Steemit Challenge s26wk2- Mysterious Roommate

রনিকে ওই অবস্থায় দেখে কিছু হয়নি এমন ভাব নিয়ে তিমোথি টিপ্পনি কেটে বলে, "ব্যবসায়ী দেখি একজন গোয়েন্দা! তা, আপনি কি এসবের আমদানি-রপ্তানির ব্যবসা করেন নাকি?"
রনি মৃদু হাসলো। বলল, "বিষয়টা এমন নয়। এগুলো আত্মরক্ষার জন্য। আমরা পারিবারিক ভাবে ব্যবসায়ী। এসব আমাদের সাথে রাখা লাগে। এজন্যই রাখা।"

তিমোথি বলল, "সবই বুঝলাম। কিন্তু এতগুলো চাবির কাজ কি?"
রনি বললো, "এগুলো আসলে স্টোরের চাবি। আমার যে ব্যবসা, তাতে অনেক তালার দরকার হয়। এগুলো ওই তালারই চাবি।"

তিমোথি কথা বাড়ালোনা। রনিও নিজের মত সবকিছু গুছিয়ে রাখলো। এরমধ্যে রনি একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছে। শহরটি ছিল দেশের সবচেয়ে বড় বন্দর শহর। তিমোথি এখানকার রাজস্ব বোর্ডে কাজ করে।


entrepreneur-593371_1280.jpg

Photo Source

রনি তার ব্যবসার বাণিজ্যিক লাইসেন্স পেতে তিমোথির সাহায্য চায়। কিন্তু তিমোথির সন্দেহ থাকায় সে রনিকে সরাসরি সাহায্য করতে চায়নি। কিন্তু উপায় বলে দিল যাতে রনি সহজে তার কাজটি করতে পারে এবং বুঝতে না পারে যে সে তাকে সন্দেহ করছে।

তিমোথির দেখানো পথে রনি খুব সহজেই বাণিজ্যিক লাইসেন্স করে ফেলল। সে জানে তিমোথি তাকে সন্দেহ করে। সেদিনের পর থেকে তিমোথির আচরণ বদলে গেছে। কিন্তু তাতে সে কিছু মনে করল না। সে যে উদ্দেশ্যে এখানে এসেছে, সে উদ্দেশ্য সফল করতে হলে তিমোথিকে নিয়ে তার ভাবা চলবে না। সে তার ব্যবসায় মনোযোগ দিল।

এভাবে তিন মাস কেটে গেল। তিমোথি রনির আচরণে সন্দেহজনক কিছু পেলনা। কিন্তু এরপরই ঘটনা প্রবাহ কিছুটা বদলাতে শুরু করেছে। রনি এখন প্রায় বেশি রাত করে বাড়ি ফেরে। বিষয়টা তিমোথির নজরে এসেছে। এক ছুটির দিনে এ বিষয়ে সে রনিকে জিজ্ঞাসা করে। রনি মৃদু হেসে জানায় তার ব্যবসার বেশ উন্নতি হয়েছে। এজন্য ফিরতে একটু দেরি হচ্ছে। রনি আরও আশ্বস্ত করে বলে, গেটম্যানের সাথে আমার ডিল হয়েছে। দেরি করে আসার জন্য সে কিছু মনে করবে না।

একথা শুনে তিমোথির সন্দেহ কিছুটা কমে যায়। সে বুঝতে পারে রনি একজন পুরোদস্তুর ব্যবসায়ী। কিভাবে কাকে ম্যানেজ করতে হয় তা সে জানে। এই শহরটি দেশের বৃহত্তম বন্দর শহর। শহরটি গড়ে উঠেছে আমদানি-রপ্তানি বাণিজ্যকে কেন্দ্র করে। এই পুরো ব্যবসাটাই চলে সীমাহীন দুর্নীতির উপর দিয়ে চলে। যে যত বেশি দুর্নীতি করতে পারবে, সে তত উপরে উঠতে পারবে। এটাই এখানকার নীতি হয়ে গেছে। তাই রনি যখন গেটম্যানের সাথে ডিল করেছে, তা শুনে তিমোথি একদমই অবাক হয়নি। সে বিশ্বাস করতে শুরু করেছে, রনি আসলেই বড় এক ব্যবসায়িক পরিবারের সন্তান।


man-2635036_1280.jpg

Photo Source

কিছুদিন পর এক সকালে অফিসে যাওয়ার তিমোথি খেয়াল করলো রনি এখনো বাসায় আসেনি। এভাবে সে বিষয়টি আরও কয়েকদিন খেয়াল করলো। তার সন্দেহ নতুন করে বাড়তে লাগলো। এরই মধ্যে একদিন বাড়িওয়ালা তার কাছে নোটিস পাঠালো তার সঙ্গী, অর্থাৎ রনিকে নিয়ে। রনি রাতে-বিরাতে বাসায় ফেরে। এটা অগ্রহণযোগ্য। সে যদি এর দ্রুত সমাধান না করে, তবে তাকে বাসা ছাড়তে হবে।

