ফুলের ফটোগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগ20 days ago (edited)

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমার গাছের ফুলের ফটোগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

PhotoCollage_1745212554439.jpg

প্রথম ধাপ ফটোগ্রাফি জবা

জবা ফুল চমৎকার সুন্দর একটি ফুল।জবা ফুলের অনেক প্রজাতির আছে। অনেক কালারও হয়ে থাকে জবার।আমার বাড়িতে লাল জবা তিন প্রকারের, ঘিয়া জবা এক প্রজাতির ও মেজেন্টা দু প্রজাতির এ হলুদ জবা এক প্রজাতির আছে।আজ আমি আপনার সাথে এক প্রজাতির জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি।এই যে প্রজাতির জবা ফুল শেয়ার করছি তা মেজেন্টা কালারের একটি বড়ো প্রজাতির জবা।এই জবা ফুলটি আমার ভীষণ পছন্দের। কালারটি অসাধারণ সুন্দর। গাছে ফুটে থাকলে গাছের সুন্দর্যের সাথে বাড়ির সুন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়।

IMG_20250421_104605.jpg

IMG_20250421_104621.jpg

দ্বিতীয় ধাপ কামিনী ফুলের ফটোগ্রাফি

কামিনী ফুল সুমিষ্ট ঘ্রাণের একটি ফুল।কয়েক বছর আগে লাগিয়েছি আমার রুমের জানালার ধারে উদেশ্য ঘরে শুয়ে বসে কামিনী ফুলের ঘ্রাণে মহিত হবো।সত্যি হয়েছেও তাই মাঝে মাঝেই থোকা থোকা কামিনী ফুলে ছেয়ে যায় আমার ছোট কামিনী ফুলের গাছটি আর গন্ধ ছরায়।কামিনী ফুলের গাছটি পাঁচ বছর বয়সের হলেও এখনো অনেক ছোট। সকালে উঠে জানান খুলে যখন শুভ্র সুন্দর ফুল গুলো চোখের সামনে দেখতে পাই মনটা আনন্দে নেচে এঠে।রাতের আধারে যখন কামিনী ফুল সুমিষ্ট ঘ্রাণ ছড়ায় চুপিচুপি তখন মনে হয় স্বর্গিয় সুখ পাচ্ছি। কামিনী গাছে অনেক কলি এসেছে এবং ফুল ফুটেছে।

IMG20250421190403_01.jpg

IMG20250420172514.jpg

IMG20250420172444.jpg

তৃতীয় ধাপ কড়ি ফুলের ফটোগ্রাফি

গ্রামের আনাচে কানাচে ঝোপঝাড়ের আনাচে-কানাচে আনাদরে অবহেলায় বেড়ে ওঠা শুভ্র সুন্দর ফুলটির নাম কড়ি।কড়ি ফুল গ্রামের মানুষেরা পুজায় বেশি ব্যাবহার করে থাকে।কড়ি ফুল আমার খুবই পছন্দের একটি ফুল।ছোট বেলায় কড়ি ফুলের গহনা বানিয়ে পড়তাম। এখনো রাস্তা হাটতে কড়ি ফুল দেখলে একটি ছিরে কারনে পিঠে লাগিয়ে দেই হাহা পুরানো অভ্যাস বলে কথা।আজকে বিকেলে হাটার সময় বাড়ির সামনে পুকুর পাড়ে এই কড়ি ফুল গুলো দেখে ফটোগ্রাফি করে নিয়েছি। অনেক গুলো ফুল ফুটে ছিলো গাছে। সবুজ গাছের মাঝে ছোট ছোট কড়ি ফুল গুলো সত্যি দেখতে অসাধারণ সুন্দর লাগছিলো।সাদা কড়ি ফুলের মাঝে হলুদ কালারটি ফুলের সুন্দর্য ফুটিয়ে তুলেছেন দ্বিগুণ।

IMG20250420173040.jpg

IMG20250420172956_01.jpg

চতুর্থ ধাপ মাধবী লতা ফুলের ফটোগ্রাফি

মাধবীলতা ফুলও গ্রাম অঞ্চলের আনাচে কানাচে ঝোপঝা রে ও কোন কোন বাড়ির গেইটে বিশেষভাবে লক্ষ্য করা যায়। সারা বছরে ফুলটি তেমন না ফুটলেও বর্ষাকালে ফুলে ফুলে ছেয়ে যায় গাছ। দেখতে ভীষণ চমৎকার সুন্দর এই ফুল। এক গাছে কয়েক প্রকারের ফুল ফোটে।মাধবীলতা এক ফুলের এক পাপড়ি লাল তো আর এক পাপড়ি সাদা,গোলাপি বা ঘিয়া কালারের হয়ে থাকে এবং ফুলের বোটা সবুজ কালারের ও লম্বা আকৃতির হয় বলর ফুল গুলো নিচের দিকে হেলে থাকে এবং দেখতে দারুণ লাগে।ছোট বেলায় দেখতাম আমাদের বাড়ির আনাচে কানাচে এই মাধুবীলতা ফুল গাছ ছেয়ে থাকতো।আমরা ফোকা থোকা মাধবীলতা ফুল ছিরে এনে খেলা করতাম গহনা বানিয়ে পরতাম।

IMG_20250421_111334.jpg

IMG_20250421_111323.jpg

IMG_20250421_111305.jpg
এই ছিল আমার আজকের চমৎকার সুন্দর আমার নিজ হাতে লাগানো গাছের ফুলের ফটোগ্রাফি। নাস্তা করছি আপনাদের ভালো লাগবে সুন্দর ফুলগুলো। এর মত এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো গোষ্ঠীর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250418_200933.png

IMG_20250416_210039.png

Sort:  
 20 days ago 

এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য। আশা করি এরকম সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।

 20 days ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 20 days ago 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 20 days ago 

ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জন্য।

 20 days ago 

Screenshot_2025-04-21-19-27-32-67_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 20 days ago 

বাহ আপু আপনি তো খুব চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো এক একটা অসাধারণ হয়েছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি দেখেআমি মুগ্ধ হয়ে গেলাম। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো চমৎকারভাবে করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায় মন চাই।

 20 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।