নার্সারিতে একদিন
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- নার্সারিতে
- ৩০,জুলাই ,২০২৫
- বুধবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। ফুল আমার বরাবরই খুব পছন্দের। বিশেষ করে তাদের রঙ সৌন্দর্য আর মন ছুঁয়ে যাওয়া ঘ্রাণ আমাকে সবসময়ই মুগ্ধ করে। মন খারাপ থাকলে কিংবা চিন্তায় ভরে গেলে আমি চেষ্টা করি ফুলের মাঝে হারিয়ে যেতে। ফুলের দিকে তাকালেই যেন মনটা হালকা হয়ে যায়।
Device : pixel 7
What's 3 Word Location :
আমি থাকি ঢাকার উত্তরা এলাকায়। সৌভাগ্যবশত, এখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর নার্সারি আছে। মাঝেমধ্যে সময় পেলে সেসব নার্সারিতে গিয়ে ঘুরে বেড়াই। সেদিনও দুপুরের পর হঠাৎ করেই ইচ্ছে হলো একটু ঘুরে আসি। অনেকদিন ধরে মন চাইছিলো একটা জুঁই ফুলের গাছ কিনবো। কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিলো না। ভাবলাম আজই না হয় ইচ্ছেটা পূরণ করি।
Device : pixel 7
What's 3 Word Location :
তাই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। একে একে ঘুরলাম কয়েকটি নার্সারি। প্রতিটি নার্সারিতেই রকমারি ফুলের গাছ গোলাপ বেলী রঙ্গন আরও কত কী দেখতে দেখতে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। তবে প্রচণ্ড রোদ আর গরম কিছুটা কষ্ট দিচ্ছিলো। তবুও ফুলের টানে এগিয়ে যাচ্ছিলাম।
Device : pixel 7
What's 3 Word Location :
অবশেষে একটি নার্সারিতে পছন্দমতো একটি জুঁই ফুলের গাছ পেয়ে গেলাম। ছোট্ট গাছটি সাদা সাদা কুঁড়িতে ভরা। হাতে নিয়ে মনে হলো এ যেন আমার মনের এক টুকরো শান্তি। গাছটি কিনে ঘরে ফিরলাম অনেক আনন্দ নিয়ে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
Link:
https://x.com/mrahul40/status/1950884043525898281?t=ylrbqxQejdsqbJLLw3LpqA&s=19