তিমোথি নোটিস পেয়ে খুবই বিরক্ত হলো। সে এনিয়ে পরবর্তী ছুটির দিন রনির সাথে কথা বলবে বলে ভাবলো। কিন্তু ছুটির পুরোটা দিন রনি বাসায় আসলোনা। আসলো মধ্যরাতে। প্রচণ্ড বিরক্তি নিয়ে সে রনিকে এর কারন জিজ্ঞাসা করলো। রনি হাসতে হাসতে বললো, "ব্যবসাটা অনেক বড় হয়েছে। তাই দেরি হয়ে যাচ্ছে।" তিমোথি তখন তাকে বাড়িওয়ালার নোটিশ সম্পর্কে বললো। রনি নিশ্চুপ ছিলো। তিমোথি তাকে জিজ্ঞাসা করলো- "এখন তুমি কি করবে ভাবছো? আমার কিন্তু আর সহ্য হচ্ছেনা।"
রনি বলে- "আমার যে অবস্থা, তাতে আমার একটু দেরি হবেই। কিন্তু আমি তোমার মত রুমমেট ছাড়তে চাইনা।"
তিমোথি হতাশ হলো, নরম স্বরে বললো- "তাহলে তো আমার কিছু করার নেই। আর তোমার ব্যবসার অবস্থাও ভালো। তুমি চাইলেই একা একটি বাসায় উঠতে পার। কিন্তু আমি এই বাসা ছাড়তে পারবোনা। এত কমে এই শহরে বাসা পাওয়া যায়না।"

রনি কিছুক্ষণ চুপ থাকলো। এরপর বললো- "আমি তোমাকে মিস করবো।"
তিমোথিও তাতে সায় দিয়ে জানালো, আমিও মিস করব।" পরের মাসেই রনি বাসা ছেড়ে চলে গেল।

সপ্তাহখানেক পরে শহরে ভোজবাজির মতো একটি ঘটনা ঘটলো। বিশাল এক দুর্নীতি চক্র পুলিশের জালে আটকে গেল। তিমোথির অফিসের বড় কয়েকজন কর্মকর্তা, অনেক কর্মচারীও গ্রেফতার হলো দুর্নীতির দায়ে। এরা সবাই দুর্নীতির সাথে জড়িত, তা তিমোথি জানত। তাই সে অবাক হলোনা। সেদিন দ্রুতই অফিস ছুটি হয়ে গেল। তিমোথি বাসায় এসে ভাবতে লাগলো, কি হলো? কিভাবে হলো? এমন সময় কেউ একজন তার দরজায় নক করলো। তার নামে একটি ডেলিভারি এসেছে।

দুটি আলাদা খাম। এরমধ্যে একটি তার অফিস থেকে। অন্যটিতে প্রেরকের নামের জায়গায় লেখা রনি। সে দ্বিধান্বিত ভাবে রনির খামটি আগে খুললো, লেখা।

প্রিয় বন্ধু,
কেমন আছো তুমি? নিশ্চয়ই অবাক হয়েছ চিঠি পেয়ে। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি শহর সম্পর্কে আমাকে না জানালে আমার কাজটি আরও দেরিতে শেষ হতো। তুমি ঠিকই ধরেছিলে। আমি একজন গোয়েন্দা। এই বন্দর নগরের সীমাহীন দুর্নীতির মূল উপড়ে ফেলতে এসেছিলাম। আমি রাতে বাড়ি আসতে দেরি করতাম, কারন ওই সময় আমার তোমার অফিসের শয়তান ধরতে কল পাততাম। আমি ব্যবসায়ী পরিচয় নিয়েছি যাতে তাদের কে কে জড়িত তা জানতে। দুঃখিত বন্ধু, আমার চাবির গোছা দিয়ে তোমার অফিস আর বাসা, দুটির তালাই আমি খুলেছিলাম। তোমার সততা এবং সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। যার জন্য অপর খামে তোমার জন্য রয়েছে একটি ছোট উপহার।
ইতি, তোমার রুমমেট, রনি।

তিমোথি দ্রুত পরের খামটি খুলল। দেখলো তার একটি প্রমোশন লেটার। তাকে সততা এবং কর্মদক্ষতার জন্য দুই ধাপ প্রমোশন করা হয়েছে। তার মায়ের কথা মনে পডল। তা মা বলত,

বেটা। আজীবন সৎ থাকবে। স্রষ্টা অবশ্যই তোমাকে এর পুরষ্কার দিবেন।

আজ যেন সে তা পেয়েছে।


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkzDMJvzhgge6xjg1Nf9DcfBH4r8nT4SwCnVyV5ThNn2TSAFX5aycxcicGqzkN2ba65fkezAX5kQfzJCdhJuU.png

চমৎকার এই কন্টেস্টে আমি আমন্ত্রণ জানাই @impersonal, @zulbahri এবং @kibreay001 ভাইকে।

Cc. @dove11

Sort:  
Steemit Challenge S26-w2 : Mysterious Roommate

Dear @sabbirakib, here is the detailed assessment of your submission:

CriteriaMarksRemarks
Story start to finish4.8/5
Originality & Uniqueness2.9/3
Presentation0.9/1
My observation0.9/1
Total9.5/10

Feedback

  • Your story makes sense as an anti corruption officer would disguise himself as a businessman and mix with corrupt officers to bust them.

  • I guess you left a few lose ends like a big businessman with multiple big warehouse would live in a shared room. The repetition of bribing the gate man also weakened your story a bit.

Moderated by: @dove11

Thank you for your kind response. Hah. Maybe. I will try to improve.