# আমার ভালো লাগা ( 10% for @shy-fox)
কেমন আছেন সবাই? বাংলা ভাষাভাষীদের মনের কথা শেয়ার করার একমাত্র ব্লগ আমার বাংলা ব্লগের দীর্ঘস্থায়ী কামনা করছি। আজ আমি আমার ভালো ভিন্ন ধরনের গল্প বলব। আপনারা হয়তো দেখে থাকবেন আমি আসলে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে ভালবাসি।তবে আজ লেখব নিজের কিছু ভালো লাগা নিয়ে।
উপরের যে ছবিটি দেখছেন এটি পহেলা ফাল্গুনীর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্ত্বরের সামনে থেকে কেনার সময় তুলেছিলাম। টিএসসিতে,লাইব্রেরী মেইন গেটের সামনে, চারুকলার সামনে এই চুড়ির দোকানগুলো বসে। মেয়েরা সাধারণত বিশেষ দিনে হাতে রেশমি চুড়ি আর শাড়ি পড়তে পছন্দ করে। যেমন চৈত্র সংক্রাতি তে,পহেলা বৈশাখ, পহেলা বসন্ত বা পহেলা ফাল্গুনীর দিনে।আমিও এর ব্যাতিক্রম না। এই দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসবের একটি আমেজ পড়ে যায়। সারাদিন বন্ধু-বান্ধবীদের সাথে কেটে যায়।সরকারি ছুটির দিন না হওয়াই একবার এইদিনে এক্সাম দেওয়া রেকর্ড ও আছে আমার। তবে ম্যামের কোর্সের পরীক্ষা হওয়ায় উনি মেয়েদের শাড়ি পড়ে আসার শর্ত দিয়েছিলেন যার কারনেই এক প্রকার উৎসবমুখর পরিবেশ হয়েছিল ঐদিন। চুড়ি পড়তে আমার অনেক ভালো লাগে আর আমি জামার সাথে ম্যাসিং করেই চুড়ি কিনতাম বিশেষ করে রেশমি চুড়ি আর কেউ যদি গিফট করতো তাহলে কথায় নেই। চুড়ি কিনে নিয়ে রুমে গিয়ে এক ধাপ ট্রায়াল দিতাম আর রুমমেট কে বলতাম কেমন হইছে বলত!
উপরের ছবিটি আমার হাতে যে ফুলটি দেখছেন এটি শিউলিফুল।শিউলি ফুল আমার পছন্দের ফুল। আমার পছন্দের হওয়ায় আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল। তাই হাতে দিয়ে দেখছিলাম কেমন লাগছে। আমার হলের ভিতরে কয়েকটি শিউলি ফুলের গাছ আছে এই সময়টাতেই শিউলি ফুল ফোটে। ভোরে যখন ঘুম থেকে উঠতাম তখন নিচে গিয়ে ফুল কুড়াইতাম।
এই ছবির ফুল গুলো হলো কাঠ গোলাপ।এটিও আমার হলের ফুল। কাঠগোলাপ ও বর্ষাকালীন ফুল। গাছটি মোটামুটি বড় হওয়ায় আমার হলের ছাদে গিয়ে ফুল তোলা যায়।এই ফুল গুলো দিয়ে আমার নামের প্রথম অক্ষর লিখেছিলাম। কাঠগোলাপের গন্ধটাও অসাধারণ লাগে আমার কাছে।
অনেক সুন্দরভাবে আপনার গল্পটা সাজিয়ে তুলেছেন আপু🥰
শাড়ি পড়লে মেয়েদের ডানাকাটা পরীদের মতোই লাগে
ধন্যবাদ ভাইয়া😊
শিউলি ফুল আমারও পছন্দের একটি ফুল। আর অন্যের থেকে উপহার পেতে কার না ভালো লাগে।সব মিলে অসাধারণ লিখেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া
রেশমি চুড়িগুলি খুব সুন্দর ছিল আপু।ছোটবেলায় খুব চুড়ি পড়া হতো আমার কিন্তু এখন আর হয় না তেমন।তবে চুড়ি খুব ভালো লাগে আমার।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনাকে
লাল নীল চুড়িতে আমার বউটারে যে কবে দেখবো সেই অপেক্ষায় থাকতে থাকতে বুড়া হয়ে গেলাম
খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। শুভ কামনা আপনার জন্যে
ধন্যবাদ আপনাকে
বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আসলেই মেয়েদেরকে শাড়ি আর চুড়ি পরা অবস্থায় একটু অন্যরকম লাগে। আর বিভিন্ন উৎসব গুলি উদযাপনে ঢাকা ভার্সিটির জুড়ি মেলা ভার। বিশেষ করে পহেলা বৈশাখে যে উৎসব ওই এলাকা কেন্দ্রিক হয় সেটা তো পুরো দেশের ভিতরেই অনন্য। আপনার পোষ্টটি সুন্দর হয়েছে। তবে চেষ্টা করবেন এই জাতীয় পোস্টে আরো কিছু ছবি এড করতে। সেটা আপনার রিওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। আবারও ধন্যবাদ সুন্দর পরামর্শ দেয়ার জন্য
কাঠগোলাপ আমার ভীষন প্রীয়! আপনার কথাগুলা খুবই ভাল লাগলো।
ধন্যবাদ আপনাকে
অনেক সুন্দর লিখেছেন আপু,শিউলি ফুল আমারও পছন্দের একটি ফুল। আর অন্যের থেকে উপহার পেতে কার না ভালো লাগে, আপনার জন্য শুভকামনা রইলো 🥀