মেসির আর্জেন্টিনা এবার স্বপ্নের ফাইনালে || ফিফা ওয়াল্ড কাপ ২০২২
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। অঘটন এর এই বিশ্বকাপে কত কিছুই না হলো। দেখতে দেখতে সেমিফাইনাল চলে আসলো। প্রথম ফাইনাল ছিলো আমার পছন্দের আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া। আপনারা ইতিমধ্যে এ ম্যাচ এর ফল জানেন। যেহেতু রাতেই সব হয়ে গেছে। তবুও আমি আমার আবেগ প্রকাশ করতে এসে গেলাম এই পোস্ট নিয়ে। আমাকে হয়তো আপনাদের পাগল মনে হবে। যে আর্জেন্টিনার প্রতি ম্যাচ জয়ের পর পোস্ট করি। ধরে নেন আমি পাগলই। হেহেহে।
ইতিমধ্যে সবাই জানেন আমি আর্জেন্টিনা আর মেসির কত বড় ভক্ত। সেই ২য় রাউন্ড এর খেলার পর পোস্ট দিয়ে শুরু। এর পর কোয়ার্টার ফাইনাল জয়ের পর পোস্ট করি। এবার সেমি ফাইনাল হয়ে গেলো। আবার আর্জেন্টিনা সে ম্যাচ জিতে ফাইনালেও চলে গেলো । আর এ নিয়ে যদি পোস্ট না করি তাহলে মেসি রাগ করবে। 😂😂😂। ভেবেছিলাম ব্রাজিল ও পর্তুগাল বাদ পরে যাওয়াতে বিশ্বকাপের আমেজ শেষ। কিন্তু মেসির আর্জেন্টিনা সে আমেজ পুরোপুরি ধরে রেখেছে। আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয়েছিলো সৌদি আরব এর কাছে হেরে। তবে সেটা ছিলো একটা দুর্ঘটনা। যা পুরো বিশ্বকাপ জুড়েই আমরা দেখেছি। বড় বড় দল গুলো এক দুই ম্যাচ ছোট দল গুলোর কাছে হেরেছে। স্বাভাবিক ভাবেই নেওয়া উচিৎ। সেটা বাদ দিলে আর্জেন্টিনা দুর্দান্ত ফর্ম এ আছে বলাই যায়। বিশেষ করে মেসির কথা না বললে কেমন কম কম হয়ে যায়। এই বয়সে মেসি যা স্পিড ধরে রেখেছে তা আর বলতে। ৫ টা গোল ৪ টা এসিস্ট। আর কি লাগে বলুন। সর্বকালের সেরা প্লেয়ার তো এভাবেই চেনা যায়। জাদুকর মেসি। ভিন গ্রহের প্লেয়ার।
গতকালের ম্যাচ ছিলো প্রথম সেমিফাইনা। আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়ার খেলা। আমার অবশ্য কাল প্র্যাক্টিকাল ফাইনাল পরীক্ষা ছিলো। ৬০ মার্ক এর পরীক্ষায় ৬০ মার্কই পাবো। স্যার ৩ টা প্রোগ্রাম করতে দিয়েছিলো । আমি ৩ টাই সুন্দর ভাবে করে রান করতে পেরেছিলাম। তাই আমার ফুল মার্ক। রীতিমত ফুর ফুরে মেজাজ এ ছিলাম। রাত তখন ১০ টা বেজে গেছে। বাস পাচ্ছিলাম না। তাই বন্ধু রা মিলে একটি মালবাহী গাড়িতে উঠি। ওনাকে বলে। মজায় মজায় বাসায় চলে আসি। খেয়ে দেয়ে তারপর দোকানে যাই খেলা দেখতে। যদিও দোকানের ভিতরে বসার যায়গা হয়না। ভিতরে আমার ছোট ভাই থাকে। আমি বাইড়ে দাড়িয়ে সবার সাথে খেলা দেখি। ব্রাজিল কে হারিয়ে ক্রোয়েশিয়া সেমিফাইনাল এ এসেছে। ভেবেছি অনেক হার্ড দল। শুরুতে হয়েছেও তাই। আক্রমন আর আক্রমন ক্রোয়েশিয়ার পক্ষ হতে। কিন্তু যখন ডি বক্স এ ফাউল এর কারণে আর্জেন্টিনা পেনাল্টি পেলো। তখনই খেলার মোর ঘুরে গেলো। মেসি পেনাল্টিতে গোল দেওয়ার পর ম্যাচ ছিলো পুরো আর্জেন্টিনা ময়। আলভারেজ এর মাঝ মাঠ থেকে বল টান দিয়ে নিয়ে গোল দেওয়া টা ছিলো অসাধারন।
