Dji. Death Fails|| অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ|| 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ সোমবার , জানুয়ারী ১৭/ ২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ করবো। আমার রিভিউ করা অ্যানিমেটেড শর্ট ফিল্ম নাম হলো "Dji. Death Fails"।


🎥"Dji. Death Fails "🎥


Screenshot_20220117-115752.png

স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ


ফিল্ম নামDji. Death Fails।
পরিচালকДмитрий Волошин।
দৈর্ঘ্য৪ মিনিট।
মুক্তির তারিখ১৮ জানুয়ারী, ২০১৩ইং।

অ্যানিমেটেড শর্ট ফিল্ম সারসংক্ষেপঃ


Screenshot_20220117-115703.pngScreenshot_20220117-115647.png

ফিল্মের শুরুতে দেখা যায় যে একজন ট্রাক ডাইভার ঘুমন্ত অবস্থায় একবার চোখ বুজে আর একবার খুলে ট্রাক চালাচ্ছে। ঠিক সেইসময় dji নামক একজন প্রেতাত্মা চলে আসে, তার আত্মার নেয়ার জন্য।

Screenshot_20220117-120155.pngScreenshot_20220117-115730.png

এবার আমরা দেখতে পারি সেই ট্রাকটি একসিডেন্ট করেছে এবং সেটা ড্রাইভারকে একটা বেডে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Screenshot_20220117-115752.pngScreenshot_20220117-120236.png

এবার আমরা দেখতে পারি যে সেই dji নামের সেই পেতআত্নাটি হাসপাতালে চলে আসে। তাঁর মৃত্যুর পরে আত্মা নেওয়ার জন্য।
এবং সে তখন একটা লাইফ লাইন এর জিনিস বের করে দেখে যে ডাইভারটি আর কতক্ষণ জীবিত থাকবে।

Screenshot_20220117-120248.pngScreenshot_20220117-120318.png

এবার আমরা দেখতে পারি সেই পেতাত্মাটি ট্রাক ড্রাইভারের যে লাইফ লাইন মেশিন গুলো চলছে সেটার দিকে চোখ পরে এবং সেটি ওঠানামা করছে সেই বিষয় লক্ষ্য করে। এবং সেটিকে নিয়ে সে খেলা করতে থাকে এবং খেলার ছলে সেই লাইভ লাইনের তার ছিড়ে যায়। ঠিক তখনই সেখানে ডাক্তার চলে আসে এবং সে রুগীকে বাঁচানোর জন্য জোরে জোরে ইলেকটিক শখ দিতে থাকে।

Screenshot_20220117-120337.pngScreenshot_20220117-120346.png

শক দেয়ার পরও ডাক্তার যখন তাকে বাচাতে না পারে তখন ডাক্তার নিরাশ হয় সেখান থেকে চলে যায়। এবং তারপরে দেখিয়ে পেতআত্নাটি আবার আসে এবং এসে আত্মাটি কে ডাকে আত্ম তখন সাড়া দেয় এবং তাকে নিয়ে তখন সে সেখান থেকে চলে যেতে যায়।

Screenshot_20220117-120402.pngScreenshot_20220117-120500.png

এবার আমরা দেখি যে পেতাত্মাটি যখন আত্নাটি নিয়ে চলে যাচ্ছিলো ঠিক সেই সময় প্রেতাত্মাটির পায়ে বেঁধে তখন কিছু ঔষধ ইলেকট্রিক শক দেয়া মেশিনের উপর পড়ে এবং এই মেশিনটি অত্যাধিক ভল্টে সৃষ্টি হয়।

Screenshot_20220117-120505.pngScreenshot_20220117-120515.png

এবার আমরা অপর প্রান্তে দেখি যে প্রেতাত্মা টি ডাইভারের আত্মাটা নিয়ে বাইরে চলে এসেছে। এবার কিছুদূর যাওয়ার পর প্রেতাত্মাদের কাছ থেকে ড্রাইভারের আত্নাটি চলে যেতে থাকে।

Screenshot_20220117-120547.pngScreenshot_20220117-120530.png

তখন আমরা বুঝতে পারি যে ইলেকট্রনিক মেশিনে অত্যাধিক ভোল্ট হওয়ার পর সেটি ড্রাইভার এর বডি তে গিয়ে ঠেকেছে এবং সে সাথে সাথে জীবিত হয়ে গেছে। আর এর জন্য তার আত্নাটি তখন তাড়াতাড়ি করে তার ভিতরে ঢুকে যায়। এবং সে জীবিত হয়ে সেখান থেকে চলে যায়।

Screenshot_20220117-120612.pngScreenshot_20220117-120626.png

এবার দেখা যায় যে পেতআত্নাটি ও সেই আত্নাটি নিয়ে যাওয়ার জন্য তার সাথে সেখানে দৌড়ে চলে আসে। তবে সে এসে সেখানে তাকে পায় না। এবং সে রেগে গিয়ে ইলেকট্রনিক ভোল্টের উপর দাথি মারে এবং সে ও প্রচন্ড আকারে সখ খেয়ে সেখানে মারা যায় । আর এখানে ফিল্মটি শেষ হয়।

ব্যক্তিগত মতামতঃ


আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ফিল্মটি অসাধারণ সুন্দর হয়েছে। এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এখানে বোঝাতে চেয়েছে মানুষের যদি বেঁচে থাকার হায়াত থাকে তাহলে সেই মৃত্যুকে জয় করতে পারে। যেটি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।

ব্যক্তিগত রেটিংঃ


আমি অ্যানিমেটেড শর্ট ফিল্মকে ১০/১০ দিতে চাই।

অ্যানিমেটেড শর্ট ফিল্ম লিংকঃ



এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 3 years ago 

অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ টি অসাধারণ হয়েছে। এই শর্ট ফিল্ম এর মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করা রয়েছে গল্পের কাহিনী এটি খুবই চমৎকার ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

অনেক সুন্দর একটি শর্টফিল্ম রিভিউ করেছেন ভাইয়া। খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। নামিয়ে দেখতে হবে একবার। আমার কাছে এনিমেটেড মুভি অনেক ভালো লাগে। আপনি চাইলে কো কো মুভিটা দেখতে পারেন। অনেক ভালো লাগবে। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ভাই আপনি কো কো মুভির নাম বলেছেন এটার ইংলিশ নামিকি কো কো

 3 years ago 

এনিমেটেড শর্টফিল্মটির খুবই সুন্দরভাবে রিভিউটি তুলে ধরেছেন । দেখে খুবই ভাল লেগেছে ।তবে এই মুভি দেখা হয় না তেমন ।দেখে মনে হচ্ছে ভালোই লাগবে।দেখে নিবো লিংক দিয়ে ।ধন্যবাদ ভাই

 3 years ago 

জি ভাই এগুলো বেশ ভাল হয়। আপনি দেখতে পারেন অল্প সময়ের মধ্যে বেশ হাস্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দেয়া থাকে এসব শর্ট ফিল্ম এর মধ্যে।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই আপনার রিভিউ করা শর্টফিল্মটি আমার দেখা হইছে। সত্যি ভাই অসাধারণ একটি শর্টফিল্ম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি শর্টফিল্মের রিভিউ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আশা করি এরকম আরো সুন্দর মুভি রিভিউ আমাদের সামনে নিয়ে আসবেন।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