বাচ্চাদের ফুচকা খাওয়ার অনুভূতি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
বাচ্চাদের ফুচকা খাওয়ার অনুভূতি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। সত্যি বলতে বাচ্চাদের এমন ফুসকা খাওয়ার অনুভূতি অন্য রকম। বেশ কিছু দিন ধরে বাচ্চারা ফুসকা খাওয়ার জন্য বাইনা করেছিল। আসলে বাচ্চারা ফুসকা নিয়মিত খায়। তবে তারা তার ভাইয়ের দোকান থেকে ফুসকা খাবে।আসলে অনেক বাচ্চা মিলে এক সাথে ফুসকা খাওয়ার মজাই আলাদা। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
যেহেতু তার ভাইয়ের দোকান তাই তারা আগ্রহসহ কারে দোকানের সামনে গিয়ে বসে আছে।তবে দোকানে মাত্র খুলেছে তাই লোকজনের ভীর একটু বেশি। তবে এখানে বাচ্চারা তো আর তা বুজবে না। তাদের সবার আগে ফুসকা দিতে হবে। তা না হলে তারা রাগ করবে। তবে এদিকে কাস্টমার বেশি হওয়ার কারণে সে ও পড়েছে বিপদে। আসলে ফুসকা প্লেটে রেডি করতে একটু বেশি সময়ের প্রয়োজন । তারপর এক সাথে অনেক লোকজন। তারপর বাইরের একজন ছোট বাচ্চাকে আগে দিয়েছে।আর তা দেখে আমার মেয়ে রেগে আর ফুসকা খাবে না।
তারপর সবাইকে এক সাথে কয়েক প্লেট ফুসকা তৈরি করে দিল।আর আগে রাগ করলেও ফুসকা দেখে তাদের রাগ দূর হয়ে গেল। এভাবে তারা কয়েক জন মিলে বেশ মজা করে খেয়েছে ফুসকা। আসলে সবাই মিলে এক সাথে বসে ফুসকা খাওয়ার মজাই আলাদা। সাথে আমরা ও খেয়েছি। সত্যি সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। বেশ ভালো সময় কাটিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি
https://x.com/MimiRimi1683671/status/1946217148377903437?t=LrHX9b6jjnEMtPDmjJquHw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1946218027617300603?t=KDVJZ6wA7oLQK7_LtxYKhQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1946218483290657200?t=ik4p89k2CwPjhOJlXfaTew&s=19
কয়েকদিন থেকে ভাবছি ফুচকা খেতে যাবো। আসলে বাচ্চারা এবং বড়রা সবাই ফুচকা খেতে পছন্দ করে। আপু আপনি সুন্দর একটি মুহূর্ত তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু সবাই ফুসকা খেতে অনেক পছন্দ করে, ধন্যবাদ আপনাকে।
আপু ফুচকা খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর ছোট বাচ্চারা ফুচকা ফেলে তারা একটু বেশি খুশি হয় খেতে। তবে এটি ঠিক রাগ থাকলেও যখন ফুচকার প্লেট সামনে আসে তখন রাগ চলে যায় ছোট বাচ্চাদের। ধন্যবাদ ফুচকা খাওয়ার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু অনেক রেগে গিয়েছিল, তারপর ফুসকা দেখে সব ঠান্ডা, ধন্যবাদ আপু।