ডিম দিয়ে লাউ রান্নার রেসিপি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি।প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের রেসিপি রান্না করতে ও আমার অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। রেসিপি ডিম দিয়ে লাউ রান্নার রেসিপি । বেশ কয়েকদিন আগে ডিম দিয়ে লাউ রান্না করেছিলাম। তাই ভাবলামএই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি।এভাবে ডিম দিয়ে লাউ রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে।
🥣রেসিপি তৈরির প্রয়োজনীয় উপকরণ🥣
কলাম১ | কলাম২ |
---|---|
লাউ | ডিম |
পেঁয়াজ কুঁচি | রসুন বাটা |
জিরা | কাঁচা মরিচ |
আদা বাটা | লবণ |
হলুদের গুঁড়া | জিরা গুঁড়া |
মরিচের গুঁড়া | ধনিয়া গুঁড়া |
🫕 প্রস্তুত প্রণালী 🫕
প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল এবং গোটা জিরা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি।
![]() | ![]() |
---|
এবার পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া,পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি।
![]() | ![]() |
---|
এবার বেশ কিছু সময় নিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটি ডিম এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
![]() | ![]() |
---|
এবার আগের থেকে কেটে রাখা লাউ গুলো দিয়ে দিয়েছি। এবং মসলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
এবার পরিমাণ মত পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি।
ব্যাস এভাবে খুব সহজেই হয়ে যাবে ডিম দিয়ে লাউ রান্না।এভাবে রান্না করে খেলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | samsang note 10 lite |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
খুবই চমৎকার একটি রেসিপি তুলে ধরেছেন আপু। আপনার তৈরি করা রেসিপিটি দেখে ভীষণ লোভ লেগে গেল। এভাবে লাউ দিয়ে ডিম খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজাদার হয়েছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।
চমৎকার ডিম লাউ রান্নার রেসিপি শেয়ার করেছেন আপু। এভাবে ডিম ফুলকপি রান্না করে খাওয়া হয়েছে তবে ডিম লাউ রান্না করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। গরমের সময় লাউ খেতে এমনিতেই অনেক ভালো লাগে। চমৎকার একটি রেসিপি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।
লাউ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি ডিম দিয়ে মজার লাউ রেসিপি করেছেন। তবে লাউ যে কোন কিছুর সাথে খেতে বেশ মজা লাগে। আর লাউ এমন একটি সবজি যে কোন কিছুর সাথে রান্না করলে খেতে মজা হয়। আর আপনার মজার লাউ এর রেসিপি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
জেনে ভালো লাগলো না ও খেতে আপনার ভালো লাগে। এভাবে একদিন তৈরি করে খাবেন নিশ্চয়ই অনেক ভালো লাগবে।
লাউ আমার খুব পছন্দের একটা সবজি। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। তবে এভাবে ডিম দিয়ে কখনো লাউ রান্না করে খাওয়া হয়নি। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপিটা দেখে। ভিন্নভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। ডিম দিয়ে একদিন লাউ রান্না করে খেয়ে দেখবে নিশ্চয়ই অনেক ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য ।
আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। বোঝা যাচ্ছে খুব মজা করে খেয়েছেন।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ডিম দিয়ে লাউ কখনো খাওয়া হয়নি। মাছ দিয়ে লাউ খাওয়া হয়। মজার একটি রেসিপি শেয়ার করেছেন। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। চমৎকার হয়েছে এই রেসিপি।
আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো। ডিম দিয়ে লাউ রান্না করে একদিন খাবেন নিশ্চয়ই অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।