আবহাওয়া পরিবর্তনের সময়টা রোগ ব্যাধি ডেকে আনে
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
শীতকাল চলে এলো অবশেষে।তবে এই শীতকালের সময়টা আমার জন্য অশুভ বলতে পারেন।দুই মাসের মধ্যে চার পাঁচ বার ঠান্ডা জ্বর হয়ে গেল।এই কদিন আগে জ্বর,ঠান্ডা সেরে গেল।আবার গতকাল থেকে শুরু হয়ে গেল।এমনিতে এত চাপের মধ্যে যেতে হচ্ছে ।তারপরেও সুস্থ থাকতে পারছিনা।অবশ্য সারাদিন আরামে থাকা মানুষের একটু কষ্ট হয়ে গেলেই এরকম হয়।আমার আগে দেখা যেত বছরে একবারও জ্বর হতো না।আর এজন্য নিজের কাছেই বেশ ভালো লাগতো।কিন্তু এবার অসুস্থতা এমনভাবে ছেয়ে গেছে দৈনন্দিন রুটিন টা নষ্ট হয়ে গেছে।শারীরিক অসুস্থতা আসলেই বাজে একটা জিনিস।
আপনার শরীর ভালো থাকলে যেকোনো কিছুই ভালো লাগবে।এই শরীর খারাপ থাকলে সবকিছুই অসহ্য লাগবে।এজন্যই বলা হয় সুস্থতা অনেক বড় একটি নিয়ামত।যদিও দিনে কয়েকবার করে আদা চা,গরম পানি ,ওষুধ খাচ্ছি আশা করছি কমে যাবে ঠান্ডা।প্রথমে এলার্জি শুরু হয়।এরপর হাঁচি কাশি,ঠান্ডা,তারপর জ্বর ।
একটু আগে ঘুম থেকে উঠলাম ।আর ভাবলাম পোস্ট করাটা বাকি রয়ে গিয়েছে।তাই পোস্ট লিখতে এলাম।যদিও এখন একটু ভালো লাগছে এজন্য পোস্ট লিখতে পারছি।সারাদিন শুয়ে,ঘুমিয়ে থাকলে আবার সমস্যা হয়ে যায়।তাছাড়া সুস্থ থাকলে এত শুয়ে থাকতে পরিনা আমি।প্রতিদিনের কাজ যেভাবে করা হয় করতে পারছিনা এজন্য ভালো ও লাগছেনা।রুটিন মাফিক চলাটা প্রতিবার এই অসুস্থতা এসে নষ্ট করে দেয়।তবে রুটিন যেহেতু সাপ্তাহিক আমার এজন্য ম্যানেজ করা যাবে।তাই অসুস্থতা নিয়ে আর কাজ গুলো করতে যাচ্ছিনা।কারণ না কাজ ঠিক মত হবে না মনোযোগ বসবে।মনোযোগ বাদে যেকোনো কাজ করাটা একদম ছাই এ পানি ঢালার মতো।
গতকাল টিভি তে একটি নিউজ দেখাচ্ছে বার বার করে।ভার্সিটির শিক্ষার্থীরা ট্যুরে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে তিনজন।আর বেশ কয়েকজন আহত। আমাদের বাংলাদেশের বিদ্যুতের লাইন গুলো খুবই এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে।যেটা আসলেই কাম্য নয়।কতৃপক্ষের অবশ্যই বিষয়টি গভীরভাবে দেখা উচিত।প্রতি বছর রাস্তায় বিচ্ছিন্ন তার গুলোর জন্য মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।যেই শিক্ষার্থীরা ট্যুরে গিয়েছিল তারা দোতলা বাস নিয়ে গিয়েছিল।আর আপনারা জানেন ওই বাস গুলো অনেকটা উচুঁ হয়।গ্রামের রাস্তা গুলোতে বাস গুলো চলা রিস্কি।কারণ বিদ্যুতের তার অনেকটাই ছুয়ে যায় বাস গুলো।সবগুলো বাস কোনো ক্ষয়ক্ষতি হয়নি।কিন্তু লাস্টের বাসেই আগুন লেগে যায় আর মারা যায় শিক্ষাথীরা।আনন্দ ভ্রমণ নিমিষেই শোকের ছায়া তে পরিণত হলো।কয়েকটি জীবন নিমিষেই ঝরে গেল।
