কবিতা উৎসব

in আমার বাংলা ব্লগ4 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত কবিতা উৎসবের কিছু মুহুর্ত

IMG_20241209_134548.jpg

"কবিতা", মনের ভাব প্রকাশ করার সব থেকে পিওর ফর্ম হল কবিতা। মনের আবগে কে শব্দে পরিণত হয় যখন তাকে বলে কবিতা। প্রেম প্রকাশ করার সব থেকে উত্তম হল কবিতা। শোক প্রকাশ করার সব থেকে বেস্ট মাধ্যম কবিতা। আমাদের প্রতিটি অনুভূতিই আমরা কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারি। এজন্য সাহিত্যের কবিতা অংশটার বিশেষত্বই আলাদা।

আমি মনে করি যারা কবিতা পড়ে,যারা কবিতা বোঝে তারা একটি শ্রেষ্ঠত্বের দাবি রাখে। তাদের মনন আলাদা।আর যারা কবিতা লিখতে পারে তাদের কথা না হয় নাই বা বললাম,আমাদের বড় দাদা আর ছোট দাদা কে দেখলেই বুঝতে পারবেন।তাই আদর্শ মানুষগড়ার জন্য কবিতার বিকল্প নেই।
IMG_20241209_134541.jpg

দেশের তরুণ প্রজন্ম দিন দিন শীল্প সাহিত্য থেকে দূরে সরে যাচ্ছে। তারা ঝুকে পড়ছে নানা রকম সমাজবিরোধী কর্মকান্ড ও নেশায়। তরুণরা দেশের ভবিষ্যত।তরুণ প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়,তবে দেশের ভবিষ্যৎ ও মারাত্মক ঝুকির সম্মুখীন হবে বা একদম নষ্টও হয়ে যেতে পারে।

আমাদের পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল তরুণ প্রজন্মকে আবার সাহিত্যের দিকে ফিরিয়ে আনতে।আমাদের উদ্যোগ যে পুরোপুরি সফল তা কিন্তু বলা যায় না।তবে একদম যে ব্যর্থ সেটাও কিন্তু না।আমরা নিয়মিত বেশ ভাল পাঠক পাচ্ছি। আশা করছি সেটি আরো বাড়বে ভবিষ্যতে।

IMG_20241209_135559.jpg

আমাদের এই উদ্যোগকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্যই আমাদের পাবলিক লাইব্রেরি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কবিতা উৎসবের আয়োজন করা হবে। আমাদের মফস্বল এলাকা এখানকার ছেলেমেয়েরা এমন উদ্যোগ এর সাথে খুব একটা পরিচিত নয়। তাই পরিচয় করিয়ে দেওয়াটাও একটা কারন।

যাই হোক আমাদের লাইব্রেরির সভাপতি ইউএনও মোহদয়।উনাকে প্রস্তাব দিতেই উনি উৎসাহিত হয়ে উঠলেন। তবে বিপত্তি হল আমাদের ১০তারিখ এর আগেই আয়োজন করতে হবে। এরপর উনি সময় দিতে পারবেন না।তাই সিদ্ধান্ত হল আমরা আগামী ৯তারিখ এই অনুষ্ঠান করব।আর এই সিদ্ধান্ত নিলাম আমরা ৭তারিখে।তাই সময় কম,কাজ অনেক বেশি। আমরা উঠে পড়ে লেগে গেলাম।

আজকের পর্ব এপর্যন্তই।ভুল ত্রুটি মার্জনীয়।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

Screenshot_2024-12-10-23-47-14-887_com.android.chrome.jpg

 4 months ago 

Screenshot_2024-12-10-23-48-28-580_com.android.chrome.jpg