স্টার মলের ফুড কোর্টে

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

আজ আমাদের এইখানে বৃষ্টি হয়েছে। পরিবেশটা ঠান্ডা থাকায় বেশ ভালো লাগছে। বিগত কিছুদিন ধরে যা গরম পড়েছিল তাতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল কয়েকটা দিন। গতকাল থেকেই মূলত গরমটা কম পড়ছে। গতকালকে তুলনামূলক কম গরম থাকার কারণে বাড়ি থেকে একটু বের হই।

20230423_195536.jpg

20230423_200201.jpg

আমার এক বান্ধবী বিকালের দিকে আমাকে ফোন করে বের হওয়ার জন্য বলে। সে আমাকে জানায় তার ঘরে বসে থাকতে ভালো লাগছে না। তাই কোথাও গিয়ে সে একটু ঘুরে আসবে। সেই জন্য আমাকে বাড়ি থেকে বের হওয়ার জন্য রিকোয়েস্ট করে। সে এত করে রিকোয়েস্ট করার জন্য আমি তাকে আর না করতে পারিনি । পরে তার সাথে বের হই কিছুটা সন্ধ্যার দিকে । দুইজনে মিলে সিদ্ধান্ত নিই আশেপাশে ঘোরার মত জায়গা স্টার মল রয়েছে , সেখানে গিয়ে একটু ঘোরা যেতে পারে। যেমন কথা তেমন কাজ দুজনের পৌঁছে যায় স্টার মলের সামনে। স্টার মলের বাইরে বসে কিছু সময় কাটায় আমরা। বাইরে বসে সময় কাটানোর সময় হঠাৎ করে আমার বান্ধবী আমাকে বলে তার খিদে পেয়ে গেছে ।

20230423_200938.jpg

20230423_195600.jpg

তারপর আমরা চলে যাই স্টার মলের ফুড কোর্ট এর মধ্যে । সেইখানে গিয়ে তো মাথায় হাত! এত পরিমাণে ভিড় ছিল বসার জায়গা পর্যন্ত ছিল না। প্রথমে আমাদের কিছু সময় দাঁড়িয়ে থাকতে হয় বসার জন্য। প্রায় দশ মিনিট পরে আমরা ফাঁকা একটি টেবিল পাই। যদিও টেবিলের অন্য সাইডে অন্য দুই জন বসা ছিল। সবাইকে এরকমটা শেয়ার করে বসতে হচ্ছিল কারণ গতকালকে লোক অনেক বেশিই ছিল এই ফুড কোর্টে। যাইহোক কোনরকম বসার পর কি খাবার খাওয়া হবে তাই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আমার কালকে পেটটা একটু খারাপ ছিল তাই জন্য আমি তেলের কোন খাবার খেতে রাজি হয়নি কিন্তু আমার বান্ধবী কেএফসির ফ্রাইড চিকেন খেতে চেয়েছিল। তাই আমি তার জন্য কেএফসির স্টলে চলে যাই অর্ডার করতে।

20230423_195553.jpg

20230423_195548.jpg

সেখানে গিয়ে দেখি আরো সমস্যা একমাত্র কেএফসিতেই সবথেকে বড় লম্বা লাইন। প্রায় দশজনের পিছনে গিয়ে দাঁড়াতে হয়। সেখানে লাইন দিয়ে খাবারের অর্ডার করে আমি আমার নিজের জন্য অন্য আরেকটি স্টলে গিয়ে জুস অর্ডার করে আসি। অর্ডার করার প্রায় ১৫ মিনিট পর গিয়ে আমি খাবারগুলো নিয়ে আসি । খাবার নিয়ে আসার পরে আমার বান্ধবী কেএফসির ফ্রাইড চিকেন পেয়ে খুব খুশি হয় কারণ তার নাকি অনেকদিন ধরে এই খাবার খেতে ইচ্ছা করছিল কিন্তু সুযোগ হচ্ছিল না। ফ্রাইড চিকেন পেয়ে সে তার মত করে ইনজয় করতে থাকে আর আমি তার সাথে গল্প করতে করতে জুস খেতে থাকি। এভাবে গত কালকের সন্ধ্যা কাটে আমাদের।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল পোস্ট
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনস্টার মল, মধ্যমগ্রাম ।

আজকের ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বান্ধবীকে নিয়ে বেশ ভালই ঘোরাঘুরি হলো, সে সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হল। আমারও বাসায় খুব একটা ভালো লাগছে না কিন্তু সব বন্ধু-বান্ধব গ্রামে চলে গেছে তাই একা আর কোথাও বের হচ্ছি না।

 2 years ago 

হ্যাঁ ভাই মোটামুটি ভালই ঘোরাঘুরি করলাম আর কি। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ওদিকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই পরিবেশটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, কিন্তু আমাদের এদিকে তো বৃষ্টি হওয়ার নাম নেই। আপনি তো দেখছি বান্ধবীকে নিয়ে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন। স্টার মলের ফুড কোর্টে আপনারা গিয়েছিলেন। ওখানে তো দেখছি অনেক ভিড়। খাবার অর্ডার করতে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছিল আপনার এবং কি খাবার অর্ডার করার ১৫ মিনিট পরে আপনি খাবার নিয়ে এসেছিলেন। আপনার বান্ধবী যেহেতু অনেকদিন ধরে কেএফসির ফ্রাইড চিকেন খেতে চেয়েছিল তাই এখানে খেতে পেরে অনেক ভালোই লেগেছিল তার কাছে। যাইহোক আপনাদের মুহুর্তটা খুবই ভালো কেটেছে এটা জেনে খুশি হলাম

 2 years ago 

আপনাদের ওইখানেও কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে আপু । স্বস্তির আশ্বাস খুব শীঘ্রই পেয়ে যাবেন। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো দেখছি আপনার বান্ধবীকে নিয়ে সন্ধ্যার দিকে স্টার মলের ফ্রুট কোর্টে গিয়ে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন। এই জায়গাটিতে তো দেখছি অনেক ভিড় ছিল। আপনি এবং আপনার বান্ধবী বেশ ভালোই খাওয়া দাওয়া করেছিলেন আপনার বান্ধবী ফ্রাইড চিকেন খেয়েছিল এবং আপনি আপনার জন্য জুস অর্ডার করে জুস খেয়েছিলেন। ভালো লাগলো দেখে।

 2 years ago 

হ্যাঁ ভাই প্রচন্ড ভিড় ছিল স্টার মলের ফুড কোর্টের সেকশনে। স্টার মলের ফুড কোর্টে এর আগেও অনেকবার গেছি কিন্তু এত ভিড় পাইনি।