছবি তোলতে পাগল।

373466477_368272825528047_5564089043148510105_n.jpg

তারপর একটা সময় কফিতে চুমুক দিতেই একটা প্রশান্তি ফিল হলো,কিন্তু কিছুক্ষন পরে দেখি মুখে কেমন জানি প্লাস্টিকের মত লাগছে সবার দেখি একই অবস্থা। তারপর যখন আমরা যখন দোকানদারকে বললাম ওরা বিশ্বাস করতে চাচ্ছিলো না আমরা যখন গ্লাস থেকে একে একে সবটা দেখাচ্ছিলাম পরে চুপ হয়ে গিয়েছে বললো হয়তো যে লিকুইড দুধ দিয়ে বানিয়েছে সেটাই থাকতে পারে।আমাদের এক ফ্রেন্ড তো অনেক ক্ষেপে গিয়েছিলো পরে ওরা বলেছিলো চেঞ্জ করে আনবে কিন্তু আমাদের রুচিতে দিচ্ছিলো না।
373482930_612861007689963_1348310573740319183_n.jpg

পরে আরকি আমরা ওই ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম নিলাম পরে ওরা সবার জন্য আরেকবার বানিয়ে এনেছিলো কিন্তু আমরা খাইনি।আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

device Galaxy A13
Locationdhaka
source

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

শরীর ভালো না থাকলে কোন কাজই করতে ইচ্ছা করে না। তাছাড়া ছুটির দিনে এমনিতে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আপনারা সেই ছোটবেলার ফ্রেন্ডরা সব একসাথে থাকেন দেখে ভালো লাগলো। এ জন্য সবার মধ্যে এখনো বেশ ভালো যোগাযোগ রয়েছে। আমাদের ফ্রেন্ডরা তো একেক জন একেক জায়গায় থাকে খুব একটা দেখা সাক্ষাতই হয় না। কফি শপে আড্ডা বেশ ভালোই জমেছিলো মনে হচ্ছে। দেখে ভালো লাগলো আপু।

 2 years ago 

আসলেই আপু শরীর ভালো না থাকলে কোন কিছুই ভালো লাগে না।ছুটির দিন বলে কথা তাই আরকি আলসমি লাগে।যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আসলে আপু শরীর ভালো না থাকলে আর কিছুই ভালো লাগে না ।আপু সত্যি সেই ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হলে কি যে আনন্দ লাগে বলার মতো নয়।তবে আপনারা সবাই পাশাপাশি থাকেন বলে হয়তো এভাবে দেখা করা সম্ভব হয়েছে। আর সবাই মিলে কফি খাওয়ার মজাই আলাদা। তবে কফিটা ভালো না হওয়ায় একটু খারাপ লাগল।আসলে আপু একবার একটা জিনিস ভালো না লাগলে পরে যতই ভালো হোক আর খেতে ইচ্ছে করে না।ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে স্কুল জীবনের ফ্রেন্ডের সাথে তুলনা হয় না।ওদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে।আসলেই কফিটা ভালো পরেনি।ধন্যবাদ

 2 years ago 

আসলে শরীর যদি অসুস্থ থাকে তাহলে কোথাও যেতে ইচ্ছে করে না তেমন। কিন্তু ফ্রেন্ডদেরকে তো আর সারাক্ষণ মানা করা যায় না। আপনার ছোটবেলার ফ্রেন্ড দের সাথে আপনার এখনো পর্যন্ত সম্পর্ক রয়েছে এটা জেনে ভালো লাগলো। যদিও কফির কথা শুনে অনেক খারাপ লেগেছে। তবে যাই হোক বন্ধুদের সাথে কিন্তু কফি সাথে আড্ডা দেওয়ার মজাটা আলাদা।

 2 years ago 

হুম ছোটবেলার ফ্রেন্ড এর সাথে আমার এখনও ভালো সম্পক রয়েছে। আসলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা।

 2 years ago 

ছোটবেলার বন্ধুদের সঙ্গে ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে কারণ তাদের সঙ্গে ছোটবেলায় কাটানো অনেক সুন্দর কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো ঘুরাঘুরির মুহূর্তে মনে পড়ে যায়। অনেকদিন পরে ফ্রেন্ডের সঙ্গে খুব সুন্দর একটি অতিবাহিত করেছেন দেখি ভালো লাগে তবে বর্তমান সময়ে এমন অনেক নামিদামি রেস্টুরেন্ট আছে যেখানকার খাবার গুলো তেমন একটা ভালো না ডেকোরেশন সুন্দর কিন্তু খাবারের মান অনেকটাই খারাপ। যাইহোক আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে রেস্টুরেন্ট এর ডেকোরেশন যত বেশি সুন্দর খাবারের মান ঠিক ততই বেশি বাজে।যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

ফ্রেন্ড দের সাথে কফি সাথে বেশ ভালোই আড্ডা জমিয়েছিলেন বুঝতে পারছি। আসলে এখন খুবই কম দেখা যায় পুরাতন বন্ধু গুলোর সাথে সম্পর্ক। তবে আপনাদের সবার সম্পর্কটা এরকম ভালো রয়েছে এটা জেনে সত্যি খুব ভালো লেগেছে। দোয়া করি যেন আপনাদের ফ্রেন্ডশিপ সারা জীবন এরকম থাকে।

 2 years ago 

আসলেই ইদানিং সম্পর্ক গুলো টিকিয়ে রাখা বেশ কষ্টকর।কাছাকাছি বাসা না থাকলে দেখা করা বেশ কষ্টকর।

 2 years ago 

আপু অনেকদিন পরে বান্ধবীদেরকে নিয়ে কফি হাউজে গিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। কেজি স্কুলের বান্ধবী মানে সব থেকে ছোট কালের বান্ধবী। কফিতে তো এ ধরনের প্লাস্টিক থাকার কথা নয়! তবে এদের কফিতে কিছু একটা ঝামেলা অবশ্যই আছে। যাইহোক অনেকদিন পরে বান্ধবীদের সাথে দেখা করে সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

সেটাই কথা কফিতে যে কেমন করে প্লাস্টিক চলে এসেছে আমরা কেউই জানি না সবগুলো কাপেই ছিলো এমন প্লাস্টিক।