সঞ্চয় সংরক্ষণ করে রাখার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

সঞ্চয় সংরক্ষণ করে রাখার অনুভূতি

1000027295.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আসলে আমাদের সবার একটা ইচ্ছে থাকে। আর সবাই চেষ্টা করে নিজের ইচ্ছা গুলো পূরণ করার জন্য। কিন্তু সবার ইচ্ছে তো আর পূর্ণ হয় না। যাইহোক ইচ্ছে পূরণ হোক বা না হোক ইচ্ছা থাকা অবশ্যই জরুরি। আজ একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে এসেছি।আসলে বাচ্চারা একা একা কিছু শেখে না। তারা পরিবার থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে করে থাকে।আসলে বইয়ের শিখা থেকে পরিবারের শিক্ষা আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000027295.jpg

আমার বড় মেয়ে বেশ কিছু দিন হলো একটা প্লাস্টিকের ব্যাংক কিনেছিলাম। যদিও প্রথম দিকে সে একা একা দশ বিশ টাকা রেখে দিত। আর আমাকে বলত কিছু টাকা রাখার জন্য। আসলে এর আগে সে আমাকে এমন ভাবে ব্যাংকে টাকা রাখতে দেখেছে।যাইহোক তারপর আমি ও আপনাদের ভাইয়া আমার ছোট মেয়ে সবাই মিলে ব্যাংকে টাকা রাখতে শুরু করে দিলাম। যদিও ব্যাংকে প্রতি দিন টাকা রাখা হয়নি তবে সবাই যখন রেখেছি তাই ৫০ টাকার নিচে রাখা হয়নি। বেশি বেশি করে সবাই রাখার চেষ্টা করেছি।তারপর গতকাল আপনাদের ভাইয়া বলতেছে এই ব্যাংক থেকে একশত টাকার নিচের নোট গুলো বের করে রাখি।মানে একশত টাকার নিচে রাখব না।আর একথা বলতে বলতেই ব্যাংক থেকে টাকা বের করতে শুরু। আবার এদিকে আমার মেয়ে আর একটা ব্যাংক কিনে এনেছে। আসলে সব টাকা নোট বানিয়ে রাখবে।

1000027297.jpg

1000027298.jpg

তারপর আমরা সবাই মিলে সব নোট গুলো আলাদা আলাদা ভাবে রাখলাম। তারপর সব টাকা হিসাব করে দেখলাম ১০০০০ টাকা হয়েছে। যদিও ব্যাংকে তিনমাসের মতো টাকা রাখা হয়েছে। এদিকে টাকা পেয়ে তারা আবার আর একটা ব্যাংক কিনে এনেছে এই টাকা গুলো রাখার জন্য। তবে আমি আর ব্যাংকে রাখতে চাচ্ছি না। আসলে মেয়ে সাইকেল কিনবে কিন্তু আমি চাচ্ছি এক জোড়া কানের দুল কিনব আর কিছু ভরে। তবে মেয়ে সাইকেল কেনার জন্য অস্হির। আসলে সাইকেল একটা আছে আবার আর একটা কিনবে।না হলে টাকা গুলো ব্যাংকে রাখবে। তবে এই টাকা গুলো ব্যাংকে না রাখলে হয়তো অনেক আগে শেষ হয়ে যেত।

1000027300.jpg

1000027299.jpg

তারপর বিশ টাকা আর দশ টাকার নোট গুলো আলাদা রেখে দিয়েছি। এগুলো মিলে ১২০০ টাকার মতো হয়েছে। তবে দুইশত টাকা দুই জনকে দিয়েছি বাচ্চাদের খাবার জন্য। তারপর আজ থেকে তারা আবারো ব্যাংকে টাকা জমিয়ে রাখতে শুরু করেছে। সত্যি বাচ্চাদের এমন অনুভব অনেক ভালো লাগে। তবে তাদের এক্ষেত্রে আমাদের সাহায্য করা অবশ্যই প্রয়োজন। আর আমরা এভাবে মাঝে মাঝে সঞ্চয় করে রাখতে পারলে হয়তো আমাদের প্রয়োজনে কাজে লাগবে। তাই ভালো কাজের দিকে অবশ্যই আমাদের সাহায্য করা উচিত। আর এমন অনুভূতি গুলো আসলে অনেক ভালো।

1000000176.gif

প্রলয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png