চিপায় পড়লে সবই কাজে আসে
আজকের দিনটা আমার কাছে স্মরণ করে রাখার মতো একটি দিন।চিপায় পড়লে যে মানুষের কি অবস্থা হয় তা আজ বুঝেছি।
গতকাল দুপুর থেকে পুরো বাসায় কেউ নাই।একাই আছি।যাওয়ার আগে আম্মু খাবার রান্না করে রেখে গিয়েছিল।তবে তা আমি সকালেই খেয়ে শেষ করে ফেলেছিলাম।ভেবেছিলাম,দুপুরে হোটেলে খাবো।কিন্তু মানি ব্যাগে থাকা টাকা দিয়ে যে গতকাল ম্যাগনিফায়িং গ্লাস কিনেছিলাম সেটা একেবারে ভুলে গেছিলাম।
কাজবাজ সেরে গোসল করে এসে রেডি হয়েছি হোটেলে যাবো জন্য।তখনই মানি ব্যাগে হাত দিয়ে দেখি ব্যাগ ফাকা।
সকাল বা রাত হইলে ক্ষুধা আটকিয়ে রাখা যেতো কিন্তু দুপুরে? বাপরে বাপ অসম্ভব ব্যাপার।অসহায়ের মতো কিছুক্ষন ফোন টিপলাম।সময় যাচ্ছে,ক্ষুধাও বাড়তেছে।পুরো বাসা কয়েকবার চক্কর দিলাম,তখনই মনে হলো যে কিছুদিন আগে তো বাসায় টিনের কাজ হলো।উপায় না পেয়ে সেই টিনগুলোই বিক্রি করে এসেছি।
আলহামদুলিল্লাহ,বেশ ভালোই টাকা পাইছিলাম।ভালোভাবে খাওয়াও হইছে আর কিছু পকেটেও ঢুকাইছি।
বাবা বাসায় আসার পর যে কি বলে,আল্লাহ পাক জানে।
Author. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 18/08/21
একদিন মা-বাবা বাড়িতে নেই বলে এতকিছু করে খাবার জোগাড় করতে হল।এটি ভারী মজার ব্যাপার।ধন্যবাদ আপনাকে।
আর বলিয়েন না,আসলে যে আমার কি করবে উপর ওয়ালা জানেন🥺
ভাই আপনার বাবা আপনাকে পরে কি রকম ভাবে কেলিয়েছে সেটা আমার জানতে খুবই মন চাচ্ছে,, উপস্থাপনা খুবই সুন্দর ছিলো ভাই
এখনো অবধি তারা বাসায় আসে নাই🤗পরবর্তী ঘটনা অবশ্যই আপনাকে জানাবো😐ধন্যবাদ🥰
ওকে ভাই অপেক্ষায় থাকলাম