মানুষের মৃত্যু আসলেই আনপ্রেডিক্টেবল।কখন কোথায় গিয়ে কার মৃত্যু হবে সেটা আমরা কেউ জানিনা।অনেকটাই মর্মান্তিক একটি ঘটনা ছিল।এই শীতের সময় স্টাডি ট্যুরের বাস গুলো প্রতিবার কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়।আজ এখানেই শেষ করছি সবাই নিজের খেয়াল রাখবেন,সুস্থ থাকবেন।কারণ আবহাওয়া পরিবর্তনের সময়টা অসুস্থ হওয়ার জন্য একমাত্র সময় বলে ধরা হয়।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date -24th November,2024
VOTE @bangla.witness as witness

OR
VOTE @bangla.witness as witness

আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ে।আমি ও বেশ কিছু দিন আগে অসুস্থ হয়েছিলাম, এখন কিছুটা সুস্থ। শীতকালে আপনি সাবধানতা অবলম্বন করে চলবেন, তাহলে আশা করছি কোন ধরনের অসুস্থতা আপনাকে আক্রমন করতে পারবে না। শীতকালে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়।
জি ভাইয়া।
X-Promotion
আবহাওয়া পরিবর্তনের মাধ্যমে ঠান্ডা কাশি জ্বর এগুলো সবচেয়ে বেশি হয়। এ বছর ঠান্ডা কাশি সবচেয়ে বেশি হচ্ছে মানুষের। আমিও গত কয়েকদিন যাবত একই সমস্যায় ভুগছি। আপনার সুস্থতা কামনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এর প্রধান কারণ হলো আবহাওয়ার বিরূপ প্রভাব।
ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ এই নিউজটা দেখার পরেই মন খারাপ হয়ে গিয়েছিল। তারা সবাই আমাদের কুষ্টিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট।
হ্যা ইবি তে এইটা,ধন্যবাদ।
আপু আপনার সুস্থতা কামনা করছি।আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ঘরে ঘরে সকলের মধ্যে অসুস্থতা দেখে দেয়।এই সময়ে সবার সাবধানতা অবলম্বন করতে হয়। আমাদের দেশের বিদ্যুতের এমন বেহাল অবস্থা আমরা সব সময়ই দেখে আসছি।এই বিষয়ে কতৃপক্ষের সজাগ দৃষ্টি দেয়া জরুরী।
ধন্যবাদ আপু।
শীতকালে সাবধানে থাকুন আপু। এই সময়টা আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে বিভিন্ন ধরনের রোগ অসুখ বাসা বাঁধতে শুরু করে। বিশেষ করে জ্বর সর্দি কাশি খুব কমন এই সময়ে। তাই সব দিক থেকে সাবধানে থাকুন। আর বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর বিষয়টি বড় দুঃখজনক। এমন ঘটনা ঘটলে কিছু পরিবার একেবারে ভেসে যায়। সব সময় সাবধানে থাকুন এই শীতের দিনগুলায়।
জি ভাইয়া শীতকালে সাবধানতা জরুরি,ধন্যবাদ।
ঋতু পরিবর্তন হলেই নানান রকমের অসুখ হয়।আমারও বেশ কিছুদিন ধরে জ্বর ঠান্ডা।ওষুধ খাওয়াচ্ছে কিন্তু কোন কাজে আসছে না।যাইহোক আপনার সুস্থতা কামনা করছি। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য।
জি একদম,ধন্যবাদ ভাই।
জি একদম,ধন্যবাদ ভাই।
ঠিক শরীর খারাপ হলে শরীর সুস্থ্য না থাকলে কোন কিছুই যেন ভালো লাগে না। আর বছরের এইরকম সময় টা বেশ চ্যালেঞ্জের শরীরের জন্য। অধিকাংশ মানুষ এই আবওহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা জ্বরে ভোগে।
ভাইয়া ঠিক বলেছেন একদম,ধন্যবাদ।