আবার কি ফেনীতে বন্যার আশঙ্কা?
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
আবার কি ফেনীতে বন্যার আশঙ্কা? |
---|
২০২৪ সালে ফেনী জেলায় যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, তা এখনও অনেকের মনে আছে। মানুষের ঘরবাড়ি, ফসল, গবাদি পশু সব কিছু ভেসে গিয়েছিল পানির স্রোতে। অনেকেই সব হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটিয়েছেন। সেই বন্যার ক্ষত এখনো মানুষের মম থকে এখনো শুকায়নি, তার মধ্যেই আবারও ২০২৫ সালে ফেনীকে ঘিরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ফেনীর বিভিন্ন এলাকায় কোমর সমান পানি জমে গেছে।অনেক নিচু এলাকাতে পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে গেছে। মানুষের যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। ছোট ছোট শিশুরা ঘর থেকে বের হতে পারছে না, স্কুল-কলেজে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। কৃষকেরা দুশ্চিন্তায় আছে কারণ তাদের ক্ষেতের ধান ও সবজি পানিতে ডুবে যাচ্ছে।
যেভাবে লাগাতার বৃষ্টি চলছে, তাতে সবার মনে একটাই আশঙ্কা দেখা দিয়েছে যে, গত বছরের মতো এবারও বন্যা হতে পারে। জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও নদী ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি সহজে বের হতে পারছে না।এইদিকে আবার গতবার বন্যায় মুসাপুর এর ক্লোজার ভেঙে ফেলেছে সে কারণে ওই মুসাপুর এলাকায় অবস্থা একদম খারাপ। মুসাপুর দিয়ে পানির যে শ্রোত এলাকায় ঢুকে সেটাও এখন বন্যার কারণ হয়ে দাঁড়ায়।
আবার শহরের সড়কে পানি জমে গেছে। দোকান পাটে ব্যবসা বন্ধ, বাজারে মানুষের উপস্থিতি কমে গেছে।স্থানীয় প্রশাসন কিছু প্রস্তুতি নিচ্ছে, তবে সাধারণ মানুষের চোখে এই প্রস্তুতি এখনো খুবই সীমিত মনে হচ্ছে।কিছুদিন যাবত খালের ময়লা গুলো পরিষ্কার করা হয়েছিল, তবে এত ময়লা তো আর অল্প কয়দিনে শেষ করা সম্ভব নয়।এত বড় এরিয়া এর মাঝে কিছু কিছু অংশে খাল থেকে কিছু ময়লা পরিষ্কার করে কিছুটা ফ্রি করেছিল, আবার ময়লা এসে ভরপুর হয়ে গেছে।
আসলে এটা মূলত অনবরত পরিষ্কার করতেই থাকতে হবে না হলে এভাবে ময়লা আবার সে জমে যাবে যেটা আমি মনে করি। অনেকে বলছেন, আগে থেকে ব্যবস্থা না নিলে এবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আশ্রয়কেন্দ্র, খাবার, ওষুধ এবং সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এমন অবস্থায় ফেনীর মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। কেউ কেউ আগেভাগেই নিরাপদ জায়গায় চলে গছে।বিশেষ করে ফেনী পশুরাম ছাগলনাইয়া ফুলগাজি এই এলাকাগুলোতে অনেক পানি সেখানে মানুষের ঘরের মধ্যেও পানি ঢুকে গিয়েছে।গত বছর সেখানে মানুষের ঘরের চাল সমপরিমাণ পানি হয়েছিল।
যাই হোক আমাদের এরিয়াতে এখনো তেমন কোন আশঙ্কা নেই, তবে কথায় আছে না সাবধানের মাইর নেই।তাই আমি মনে করি সবারই উচিত এখনই সচেতন হওয়া, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা, এবং নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু আমরা সচেতন থাকলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু,যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
বন্যা পরিস্থিতির কথা শুনে খুবই খারাপ লাগছে ভাই। গত বছর তো ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল। আর বন্যা হয়েছিল। দোয়া করি সবকিছুই যেন ঠিক হয়ে যায়।
ফেনী অঞ্চলে বন্যা পরিস্থিতির কথা খবরে দেখেছি। বিষয়টি সত্যি অনেক দুঃখজনক। কি যে হচ্ছে সেটা বলা মুশকিল। সবকিছু মোকাবেলা করতে হবে এবং ভালো থাকার চেষ্টা করতে হবে।
@nevlu123, আপনার ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে লেখা পোস্টটি খুবই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ! 🌊 আপনার এলাকার মানুষের উদ্বেগের কথা জেনে খারাপ লাগলো, কিন্তু আপনার সচেতনতামূলক প্রচেষ্টা প্রশংসার যোগ্য। ছবিগুলো পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দিচ্ছে।
এটা জেনে ভালো লাগলো যে আপনি সম্ভাব্য বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করছেন এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখতে বলছেন। আপনার এলাকার মানুষজনের জন্য আপনার এই চিন্তা সত্যিই প্রশংসার যোগ্য।
আসুন, সবাই মিলে এই পোস্টটি শেয়ার করি এবং ফেনীর মানুষের পাশে দাঁড়াই। আপনার লেখাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। দুর্যোগ মোকাবিলায় আপনার পরামর্শগুলো খুবই মূল্যবান। ধন্যবাদ আপনাকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য। 👍