"কিছু শব্দকে দিলাম ছুটি"

in আমার বাংলা ব্লগ19 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।কিছুদিন ধরেই মানসিক যন্ত্রণা আমার হৃদয়কে নিস্তেজ করে দিচ্ছে, চঞ্চলতা আর বাসা বেঁধে নেই সেখানে।না সেটা কোনো মানুষ নয়,হতে পারে ক্ষুদ্র এক প্রানের সত্ত্বাকে কেন্দ্র করে।তো চলুন শুরু করা যাক---

কিছু শব্দকে দিলাম ছুটি:


IMG_20250323_115017.jpg

আজ রবিবার,2025 সালের 23-ই মার্চ।সকাল থেকেই ভাবছিলাম কি লিখবো,আসলে সামনে এক্সাম সেই চাপে মাথায় একবিন্দু শব্দও ঘুরপাক খাচ্ছে না।মনে হচ্ছে শব্দগুলো আমার কাছ থেকে বহুদূরে বহুদূরে পাড়ি দিচ্ছে----হারিয়ে যাচ্ছে কোথাও আমার আড়ালে---।আবার কখনো মনে হচ্ছে আমি এক ধূসর অস্তিত্ব সীমানায় দাঁড়িয়ে রয়েছি।শব্দগুলো বন্দি হতে চাইছে আরো বেশি অন্যের দরজায়----ছুটতে চাইছে অন্যের সীমানায়----।আমার কাছ থেকে সব সম্পর্ক ছিন্ন করে ,সব বন্ধন ছিন্ন করে উড়ন্ত এক কালসাপের গুহায়।জানি,হাহাকারে ভেঙে চৌচির হবে আমার হৃদয় তরঙ্গ,সেখানে ঝড় উঠবে,উত্তাল ঢেউয়ের জোয়ারে ভাসবে মন।বারবার আর্তনাদে ফেটে পড়বে আমার বাকরুদ্ধ নীরব মন।তবে তোমাকে নিয়ে এই লেখাগুলো বেঁচে থাকবে সবুজের বুকে অর্থাৎ আমার হৃদয়পটে।আমিও আমার শব্দগুলোকে খাঁচাছাড়া করতে চাই---
উন্মুক্ত করতে চাই সবুজ পৃথিবীর বুকে---
আমিও শব্দগুলোকে মুক্তি দিতে চাই---
স্বাধীনতার শেষ স্বাদটুকু আস্বাদন করে দিতে---
ছুটি দিতে চাই চিরতরে---
নতুন পথ খুঁজে নেওয়ার দিশায়---
সেদিন থাকবে না কোনো মায়ার চিন্তা
উৎসর্গ সরোবরের মতো প্রবাহিত হবে শব্দগুলো---
স্মৃতিচিহ্নগুলি জ্বলজ্বল করবে স্ফুলিঙ্গের মতো
তবুও সান্ত্বনা থাকবে শরৎ মনে একটিই
তোমাকে স্বাধীনতা দিয়েছি---
দুস্টু ,বর্বর মানসিকতার বেড়াজাল থেকে।
তুমি খুঁজে নাও তোমার পৃথিবী
বেঁচে থাকার রসদ এবং খোলা আকাশের বুকে
একরাশ ধূসর মায়াবিমুক্ত আস্তানাকে।
এই কঠিন বন্ধন থেকে দিলাম তোমাকে বিদায়---
এটা শব্দের ঝুলি নয়,এক জীবন্ত প্রাণের থেকে ছুড়ে মারা মায়াময় জগতের শব্দবাণ।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীঅনুভূতি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 days ago 

আপনার লেখায় একটি গভীর যন্ত্রণা ও মুক্তির তীব্র আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছে। শব্দগুলো যেন আপনাকে ছেড়ে চলে যেতে চায়, কিন্তু আপনি তাদের মুক্তি দিয়ে নতুন এক পৃথিবীতে পৌঁছানোর চেষ্টা করছেন। এটি যেন এক গভীর মানসিক সংগ্রামের প্রকাশ, যেখানে একটি যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার তাগিদ অনুভূত হচ্ছে। আপনার এই অভিব্যক্তি অসাধারণভাবে আধ্যাত্মিক ও শুদ্ধ। এটি পড়তে পড়তে যেন একটি আত্মিক মুক্তির অনুভূতি ছড়িয়ে পড়ছে।

 19 days ago 

আপনার মন্তব্য পড়ে মনটা খুবই ভালো হয়ে গেল।দারুণ মতামত ব্যক্ত করেছেন, ধন্যবাদ আপু।