ওভাবে ২-০ তে প্রথম হাফ শেষ করার পর ২য় হাফে দেখা গেলো ম্যাজিকাল মেসি কে। কিভাবে এই বিশ্বকাপের সেরা ডিফেন্ডার একটাকে কাঁটিয়ে আলভারেজ কে দিয়ে গোল দেওয়ালো সেটি সত্যি সবার মন কেরে নিবে। বা কেরে নিতে বাধ্য। ৩৫ বছর বয়সে মেসির এই স্পিড সত্যি অসাধারন। ক্রোয়েশিয়া অনেক চেস্টা করেছিলো গোল দেওয়ার। কিন্তু আমাদের বাজ পাখি এমি মার্টিনেজ এর সাথে পেরে উঠেনি। ৩ গোল এর পর আমরা বিজয় নিশ্চিত ছিলাম। তারপর দিবালাকে মাঠে দেখে অনেক ভালো লাগলো। এরপর তো অপেক্ষা খেলা শেষ হওয়ার। সেই জয়ে আমরা এখন ফাইনালে। আশা করি এবার কাপ নিবে আর্জেন্টিনাই। আবারো ফুটবল পোস্ট নিয়ে ফিরবো ফাইনাল এর পর। মনে প্রাণে চাই মেসির হাতে বিশ্বকাপ টা উঠুক।
তো এই ছিলো আজকে। আশা করি ভালো লেগেছে আপনাদের। কেমন হলো জানাবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

VOTE @bangla.witness as witness

OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিশ্বকাপ খেলা নিয়ে আমাদের মাঝে উন্মাদনা শেষ নাই। গতরাতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার দুর্দান্ত ভাবে জয়লাভ করেছে। আসলে বর্তমান সময়ে জীবন্ত কিংবদন্তি ফুটবলার হচ্ছে মেসি। তার ফুটবল জীবন সফলতার ভরপুর শুধুমাত্র বিশ্বকাপ ছাড়া এইবারে বিশ্বকাপ অর্জন করতে পারলে তার সকল পূর্ণতা অর্জন হবে। ফাইনালে বিশ্বকাপ তার হাতে উঠবে। ফুটবল খেলা নিয়ে আপনার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
একদম ভাই। আর্জেন্টিনার সব খেলাই অসাধারন হয়েছে। আমার কাছে সব খেলাই অনেক উপভোগ করার মতন মনে হয়েছে।
আসলে মেসি বিশ্বকাপের এমনই একটা প্লেয়ার যে বিশ্বকাপের আমেজটা একাই ধরে রাখতে সক্ষম হয়েছে। সৌদি আরবের পক্ষে হারটা যেন মেসির জন্য সবথেকে বড় আশীর্বাদ হয়ে গিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আশা করি মেসি এবার তার স্বপ্নের বিশ্বকাপ টি হাতে পাবে।
জ্বি ভাই। একদম সত্যি একটি কথা বলেছেন।
ভাই যে খেলতেছে আর্জেন্টিনা তাতে আসলে এবারে চাম্পায়িন হবেই ৷ আর দোকানে সবাই মিলে খেলা দেখা মজাই আলাদা ৷ যদিও আমি ব্রাজিল সার্পোটার ছিলাম ৷
যা হোক সেটা কোনো বিষয় না ৷ খেলা দেখি ভালো লাগে ৷ তবে এবার বিজয়ী হবে আর্জেন্টিনা তাতে আসলে কোনো সন্ধেহ নেই ৷
একদম। সবাই মিলে দেখলে সেই মজা পাওয়া যায়।
বিশ্বকাপ নিয়ে সবাই খুব মজা করতেছে। যার যার প্রিয় দলকে সাপোর্ট করতেছে। আর্জেন্টিনা ফাইনালে গেলো এটাই আমার কাছে অনেক ভালো লাগলো। আর্জেন্টিনা যখন সৌদি আরবের সাথে প্রথম ম্যাচ হেরে গেলো অনেক খারাপ লাগলো। আমি ছোট কাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে আসতেছি। যেভাবে ক্রোয়েশিয়া সাথে ম্যাচ জিতল সেমিফাইনালে ইনশাআল্লাহ ফাইনাল জিতবে। আপনি দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর করে খেলাটি উপভোগ করলেন। ধন্যবাদ আমাদের মাঝে অনুভূতি শেয়ার করার জন্য।
জ্বি আপু। ফাইনালে গেছে এটাই অনেক কিছু আমাদের কাছে।